কবি আনন্দময়ীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
হরিলীলা কাব্য থেকে...

হের চৌদিগে কামিনী লক্ষে লক্ষে।
সমক্ষে, পরক্ষে, গবাক্ষে, কটাক্ষে॥
কতি প্রৌঢ়া রূপা ওরূপে মজন্তি।
হসন্তি, স্খলন্তি, দ্রবন্তি, পতন্তি॥
কত চারুব         সুবেশা, সুকেশা।
সুনাসা, সুহাসা, সুবাসা, সুভাষা॥
কত ক্ষীণমধ্যা, শুভাঙ্গা, সুযোগ্যা।
রতিজ্ঞা, বশীজ্ঞা, মনোজ্ঞা, মদজ্ঞা॥
দেখি চন্দ্রভানে, কত চিত্তহারা।
নিকারা, বিকারা, বিহারা, বিভোরা॥
করে দৌড়াদৌড়ি, মদমত্ত প্রৌঢ়া।
অনূঢ়া, বিমূঢ়া, নবোঢ়া, নিগূঢ়া॥
কোন কামিনী কুণ্ডলে গণ্ড পৃষ্টা।
প্রহৃষ্টা, সচেষ্টা, কেহ ওষ্ঠদষ্টা॥
অনঙ্গাস্ত্রবিদ্ধা, কত স্বর্ণ বর্ণা।
বিকীর্ণা, বিশীর্ণা, বিদীর্ণা, বিবর্ণা॥
কারো ব্যস্ত বেণী, নাহি বাস বক্ষে।
কারো হার কুর্পাস্ পরিস্রস্ত কক্ষে॥

*         *          *         *

কারো হার বল্লি কারো স্কন্ধ দেশে।
রহিয়া সাধু বাক্য ব        প্রকাশে॥
সুকক্ষে, নিতম্ব উর হেম কুম্ভে।
এভাবে ওভাবে হাটিতে বিলম্বে॥
তাহে দোলিতা লাজভারি ভরেতে।
পরে হেলি দুলি অনঙ্গ জ্বরেতে॥
সুনেত্রাকে কেহ, কেহ চন্দ্রভানে।
করে সেক তোয়ে সবে সাবধানে॥
সুহস্তে ঢালিছে সর্ব্ববারি অঙ্গে।
ঝনৎ ঝনৎ নলৎ গমৎ গলৎ পড়ে নীর অঙ্গে॥
সখি চন্দ্রভানে বলে চাতুরীতে।
এ রত্নের মালা কাকের গলেতে॥
শুনি চাতুরী দম্পতি হেট মাথে।
চলাচল গলাগল সথী সর্ব্বতাতে॥


.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
বিবাহের গান
আনন্দময়ী

যাত্রা করি রঘুনাথ করিলেন গমন।
জানকী করিতে বিয়া চলেন নারায়ণ॥
পঞ্চ শব্দে বাদ্য বাজে জনক রাজার বাড়ী।
রঘুনাথ করিবেন বিয়া জনক কুমারী॥
সর্ব্বলোক বলে ধন্য সীতার জননী।
তাহাকে দিবেন সেবা দেব রঘুমণি॥
নারীগণে বলেন রাণী শুনগো বচন।
সীতারে সাজাও সাজে কৌশল্যানন্দন॥
সীতারে সাজায়ে রাণী রতি করি দূর।
কঙ্কন মেখলা দিল পঞ্চম নূপুর॥
নাসায় বেসর দিল শিরে শিরোমণি।
ঠেকিতে তরুয়া যেন ধরিয়াছে ফণী॥
তাহার পরে পরাইল তার কেঙুর।
আভরণ জ্বলে সীতার শশী করি দূর॥
মণিময় আভরণ পরাইল শেষে।
রঘুনাথ বরিতে গেলেন  মনের হরিষে॥
বিচিত্র সেইতি পুষ্প সীতাদেবী খিটে।
গগনে ঠেকিয়া পৈল রামের মুকমটে॥
বিচিত্র পঙ্কজ পুষ্প গন্ধ মনোহর।
উদয়ে ফুলের জ্যোঃতি জিনি নিশাকর॥
পঙ্কজের দল জিনি জানকীর হাত।
ভ্রমর ঘুঞ্জরে পাশে হাসেন রঘুনাথ॥
ভ্রমর বলে শশী নয়নোদয় পদ্মবর।
শশধর হৈলে হেথা আসিত চকোর॥
রাম বামে জানকীর বিবাহ হৈল।
কৃত্তিকা সহিত যেন শশী লুকাইল॥
বিবাহ হইল সীতার রাম বামে বসি।
লাজে লুকাইল তখন শরদের শশী॥
বিবাহ হইল সাঙ্গ যজ্ঞ সমাপন।
পাণিগ্রহ সাঙ্গ কৈল কৌশল্যানন্দন॥
অপূর্ব্ব বসন্ত ঋতু মদনের সখা।
যাহে নব নব কুসুমের দেখা॥
বিকসিত রসাল---মঞ্জরী নানা মতে।
ফলিত মল্লিকা কলি কত শতে শতে॥
স্তবকের ভরে নত কুসুমের লতা।
যেন গুরু কুচভরে নিতম্ব নিলতা॥
পৃথিবী রজতময় হইয়াছে কিশোরে॥
কিংশুকে ভূবন পূর্ণ স্বর্ণ অলঙ্কারে॥
কুসুমের বনে কত কত অলিকুল।
মলয় কন্দর হইতে মন্দ সমীরণ।
বিরহিণীর যম হেতু বহে ঘন ঘন॥
কারো হার খুলি ঘরায় বারে বার।
কেহ খসাইয়া পুনঃ দেয় অলঙ্কার॥
কদলী বেদীতে রাম জানকী আনিয়া।
কত নাট কত জাট করে বিনাইয়া॥
শুভক্ষণে সূর্য্য অর্ঘ্য দিয়া রঘুপতি।
সীতা সঙ্গে ঘরে চলেন অতি হৃষ্টমতি॥

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
অন্নপ্রাশনের গান  
আনন্দময়ী

ছয় মাসের রঘুনাথ জননীর কোলে।
কেলী করে দেখে রাজা মন কুতূহলে॥
নব শশী জিনি কান্তি বাড়ে দিন দিন।
কত পূর্ণ শশী মুখ হেরিয়া মলিন॥
অন্নপ্রাশনের হেতু কৈলা অনুমতি।
আসিলেন বশিষ্ঠ ঋষি অতি হৃষ্ট মতি॥
শুভ তিথি বার আর নক্ষত্র বিহিত।
বিচারিয়া শুভক্ষণ কহেন পুরোহিত॥
নানা মত করিলেন মঙ্গল রচন।
নানা স্থানে নাচে গায়ে যত বামাগণ॥

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
বিরহের পদ
আনন্দময়ী

  ….. আসি দেখহ নয়নে।
হীনতনু সুনেত্রার হয়েছে ভূষণে।
হয়েছে পাণ্ডুর গণ্ড, রুক্ষ কেশ প্রতি
ঘরে আসি দেখ নাথ এসব দুর্গতি॥
রহিয়াছি চির বিরহিণী দীন মনে।
অর্পণ করিয়া আমি তোমা পথ পানে॥

*            *            *            *
*            *            *            *

ভাবি যাই থা আছ হইয়া যোগিনী।
না সহে এ দারুণ বিরহ আগুনি॥
যে অঙ্গে কুঙ্কুম তুমি দিয়াছ যতনে।
সে অঙ্গে মাখিব ছাই তোমার কারণে॥
যে দীর্ঘ কেশেতে বেণী বাঁধিছ আপনি।
তবে জটাভার করি হইব যোগিনী॥
শীত ভয়ে যে বুকেতে লুকায়েছ নাথ।
বিদারিব সে বুক করিয়া করাঘাত॥
যে কঙ্কণ করে দিয়াছিলা হৃষ্ট মনে।
সে কঙ্কণ কুণ্ডল করিয়া দেব কাণে॥
তব প্রেমময় পাত্র ভিক্ষা পাত্র করি।
মনে করি হরি স্মরি হই দেশান্তরী॥
তাতে মাতা প্রতিবন্ধ বাহিরিতে নারি।
আর তব স্থাপ্য-ধন বিষম যৌবন॥
লুকাইয়া নিয়া ফিরি দরিদ্র যেমন।

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
দশাবতারের বর্ণনা
আনন্দময়ী

জলজ বনজ যুগ যুগ তিন রাম।
খর্ব্বাকৃতি বুদ্ধদেব কল্কি সে বিরাম।

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
স্ত্রীলোকের কেশের বর্ণনা
আনন্দময়ী

কুটিল কুন্তল তার, বন্ধন শঙ্কায়।
নিতম্বে পড়িয়া পদ ধরিবারে ধায়॥

.           *************************    
.                                                                                    
উপরে    


মিলনসাগর