কবি দুর্গাদাস লাহিড়ির গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কী বলে ডাকিব তাঁরে খুঁজিয়া না পাই |
ভাষার অভাব, হৃদে নাহি ভাব,
কী বলে ডাকিতে হয় কিছু জানা নাই ||
শাখি-শাখে ডাকে পাখি মধুরে কেমন,
পিক কুহরয়,অলি করে গুঞ্জরন |
নিবিড় জলদ নভে, গম্ভীর গরজে ডাকে,
খুঁজে ঝিঁঝিঁ আতিপাতি, নিশিথে নিভৃতে,
প্রকৃতি চমকি দেখে, নয়ন-তড়িতে ---
পথ-ভ্রান্ত আমি একা ঘুরিয়া বেড়াই ||
অস্ফুট বচন, চঞ্চল নয়ন,
ভাবনা-বিহ্বল মন আকুল সদাই ||


.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
কই এলে, কোথা গেলে, কই মা আমার |
কিছুই তো বুঝিবারে না পারি তোমার ||
সেই শত্রু --- সেই তার দেখি দশানন |
সেই জরা, সেই ব্যাধি, সেই অনশন ||
এখনো তো সেই কান্না, সেই হাহাকার |
তবে মা তোমার আসা হলো কী প্রকার ||
এখনো বহে সে ঝড় --- নীরবতা নাই |
বিজয়ার "শান্তিজল"-এ শান্তি কই পাই ||
এখনো সমুখে দেখি ঘোর পারাবার |
কই সে চরণতরি, কীসে হই পার ||


.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
জীবন-যৌবন, মানস-মোহন,
রমণী-রতন, সঙ্গে যাবে না |
নয়ন-রঞ্জন, সুন্দর বসন,
মোহন ভূষণ, অঙ্গে রবে না |
ত্যজিলে এ ভব, পড়ি রবে সব,
পার্থিব বিভব, সাথী হবে না ||
সুন্দর গঠন, তব সে ভবন,
লবে অন্য জন, সঙ্গে যাবে না |
যারে বন্ধু বলি, দিয়াছ সকলই,
সে প্রাণ-পুতলি, ফিরে চাবে না |
পিতা মাতা আর পুত্র পরিবার,
করবে হাহাকার, সঙ্গে রবে না ||
নির্বাণ-জীবনে, ত্যজিলে স্বজনে,
কেহ সে জীবনে, সাথী হবে না |
সেই ব্রহ্ম ভিন্ন, বিশ্ব-পিতা ভিন্ন,
নিকটেতে অন্য, কেহ রবে না |
তাই বলি মন, বিষয় ব্যসন,
অনিত্য জীবন, চির রবে না |
ত্যজিয়ে এ ভব, পার্থিব বিভব,
সঁপো তাঁরে সব, কষ্ট পাবে না ||


.       ****************                                                                   
উপরে


মিলনসাগর