কবি জয়ন্তী সেনের কবিতা
*
নিবেদিতা
কবি জয়ন্তী সেন

সিথির অবিচল শিখা দীপ্তিময় অনন্ত সবিতা
শতাব্দীর তমসায় সূর্যতেজে আত্ম নিবেদিতা
প্রদ্যুতিত শুভ্রজ্যোতি দৃপ্তনেত্র-বিশ্বাসে সজীব
হৃদয়ের অমঙ্গল কল্পানায় তুমি মূর্ত শিব ;
কল্যাণে সুস্নিগ্ধ রুপ--- প্রেম ধ্রুব--- বিষাদে করুণ
দিগন্ত নীলিমা ব্যাপ্ত রাত্রিশেষে রক্তনবারুণ
আশীর্বাদে রেখে গেছো--- রূপভ্রষ্ট বিশীর্ণ প্রান্তরে
বৃষ্টিহীন প্রতীক্ষার অবসান আতাম্র প্রহরে।

সঞ্জীবন বীজমন্ত্র---আলোকিতা--- সে তোমার নাম
ক্লান্তিতে আহত যুগ প্রত্যাশায় জানায় প্রণাম।

.                 *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
সওদা
কবি জয়ন্তী সেন

সকাল থেকে ফেরিওয়ালার শব্দ শুনতে পাই---
সুখের ঝুড়ি, দুঃখের ঝাঁপি বয়ে আমার ঘরের সামনে
ওরা দিন রাত ডেকে যায়! রঙচঙে মোড়কের তলে
সেই সুখ দুঃখকে সাধ করে ঘরে তোলার সময়
দাম মেটানোর প্রশ্ন মনেও পড়ে না।
সুখকে বুকে রাখার যন্ত্রণায়
যন্ত্রণাকে বুকে রাখার সুখে
আমি দিনরাত তাদের দুমুঠিতে আঁকড়ে ধরে থেকে
তারপর চমকে দেখি
আমার হৃদয়কে ওরা কখন উপড়ে নিয়ে গেছে।
অথচ যাকে যে অর্থে কিনেছিলাম
মোড়ক খুলে খুলে হিসেব মিলিয়ে দেখি আমি কিছুই পাইনি।

সকাল থেকে ফেরিওয়ালা হেঁকে যায়
রোদ্দূর-ছায়া আসা-নিরাশা সত্য-মিথ্যা সওদা নিয়ে
মোড়কের চটক দেখে লোভীর মত হাত বাড়াই
তারপর বুকের ভেতর খালি করে, নিঃস্ব করে
সারা জীবনের ভুলের বোঝা ব্যর্থতায় জমিয়ে তুলি।

হৃদয়ের অভাবে সুখ দুঃখ বুকেও বাজে না।

.                 *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর