রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
সমরে নিধন বীর পড়িল ইছাই ||
দেবী বলে দিবসে দেখিতে নাঞি পাই |
কাটা কন্ধ গড়াগড়ি মুন্ড নাহি কাছে ||
ইছাইর কপালে এমন লেখা আছে |
কোপে কম্পমান দেবী কমলা পার্বতী ||
দেখিল পর্বত যত পাতাল পদ্ধতি |
ধ্যানযোগে জানিলা পাতালে মুন্ড পাব ||
ইছাইর সমুখে লাউসেন রক্ত খাব |
প্রাণ দিব পুনর্বার গোয়ালানন্দনে ||
কান্দিতে কান্দিতে যান পাতালভুবনে |
বাসুকি সমুখে দেবী দিলা দরশন ||
আপনি বলেন তারে করুণ বচন |
ইছাই আমার পুত্র বিদিত সংসার ||
কেমনে তাহার মুন্ড করিলে সংহার |
সংহার করিলে মুন্ড উগারিয়া দেহ ||
চন্দন চাঁপার মালা আশীর্বাদ লেহ |
নতুবা এহার শাস্তি পাবে এইক্ষণে ||
না বলিতে মুন্ড দিল দেবী বিদ্যমানে |
ইছাইর মুন্ড দেবী নিল বাম করে ||
পুনর্বার দেখা দিল দক্ষিণ ঢেকুরে |
কন্ধের উপরে মুন্ড রাখিল আপনি |
পুনর্বার প্রাণ দিল  গনেশজননী ||
প্রাণদান পায়্যা ইছা চারিদিগে চায় |
ধর্মের মঙ্গল দ্বিজ রূপরাম গায় ||

একমনে শুন সভে ধর্মের মঙ্গল |
শ্রবণে কলুষ নাশ বাঞ্ছা নিরমল ||
প্রাণ পাল্য ইছাই দেখিল সর্বজন |
প্রতিজ্ঞা করিলা দেবী শুনে দেবগণ ||
শুন রে গোয়ালা বীর বলি বর্তমান |
লাউসেন কাটিয়া করিব রক্তপান ||
তবে যদি রক্তপান না করি ইছাই |
মহেশ গণেশ কার্তিকের মাথা খাই ||
মরে রুষিলা দেবী প্রতিজ্ঞা বিশাল |
পুরন্দর বিধাতা কাঁপিল যম কাল ||
বজ্রের সমান হৈল প্রতিজ্ঞা বচন |
হান হান শব্দ ঘোর ঘন্টার নিস্বন ||
ঈশ্বরির সমুখে ইছাই জোড় হাত |
অমঙ্গল অনেক আপনি উল্কাপাত ||
বিষম প্রতিজ্ঞাবাণী কভু ব্যর্থ নয় |
দেবীর বিক্রম দেখি দেবতার ভয় ||
পূনর্বার ঢেকুরে দেবের সভা হৈল |
আনে বলে এবার লাউসেন রাজা মৈল ||
আপনি হানিব দেবী ময়নার বীর |
প্রতিজ্ঞা করিল পান করিব রুধির ||
পার্বতীর বাক্য যেন পাষাণের রেখ |
যুগে যুগে দেবতা দেখিল পরতেখ ||
প্রভুর সমুখে কিছু বলে হনুমান |
এবার লাউসেনে রক্ষা কর ভগবান ||
প্রাণ লয়্যা লাউসেন লুকে ফুলবনে |
নহিল তোমার পূজা এ তিন ভুবনে ||
ঢেকুরে বিপাক বড় না দেখি উপায় |
সভা ভাঙ্গি দেবতা সকল ঘর যায় ||
সকল দেবতা চলে মুখে নাঞি বাণী |
হেনকালে বলেন উলূক মহামুনি ||
বিশ্বকর্মা মনে কর শুন মহাশয় |
মায়ামুন্ড রচিলে লাউসেন রক্ষা হয় ||
অভয়ার বাক্য মিথ্যা নহে কোনকালে |
পরাজই সংসার আপনি মায়াজালে ||
ঈশ্বরী সন্নিধানে রচিব কল্পনা |
আপনি পালাবে দেবী দৈবের ঘটনা ||
এত শুনি দেবতা সভাই সায় দিল |
বিশ্বকর্মা বলি সভে সঙরণ কৈল ||
ধাইল বিশাল বেগে ধর্মের নিয়ড় |
ভল্লুকবাহনে পাইল ঢেকুরের গড় ||
দেবসভা সমুখে দিলেক দরশন |
আইস আইস বলে ইন্দ্র কমলআসন ||
বিধাতা বসাল্য তারে দেবতার মাঝে |
কেহ বলে বিলম্ব না সয় ধর্মকাজে ||
মায়ামুন্ড বিশ্বকর্মা গড় এইখানে |
কল্পনা রচিবে যেন কেহ নাঞি জানে ||
লাহার শুণিত তথি রাখিবে কল্পনা |
রুধির ভক্ষণে লজ্জা পাব ত্রিলোচনা ||
ঢেকুর এড়িয়া রড় দিবেন ভবানী |
বিশ্বকর্মা বলিল আদ্যের তত্ত্ব জানি ||
কারখানা পাতিল বদনে নাঞি রা |
পুরন্দর ভাবে মনে ভবানীর পা ||
জউ নিল জারক হিঙ্গুল হরিতাল |
কাঞ্চন কুন্ডল কানে চৌরস কপাল ||
নাসিকার উন্নতি সাক্ষাত পদ্মফুল |
অধর দেখিতে অলি আপনি ব্যাকুল ||
নির্মাণ করিল মুন্ড কলধৌত কণ |
রুধির বলিয়া দিল লাহার রঞ্জন ||
শুণিত ভরমে দেবী করিব ভক্ষণ |
তবে পরিপূর্ণ তার প্রতিজ্ঞা বচন ||
একদন্ডে মায়ামুন্ডকরিল নির্মাণ |
লাউসেনের মাথায় বসাল্য পরিমাণ ||
মুন্ডের উপরে মুন্ড কল্পনা রচিত |
ইন্দ্র আদি দেবতা হইল সমপ্রীত ||
পবন বরুণ বলে শুন লাউসেন |
বিরলে বসিয়া বিষ্ণু উপদেশ দেন ||
ভবানী সমুখে তুমি সাবধানে যাহ |
দ্বিতীয় প্রহরে তুমি ইছাই বধিহ ||
শক্তিশেল যখন হানিব হৈমবতী |
অচেতন আপনি লুটাবে বসুমতী ||
যত বল দেবতা তোমার পাছুয়ান |
দনুজদলনী কাছে হবে সমাধান ||
লাউসেনে বলিয়া নারদপানে চায় |
তুমি মন করিলে লাউসেন রক্ষা পায় ||
পূর্ণ হৈলে প্রতিজ্ঞা বলিবে কুবচন |
পালাবে কৈলাসপথে যথা ত্রিলোচন ||
এসব যুকতি যত অমর সকলে |
লুকাল্য নারদমুনি গাছের আড়ালে ||

.  ******************     

.                                                 
ছাইবধ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
ছাইবধ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
ইছাইবধ পালা
পৃষ্ঠা -