কবি গগন হরকরা
( অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে উনবিংশ শতকের শুরু )
গগন হরকরা  ছিলেন বাউল সম্প্রদায়ের মানুষ | এর বেশী আর কোনো তথ্য সংগ্রহ করতে পারি নি |

রবীন্দ্রনাথ এই কবির রচিত গান  "আমি কোথায় পাব তারে..." -র সুরকে কেন্দ্র করে রচনা
করেছিলেন "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি..." গানটি | ১৯৭১ সালে বাংলাদেশে
মুক্তি সংগ্রামের পর,  তাঁরা গুরুদেবের এই গানটিকেই তাঁদের জাতীয় সংগীত হিসেবে  প্রতিষ্ঠা
করেন | কাজেই আজ গগন হরকরার গানের মূল্য অপরিসীম |

রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন -   "আমার লেখা যারা পড়েছেন, তাঁরা জানেন, বাউল পদাবলীর প্রতি আমার
অনুরাগ আমি অনেক লেখায় প্রকাশ করেছি | শিলাইদহে যখন ছিলাম, বাউল দলের সঙ্গে আমার সর্বদাই দেখা
সাক্ষাৎ ও আলাপ আলোচনা হত | আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি | এবং অনেক গানে
অন্য রাগরাগিণীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাতসারে বাউল সুরের মিল ঘটেছে |  এর থেকে বোঝা যাবে,
বাউলের সুর  ও বাণী কোন্ এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে |..."
                                                                 উত্স - শান্তিদেব ঘোষ, রবীন্দ্র সংগীত, পৃষ্ঠা-৮৪
গুরুদেবের মন্ত্রশিষ্য ও ছায়া সঙ্গী শান্তিদেব ঘোষ আরও লিখেছেন যে  "আমার সোনার বাংলা আমি তোমায়
ভালবাসি" গানটি তিনি (গুরুদেব) রচনা করেছেন "গগন হরকরার রচনা---
'আমি কোথায় পাব তারে
আমার মনের মানুষ যে রে ||
হারায় সেই মানুষে তার উদ্দিশে
                     দেশ বিদেশে
আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে' গানটির সঙ্গে মিলিয়ে |
"
                                                                 উত্স - শান্তিদেব ঘোষ, রবীন্দ্র সংগীত, পৃষ্ঠা-১৩০  
কবি গগন হরকরার গান  
HOME
HOME BANGLA
আমাদের কাছে
কবি গগন হরকরা-র কোনো
ছবি নেই | একটি ছবি আমাদের
কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা
স্বীকার করে প্রেরকের নাম
এইখানে ছবির সাখে উল্লেখ
করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in