কবি বাণীকুমারের গান ও কবিতা
*
আহা আষাঢ়ের কোন্ গোপন বাণীটি
রচনা - বাণীকুমার
সুর - পঙ্কজকুমার মল্লিক
স্বরলিপি - অনিল দাস ও বিমলভূষণ  
সজনীকান্ত দাস সম্পাদিত “বঙ্গশ্রী” পত্রিকার আষাঢ় ১৩৫১ ( জুলাই ১৯৪৪ ) সংখ্যা থেকে
পাওয়া |

.                      গান

আহা        আষাঢ়ের কোন্ গোপন বাণীটি
.                        বাজালো হৃদয়-বীণা-তার !
ওগো        জানায় বিরহ করুণ  বারতা,
.                        কাঁদে মিলনের ফুলহার !

.             একা বসে আছি শুধু হাঁকে বাজ,
.             নয়নের জলে নাহি কোনো কাজ,
আজি        জীবনের সুর বাজিল বেসুর,
.                        মন্দির মোর কারাগার |

কভু         আসিবে না কি গো মিলন-দেবতা,
.                        থামিবে কি মোর বীণা-তান !
শুধু         অশ্রু ভিজাবে যূথীর মালিকা,
.                        বিরহের নাহি অবসান !—

.             চমকিয়া উঠি আপনার গীতে,
.             আসিবে কি প্রিয় শেষ গোধূলিতে,
কেন        গুমরি’  গুমরি’ মরিছে আমার
.                        দীর্ঘ নীরব অভিসার !

.                   ************************     
.                                                                              
সূচীতে . . .    




মিলনসাগর
*
চিত্রলেখা
কবি বাণীকুমার
সজনীকান্ত দাস সম্পাদিত “বঙ্গশ্রী” পত্রিকার আষাঢ় ১৩৫১ ( জুলাই ১৯৪৪ ) সংখ্যা থেকে
পাওয়া |


বসুন্ধরা একই ছবি আঁক্ চে দিনে দিনে,
.        নিত্য-চেনা গান বাজে তা’র বীণে |
প্রভাতবেলায় দিগন্তরে গুঞ্জে অরুণ-বেণু,
মৌমাছিরা পথে পথে ছড়িয়ে চলে রেণু,
বহুযুগের সৃজন-প্রাতে ঝঙ্কৃত সে-বাণী—
কতই সুরে আজ ধরণীর বক্ষে দিল আনি’ ;
.         অমর প্রেমে মুগ্ধ মনে বিশ্ব-বরণ বীণা—
.         জ্যোতির অরূপ চিরন্তনের গোপন-প্রাণে লীনা |

গগনে কোন্ পরম জাগার চরম শুভক্ষণে,
.        জাগ্ লো উষা প্রেমের সঙ্গোপনে |
আপন-হারা নিখিল মেলে স্বপ্ন-নিবিড় আঁখি,
বিস্ময়ে সব দেখ্ লো হাতে বাঁধা আলোর রাখী,
আনন্দ যে কলোল্লাসে নাচ্ লো সাগর-নীড়ে,
জয়-ঘোষণা বনে বনে মাতন শৈল-শিরে ;--
.        প্রথম দেখার সে-মত্ততা চিত্তে কাঁপন আনে,--
.        এখনো তা’র ছন্দ দোলে শ্যামল-তরুণ প্রাণে |

বিচিত্রা যে-রূপের লীলায় আন্দোলিত তৃণ—
.        সেই মহিমা পুষ্পদলে ###
পাতায় পাতায় গন্ধে-ভাষায় বর্ণ-আলিম্পনে—
অতুল যশের তুলির লিখন দীপ্ত প্রতিক্ষণে ;
সুন্দরেরি নৃত্য-তালে নিত্য-নবীন রাগে—
ফুল-ফোটা ফুল-ঝরার সনে অমর ভঙ্গী জাগে |
.        দুঃখে-সুখে বরণ-মালায় সৃষ্টি-প্রলয়-মাঝে—
.        বিশ্বমোহন অনন্ত সুর দিক্-বেণুতে বাজে |

নীল-আকাশের গুম্ রে-ওঠা চির-ব্যাকুল গীতি
.        গাইচে ধরার অন্তরপুর নিতি |
দিন-রজনী ছন্দিত সেই বাণীর করুণ সুরে,
ভৈরবেরি ঝঙ্কার-তান তপন-সোমে ঘুরে,
কমল-বুকে গন্ধ-স্বপন—সেই ললিতা ব্যথা—
বন্দিনী সে বিন্দু হ’য়ে মধুর গোপন কথা |
.        বিরহিনীর আঁখির জলে উঠ্ লো সে-গান ভরি’ ;
.        প্রেম-বেদনায় নির্জ্জন প্রাণ অমৃত শ্যাম করি’ |

নারিকেলের পল্লবেতে তাল-তমালী বনে---
.        বিরহেরি মর্ম্মরিমা-স্বনে—
মন্দ্রিত যে-বাণী সদাই ঋতুর আবর্ত্তনে,
মধ্যদিনে কল্লোল-গান নির্ঝরে নির্জ্জনে,--
কোন্ সে রাখাল বাজায় বেণু রুদ্র-মোহন সুখে,
সেই রাগিণীর নিত্যধ্বনি ধরার গভীর বুকে,--
.        ইন্দ্রধনু সে-সঙ্গীতের চিত্রলিপি নীলে,--
.        তাই সুদূরের তৃষ্ণা-সনে অনন্ত প্রেম মিলে |

চিত্র-লেখায় মগ্নচেতন ধরায় সাধনখানি---
.        নানান্ রূপে তুলির বাঁধন টানি’---
দিবস-রাতির বুকের ‘পরে আঁচ্ চে অনুরাগে,
যেথায় রেখার রঙের খেলায় গ্রীষ্মেরি তপ জাগে,
কখনো বা বাদল-দিনের প্লাবন-গানের মায়া,
শীতের কাঙাল শুভ্র বুকের শঙ্কা-ত্যাগের ছায়া,--
.        বসন্ত-দাক্ষিণ্যে ফুটে ছবির রঙীন্ আশা,
.        সুরলোকের বাণীর বিলাস আকাঙ্ক্ষারি ভাষা

ধরণী সেই রূপ-প্রকাশে রয়েছে উন্মনা,
.        যুগে যুগে যায়না সে-দিন গণা |
কালবোশেখীর ঝড়ের দোলায় ধরার চপল হিয়া—
অপূর্ণতার বিদ্রোহ ক্ষোভ তুল্ লো হিল্লোলিয়া,
চূর্ণ করে এতোদিনের সাধন-সৃজনখানি,
আবার আঁকে আগ্রহেরি অনন্ত রূপ-বাণী |
.        বসুধা কোন্ স্বর্গ-সুধার মিলন-প্রবাহিণী—
.        মার্ত্ত-প্রাণের গোপন-লোকে তুল্ ছে রিণিরিণি |

.                   ************************     
.                                                                              
সূচীতে . . .    




মিলনসাগর
*
মরু-মায়া
কবি বাণীকুমার
সতীশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত মাসিক বসুমতী পত্রিকার কার্তিক ১৩৪৯ ( অক্টোবর
১৯৪২ ) সংখ্যা থেকে নেওয়া |


.             মরু ওঠে মুঞ্জরি কোন মায়াতে—
বুঝি         নবীন পরশ পেয়ে শ্যাম কায়াতে !
হেরি        রঙীন্ ধূলার শোভা নাহি সেখানে,--
কেন        আবীর-গুলাল তবু ছড়ায় প্রাণে !
সেথা’       বর্ষার মেঘে নাচে দিগঙ্গনা,
পুনঃ        আলোকের ঝল্ কানি করে বিমনা |
সেথা’       কনক-চাঁপার কোনো নাহি ফুলবন,
নাহি        বকুল-ছড়ানো বন-বীথি-আবরণ |
তবু         অরুণ-কিরণসনে মাধুরী আসে,
মাতে        সন্ধ্যা যে নাম-হারা কুসুম-বাসে |

.                                কিছু          সঞ্চিত নাহি রয় মরুভূমিতে,--
.                                কোথা’        ঝড় আসি বালু-জাল রহে বুনিতে |
.                                হেথা’          মহাকাল কবে তপ নিত্য জাগি,---
.                                যেন           কঠোর সে-ধ্যান মহামায়ার লাগি’ !
.                                যবে           শান্ত রহেন তিনি স্তব্ধ মরু,
.                                কভু           রুদ্র-ডিমি-ডিমি বাজে ডমরু |
.                                হেথা’         এমনি খেলাই নিতি খেলে মহাকাল |
                             বাজে          মোহন বাঁশরী কভু বিষাণ ভয়াল !
.                                তবু           কা’র কৃপা-ধারা বহে ফল্গু-সমা !
.                                চির           মরু-বুকে লুকানো সে মায়া-সুষমা !


.                                       ************************     
.                                                                              
সূচীতে . . .    




মিলনসাগর