কবি হাসনে আরা সিরাজের কবিতা
|
কোনো অপরাধ না করেই চলে গেছে পৃথিবী থেকে।
পাশ ফিরে মনে করতে বুক ফেটে যায়
হাঁসফাঁস করি দম নিতে।
একটু শুদ্ধ নিঃশ্বাস নিতে রাত কেটে যায় আমার।
এখন নিষ্ঠুর পৃথিবী কথা বলে, মানুষের ভাষায়
লাল আগুনের উত্তাপ, পৃথিবী জ্বলছে
দু-চোখ অন্ধ হয়ে যায়
আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর কাছে নত হয়ে থাকি
প্রতি মুহূর্তে।
. *************************
. সূচিতে . . .
মিলনসাগর
সম্ভব হতে পারে
মধ্যরাতে আকাশের গায়ে লাল নক্ষত্রের পাশে
দাঁড়াবো মাথা উঁচু করে।
সেখানে আমাকে কেউ চিনবে না।
বসে থাকব, দূর থেকে পৃথিবীকে দেখবো
দূরের ভাষা হয়ে।
. *************************
. সূচিতে . . .
মিলনসাগর
আর কত দিন
কবি হাসনে আরা সিরাজ
ইদানিং পথে ঘাটে
দূরের ভাষা
কবি হাসনে আরা সিরাজ
আমি এখন দুর্বল পাগল,
লাল আবীরের নিষ্ঠুরতা
কবি হাসনে আরা সিরাজ
আবীর মাখানো কবিতা
বার বার মনে করিয়ে দেয়
কুয়াশা ভরা কালো আকাশের গায়ে
কবি হাসনে আরা সিরাজ
আর তো তোমাদের সাথে দেখা হবে না।
প্রথম সকাল
কবি হাসনে আরা সিরাজ
পৃথিবীর প্রথম সকাল জেগেছিল
. আমার শরীরে