| চর্যাগীতি - প্রাচীনতম বাংলা কবিতা (অষ্টম ও নবম শতক) |


| চর্যাগীতি এবং তার আধুনিক বাংলা রূপান্তর |
| তালপাতার উপর লোহার মোটা নিব দিয়ে লেখা, ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত, নেপাল রাজদরবারের পুস্তক সংগ্রহে প্রাপ্ত, ১৯৬৯ সালে ছান্সিক ডঃ নীলরতন সেনের তোলা প্রায় হাজার বছরের প্রাচীন বাংলা ভাষায় রচিত চর্যাগীতিকোষ পুথির প্রথম পাতার ছবি | (বড় করে দেখতে ছবির উপর ক্লিক্ করন) |
| উপরের ছবিতে উপর ও নিচের লাইনগুলি সংস্কৃত ভাষায় টিকা, কিন্তু বাংলা হরফে লেখা | উপরের ছবির মাঝখানে প্রাচীন বাংলায় লেখা চর্যাগীতি | নিচের পাতায় আধুনিক বাংলা হরফে উপরের পাতার রূপ | |
| নিচের পাতায়, উপরে বোল্ড হরফে লেখা চর্যাগীতির সংশোধিত পাঠ এবং আধুনিক বাংলা রূপান্তর | |