খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

দাতার নারিকেল বখিলের বাঁশ |
কমে না বাড়ে বার মাস ||৭১||

ব্যাখ্যা :-
মধ্যে মধ্যে যত নারিকেল পেড়ে খাবে |
ততবেশী নারিকেল ফলিতে থাকিবে ||
বাঁশঝাড়ে যত বাঁশ না কাটিবে |
ততই তাহার ঝাড় বাড়িয়া উঠিবে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
খনার বচন
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

খনা বলে শুনে যাও |
নারিকেল মূলে চিটা দাও||
গাছ হয় তাজা মোটা |
শীঘ্র শীঘ্র ধ’রে গোটা ||৭২||

ব্যাখ্যা :-
ধান্যের আগড়া দিলে নারিকেল মূলে
শীঘ্র গাছ হয় মোটা শীঘ্র ফল ফলে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

শোন রে বাপু চাষার পো |
সুপারির বাগে মান্দার রো ||
মান্দার পাতা পড়লে গোড়ে |
ঝট্ পট্ তার ফল বাড়ে ||৭৩||

ব্যাখ্যা :-
করিলে গুবাক বাগে মান্দার রোপণ |
পড়িয়া মান্দার পাতা সারের বর্ধন ||
সতেজ সুপারি গাছ হয় তাহা হ’লে |
সতেজ হইলে গাছ শীঘ্র শীঘ্র ফলে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

হাতে হাতে ছোঁয় না |
মরা ঝাটি রয় না ||
খনা বলে যখন চায় |
তখন কেন না লয় ||৭৪||

ব্যাখ্যা :-
এইরূপে বসাতে হবে নারিকেল গাছ |
একে অপরের যেন নাহি লাগে আঁচ ||
একটি গাছের পাতা না ঠেকে অপরে |
পুঁতিতে হইবে গাছ এমনটি করে ||
উপরের শুষ্কপত্র বৃক্ষমূল আর |
ফল যদি চাও সদা রাখ পরিস্কার ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

পূর্ণ আষাঢ়ে দক্ষিণা বয় |
সেই বত্সর বন্যা হয় ||৭৫||

ব্যাখ্যা :-
সম্পূর্ণ মাস যাবৎ প্রথম হইতে |
দক্ষিণা বাতাস যদি বহে আষাঢ়েতে ||
সুনিশ্চিত সে বত্সর বন্যা তবে হবে |
খনার বচন ইহা কে নয় করিবে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

আমে ধান |
তেঁতুলে বান ||৭৬||

ব্যাখ্যা :-
যে বত্সর আম্র বহু পরিমাণে হয় |
ধান্য সে বত্সর খুব জন্মিবে নিশ্চয় ||
তেঁতুল অধিক আর হবে যে বত্সরে |
হবে বন্যা সে বত্সর রাখো মনে করে ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

বামুন বাদল বান |
দক্ষিণা পেলে যান ||৭৭||

ব্যাখ্যা :-
দক্ষিণা পেলে যেমন ব্রাহ্মণ না থাকে |
অমনি আপন পথ আপনি সে দেখে ||
দক্ষিণা পেলে অর্থাৎ দক্ষিণ হাওয়ায় |
বান ও বাদল সেইরূপ চলে যায় ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

চৈতে কুয়া ভাদ্রে বান |
নরের মুন্ড গড়াগড়ি যান ||৭৮||

ব্যাখ্যা :-
চৈত্র মাসে কুজ্ঝটিকা বন্যা ভাদ্রে আর |
ধ্রুব সে বত্সর সংখ্যা বাড়িবে মড়ার ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

পৌষে গরমি বৈশাখে জাড়া |
প্রথম আষাঢ়ে ভরবে গাড়া ||৭৯||

ব্যাখ্যা :-
পৌষমাসে যে বত্সর শীত কমে যাবে |
বৈশাখে কিঞ্চিৎ শীত অনুভব হবে ||
প্রথম আষাঢ়ে বর্ষা হবে অতিশয় |
শ্রাবণেতে অনাবৃষ্টি জানিবে নিশ্চয় ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*
খনার বচন     
প্রথম অধ্যায়
শস্যগণনা , হালগণনা , শস্য রোপণ ও কর্তনের সময় নিরূপণ, আলিবন্ধন প্রণালী, বন্যা গণনা,
বৃষ্টি গণনা, বত্সর গণনা, ধান্যাদি গণনা, মড়ক গণনা
।     

খনা বলে শুনহ স্বামী |
শ্রাবণ ভাদর নাইকো পানি ||
দিনে জল রাতে তারা |
এই দেখবে দুঃখের ধারা ||৮০||

ব্যাখ্যা :-
প্রথম বর্ষায় দিনে বৃষ্টি হবে |
অথচ রাত্রিতে শূন্যে তারা দেখা যাবে ||
সে বত্সর অনাবৃষ্টি হইবে নিশ্চয় |
খনার বচন ইহা মিথ্যা কভু নয় ||

.          ******************     
.                                                                               
সূচিতে . . .   


মিলনসাগর
*