কবি বিশ্বজিৎ-এর কবিতা
*
অন্ধের মহাকাব্য
কবি বিশ্বজিৎ

কতোবার নিজেকে মুগ্ধ করতে চাই, কতোবার
উপেক্ষার মতো.. দুপুর সরিয়ে , রাত্রি সরিয়ে ফ্রেমের গায়ে
কৌশল বাতাস..  আরও অনন্তে মাথা খেয়ে যাওয়া
একাকীত্বের স্বপ্ন-

খুলতে খুলতে
শীতল ও উষ্ণতা, উভয়ই
দিক্ ভ্রষ্ট .. হতবাক

.    ***********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
প্রণামী
কবি বিশ্বজিৎ

যেভাবে তুমি
ভালোবাসা ছড়িয়ে দাও
ছড়িয়ে দাও
আন্তরিকতার  মতো..
সামলানো হাততালি,  উপচানো পণ্যের
তামাশায়
আরও পোড় খোলে
নিভন্ত ফণার খঞ্জনী..
বলতে -- বলতে
দুনিয়াদারী,  আরও হলফনামা,  মধ্যরাতের
সুখ |

আহা ! কৃষকজন
বশীভূত পায়রার প্রণামী,
কৈফিয়ৎ থেকে খুলে পড়ছে
তোমার বুনন--

.    ***********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
যেখানে -- সেখানে
কবি বিশ্বজিৎ

যেখানে-সেখানে
ফুটে উঠুক, তোমার ছবি
আমি না করব না
বাধাও দেবো না |

শুধু
বুকের রক্তের দাগগুলি
যেন না ফুটে ওঠে ---

.    ***********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
সাবান
কবি বিশ্বজিৎ

আরও কতো সাদা হলে জীবন
ধন্য | ধন্য তোমার পুরনো ভুলের
কৃতজ্ঞতা |  লাল টিপ, নীল টিপ, ফুটিফুটি প্রি
য়জন
কত ভি.আই.পি, ফাইল ঘাটা অন্ধকার | সবই
যেন এক আঁচলের পিক্ নিক্ --

ধুঁয়ে যাও, শুধু ধুঁয়ে যাও |
তেল-সিন্দুর-শাখা হাতে
বারো মাসের চব্বিশটা পুরুষ--

.    ***********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
সম্পর্ক
কবি বিশ্বজিৎ

ক্রমশ সরে আসছে
তোমার কাছ থেকে
কথার রোশনাই, আলোর রোশনাই
আরও কতো কাজের চপেটা--
একেকটা দিন, একেকটা রাত
আরও কতো অজানার দৃশ্য
ভাঙা চাল, শুধু ভাঙে
অকারণ, শতাব্দীর ছাড়খাড় |

এখনও ও বুঝে উঠতে পারলে না
পৃথিবীর দায়ভার, সম্পর্ক
.                                কোন দিকে হাঁটে ---

.    ***********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
নিশ্চিত
কবি বিশ্বজিৎ

প্রতিদিন  সম্পর্কগুলো
ছিঁড়ছে--
ছিঁড়তে ছিঁড়তে
একসময় কাটাকুটি |

কোনো নাম নেই, ঠিকানা নেই
দৌড়তে
.         দৌড়তে
.                একদিন মৃত্যু---

.    ***********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
ধন্য
কবি বিশ্বজিৎ

যা কিছু আকাঙ্খা
সবই তো দৃশ্য হয়ে যায়
অবস্থান চলে ফিরে
গতির কাছাকাছি--
ঘরের পেছনে হাজার সত্যি
লাফিয়ে ওঠা ছম্ ছম-- গা ছম্ ছম্
দখল করে
জড়িয়ে ধরে
কুসুমের মতো-- |

শ্যামবর্ণ, নাম না জানা সুলক্ষণ
তোমার কপালে
যতোবার হাত রেখেছি
চড়াই-উৎরাই
বেজে উঠেছে
তুখোড় পুনরুথ্বান
আরেকটু  বোসো  |
ধন্য হবে
.         আমার আবডাল --

.    ***********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
কৃত্তিবাস
কবি বিশ্বজিৎ

হয়তো এভাবেই গড়তে শেখা
পান  থেকে চুন ঘসে গেলে
নির্বাক কিশোরীর মতো
অপর কবিতায় ঢুকে গিয়ে
আচমন সেরে ফেলা অন্য সমীক্ষায় |
আপডেট থেকে আপডেট জুড়ে
মুখস্ত বুলি আওড়ানোর মতো
নিমডালের ফাঁকে ফাঁকে অনির্বাণ |

সামান্য ভুলে গেছে রুমালের দাম
ঘরভর্তি ইচ্ছা--অনিচ্ছায়
ছুটন্ত দেবদারু--

.    ***********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
অনুসন্ধান
কবি বিশ্বজিৎ

চারিদিকে শুধু ভুল  |
ভুলের বাগানে মাত্রা ছাড়িয়েছে নিরপরাধ |
বেপরোয়া নয়, লাশকাটা নয়
কখন ও সখন ও পথ ভুল করা নাবিক |
শান্তি খোঁজে, পাথর খোঁজে, চলন্ত
ট্রেনে আড়চোখে দেখা কুসুমকুমারী |

জানি বরাদ্দ নয় |
পড়ে থাকা যত বাতিল সংলাপ থেকে
মেপে নিই জীবন |

এখন পাশাপাশি শুধু একটি রাত
.                তোমার আমার মতো--

.        ***********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
দোকানদারের মেয়ে
কবি বিশ্বজিৎ

দোকানে  গেলে  বারবার
নানা ছুতোয় সামনে আস |
আমি অনিশ্চিত, জানি না কোন্
বোতলে কত জল রাখা আছে, কতটা
প্রশ্রয় |

গোটানো জামায় টান পড়ে
বোতামজুড়ে বিপন্নতা
ছুঁয়ে গেছে দূরবর্তী জল  |

এখন শুধু বাড়ি যাওয়ার পালা --

.        ***********************  

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর