সুকুমার রায়
৩০. ১০. ১৮৮৭ - ১০. ০৯. ১৯২৩
সুকুমার রায়ের কবিতা   
কবি সুকুমার রায়  বাংলা শিশু সাহিত্যের অসামান্য জনপ্রিয় এবং অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা
ছিলেন |
চিত্রশিল্পে, ফোটোগ্রাফিতে এবং সর্বোপরি উদ্ভট, অদ্ভুত, সরস, কৌতুককর কাহিনী এবং
পদ্য রচনায় তিনি অসামান্য কুশলী ছিলেন |


সন্দেশ (১৯২১) পত্রিকার অসাধারণ সাফল্য এবং উত্কর্ষের মূলে তাঁর প্রতিভা মূলত দায়ী | তাঁর
রচিত আবোল তাবোল (১৯২৩), পাগলা দাশু (১৯৪৬), খাই খাই (১৯৫০), হযবরল (১৯৫২) প্রভৃতি
বাংলা সাহিত্যের চির উপভোগ্য গ্রন্থমালার অন্তর্ভুক্ত | তাঁর সব গ্রন্থই তাঁর মৃত্যুর পরে প্রকাশিত
হয়েছে |
তাঁর রচিত নাটক লক্ষ্মণের শক্তিশেল ও চলচিত্ত চঞ্চরী তাঁর নাট্য রচণা শক্তির পরিচায়ক |
কৌতুক ও ব্যঙ্গ, পরিহাসপ্রিয়তা ও সমাজমনস্কতা দুয়েরই সম্মিলন ঘটেছে তাঁর রচনায় |  


.                       
                     --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
HOME
HOME BANGLA