রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
নিয়মে রহিল সভে গোউড় শহর |
আপনি লইল পাটা রাজা গৌড়েশ্বর ||
মহাপাত্র নিয়মে রহিল একমতি |
ষোলশ ভকিতা পূজা করে দিবারাতি ||
ধরণী লোটায় কেহ ঢুলায় চামর |
এক পাএ দান্ডাইয়া কেহ মাগে বর ||
পন্ডিত সমুখে ধরে পূজার পদ্ধতি |
রাজার কল্যাণে দ্বিজ পড়ে সপ্তশতী ||
ধর্মপূজা ভকিতা বলিছে উচ্চরোলে |
নাটগীত সুন্দর সঘনে জয়ঢোল ||
অভয় চরণ যুগ  ভক্তি হৈলে পাই |
দ্বিজ রূপরাম গান হরি বল ভাই ||

আনন্দের সীমা নাই গোউড় শহরে |
রাজ্যের সহিত রাজা ধর্মপূজা করে ||
প্রতি ঘরে আমিনি ভকিতা দুই তিন |
তপস্যার হেতু সভে সহজে মলিন ||
বারদিন ধর্মপূজা পদ্ধতি বিধান |
নাটগীত সুন্দর ধর্মের গুণগান ||
সন্ন্যাসী ভকিতা সঙ্গে অশেষ বাজনা |
কেহ বা অন্যের হেতু করিছে কামনা ||
ধর্মের পিরিতে মহারাজা দেই দান |
রজত বসন অশ্ব মুকুতা বিমান ||
যথাকালে পূজা অর্ঘ্য দান অরুন্ধতী |
দশদিন এইরূপ পূজা দড় মতি  ||
সন্ধ্যাকালে ধূনা বাণ বিশেষ সন্ন্যাস |
কার বা খাজুর কাঁটা করে সর্বনাশ ||
একমনে পূজা করে রাজা গৌড়েশ্বর |
দুই মনে পূজা করে গৌড়ের পাতর ||
বামহাতে পুষ্প দেই পাদুকা উপরে |
ছমাসের মধ্যে যেন লাউসেন মরে ||
তবে যদি কালি শুনি এহার সালাতি |
ছয় বেটা কাটিয়া পূজিব ছয় রাতি ||
এত বলি বামহাথে দেই পুষ্পজল |
এই বর মাগি ধর্ম ভকতবত্সল ||
আঁটকুড়ি হকু বন্য মাগি এই বর |
বামহাথে চাঁপা দেই মল্লিকা টগর ||
এইভাবে মহাপাত্র পূজে দুই মন |
হেনকালে বৈকুন্ঠ জানিলা নিরঞ্জন  ||
বাম ঊরুমূল গুরু সহজে বিজ্ঞান  |
সমুখে দেখিল তবে বীর হনুমান ||
অবধানে শুন বীর বাক্যে দেহ মন |
অর্ধ অঙ্গ দহে কেন বলে নিরঞ্জন ||
এত শুনি হনুমান বসিল ধিয়ানে  |
কহিতে লাগিল তবে প্রভু বিদ্যমানে ||
ধিয়ানে শকতা বীর ধিয়ানে বকতা |
ধ্যানযোগে বলে চারি যুগের বারতা ||
হনুমান বলে গোসাঞি অবধান কর |
গোউড়ে তোমার পূজা করে গৌড়েশ্বর ||
রাজ্যের সহিত রাজা পূজে একমনে |
কাঞ্চন কমলে পূজে রাতুল চরণে ||
পাত্র মহামদ করে দুই মনে পূজা |
একমনে ধ্যান করে গৌড়েশ্বর রাজা ||
এত শুনি বলেন দিনের দিবাকর |
গৌড়েশ্বর রাজাকে অবশ্য দিব কর ||
সমুখে বিমান দেখি আরোহিল তায় |
রাজাকে অবশ্য আমি হব বরদায় ||
এত বলি বিমানে বসিলা দিবাকর |
বর দিতে যান প্রভু গোউড় শহর ||
হেনবেলা সমুখে বলিছে হনুমান |
গৌড়েশ্বর বর দিতে করিলে পয়ান ||
নিবেদন করি অই চরণকমলে |
গোউড়ে আরম্ভ কর আঘোর বাদলে ||
ভকতবত্সল তুমি ব্রহ্ম সনাতন |
এবার আপনি দেখ ভকতের মন ||
অবশ্য আরম্ভ কর অকাল বাদল |
একমনে পূজিলে হইবে অনুবল ||
বীর হনুমান দিলেক উদ্দেশ |
সহস্রলোচনে প্রভু বলেন বিশেষ ||
আপনি গোউড় যাবে হবে অনুকুল |
যেইরূপে মজাইলে নন্দের গোকুল ||
কানাঞি ধরিল যবে গোবর্ধন গিরি |
যখন ইন্দ্রের পূজা লঙ্ঘিল শ্রীহরি ||
সেইরূপ গোউড়ে পাতিবে অবতার |
একদন্ড বিলম্বন নাঞি সহে আর ||
এত বলি ঠাকুর দিলেন ফুলপান |
চারি মেঘ তখন ডাকিল মঘবান ||
আবর্ত সাবর্ত দ্রোণ আইল পুষ্কর |
প্রতি জনে সবিনয় বলে পুরন্দর ||
অকালে আরতি হৈল না দেখি উপায় |
কহিতে বলিতে সভে গোউড় বিদায় ||
বাদল ঝঞ্ঝনা ঝড় শিলা বরিষণ |
অনুকুল অতি ঊনপঞ্চাশ পবন ||
দেখিতে দেখিতে মেঘ ঊড়িল গগনে |
কাকের প্রমাণ দেখি কুটিল পবনে ||
অকস্মাত অকাল শবদ হুড়হুড় |
প্রলয় মেঘের ডাকে কাঁপিল গোউড় ||
দুরদুর শবদ ঈশানে চমকিত |
নিদারুণ গর্জন শুনিতে বিপরীত ||
দেখিতে দেখিতে সব বেড়িল অম্বর |
দ্বিজ রূপরাম গান শ্রীরামপুরে ঘর ||

আচম্বিতে অবতার প্রলয় বাদল |
চারি মেঘে বরিষে মুসলধারে জল ||
আকাশ পাতাল মহী বরিষণ ধারা |
সরোবর পুখর সকল হৈল হারা ||
একুবারে ঝঞ্ঝনা নিঃসরে দশ বিশ |
তপস্যা রাখিল মুনি দাদুর-হরিষ ||
অবনী আকাশ ঝড় সপ্তম পাতাল |
দশ বিশ কোশে পড়ে উপারিয়া ডাল ||

.  ******************     

.                                                 
ঘোরবাদল পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
ঘোরবাদল পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
অঘোরবাদল পালা
পৃষ্ঠা -