হাংরি জেনারেশন-এর কবি
শম্ভু রক্ষিত-এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই তা আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
মৈত্রীভাবনা       


আমার সমঘন মগজটি আবার মদিরা ও যবনীগ্রহণ করে
চাষআবাদ, মত্সধরা, পলুপোষার কাজে জমায়েত
হয়েছে
আমার ভয়দ লগুড় গ্রহ থেকে গ্রহান্তরে উড়ে যাবার উপায়
উপকরণ সম্পর্কে বিদেশী বণিক দেশপতির কাছে ভক্তিভাব
যোগাচ্ছে
আমার শাসিত দেহটি নিচ্ছে এই অংবিঅং ববম্ ববম্
মালকোষের তালিম
আমার অনুবর্তিগণ অধরারুণ কুন্দবদন ছোকড়াবেশী
যুবতীর সুরত নিয়েছে
আমার পুরনো আধভাঙা খেলনা আমার কোষের ভেতর
এসে অদৃশ্য
ফলে আমার কিছু কোষ এখনও অক্ষত, কিছু অতিশয়
হতে চলেছে
আমার ক্ষোভ : আমি আজও গাঁদা ফুলের মালা গলায়
পরে মাঙ্গলিক গান গাইতে পারিনি
(কোষকারীর দেশে তাই আমার চলচিত্ত লোককবিতা
নিক্কন পায়নি)
আমি মদহিভাষী, আমি ক্ষুদে প্রফুল্ল, আমার বাড়ি
নবদ্রীপে বুনো রামনাথের ভিটের ওপর
আমার মিশরকুমারী শহরে ছুটে বেড়াচ্ছে
হর্ষ! আমার কাছে একটি কালো বাউথাস
একজন সন্ত পেটার আবেলার্ড
অত্যন্ত হ্র স্বীকৃতভাবে, একেবারে কোণঠাসা অবস্থায়,
অস্বাচ্ছন্দ্যের মধ্যে
আমি উলো বীরনগরের ঢিবিতে ভবেশ্বরীকে মমতায়
সাজিয়ে রেখে বিদ্রুত
আমি পরমোত্সবের কার্পেটে শয়পত্রী ফুল এখনও
ছড়াইনি
রামাই, সেতাই, নেলাই আমি নয়, ধুমসা ও মাদরে
সংগতে
ভেসে সরবরাহ করতে চাই ভবিষ্যপুরাণ
বীরহাম্বীরের সঙ্গে মানতের হাতিঘোড়াও আমি গড়তে
চাই
হ্যাঁচ্ছে! আমার গলায় কোন কাক-তেওহার পূজোর মালা
নেই
কিন্তু মালার বদলে আছে এক বিত্রস্ত খলি


.              *************************         

.                                                                                
উপরে
.  হাংরি জেনারেশনের কবিদের সূচির পাতায় ফেরত যেতে এখানে ক্লিক করুন   
.            
হাংরি জেনারেশনের কবিতার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন   

মিলনসাগর
১।   মৈত্রীভাবনা            
       
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |