|
কবি শ্যামলজিত্ সাহার পিতা শ্রী অমল কৃষ্ণ সাহা, মাতা শ্রীমতী শিবানী সাহা | কবি পেশায় ব্যাঙ্কের চাকুরে | হিসেব নিকেশের জীবনে বাঁধা থাকলেও শ্যামল বাবু লেখা লেখি শুরু করেন ১৯৭৭ থেকেই | তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ - মুগ্ধকথা(১৯৯২) | শুধু কবিতায় তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেন নি, সমান তালে নানা পত্র পত্রিকায় লেখেন নিবন্ধ, লেখেন বই এর আলোচনাও | তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে নানান পত্র পত্রিকায় যার মধ্যে আছে দেশ, সানন্দা, অনুবর্তন, আজকাল টাইটোনিডি, উত্তরসূরি, কৌরব, জিজ্ঞাসা, অলিন্দ, সাহিত্য সেতু সহ বিভিন্ন ছোট পত্রিকাও | কবি পছন্দ করেন ভ্রমণ করতে, বই বা পত্রিকা পড়তে ও সংগ্রহ করতে |
যোগাযোগ : নম্রতা আপার্টমেন্ট, ফ্ল্যাট ১ / ডি, কে সি ঘোষ সরণি, চুঁচুড়া, হুগলি, পশ্চিম বঙ্গ, পিন: ৭১২১০১ দূরভাষ : ৯১ ৩৩ ২৬৮০৫০২৩
|