কবি সাতু রায়-এর গান
HOME
HOME BANGLA
সাতু রায়
উনবিংশ শতক
কবি সাতু রায় -  বা সাতকড়ি রায়, নদিয়া জেলার শান্তিপুরের কাছে বৈঁচিগ্রামে জন্মগ্রহণ
করেন উনবিংশ শতকের শুরুর দিকে (ত্রয়োদশ বঙ্গাব্দের শুরু) | তাঁরা জাতিতে ব্রাহ্মণ ছিলেন |

তাঁর নিজের কোনো কবির দল না থাকলেও, তিনি একজন প্রসিদ্ধ কবিগীতিরচয়িতা হিসেবে
খ্যাতিলাভ করেছিলেন | তিনি পেশাদারিভাবে গান বাঁধার কাজ কখনো করেন নি | অন্য চাকরি
করতেন, এবং অবৈতনিকভাবে কবিওয়ালাদের কবিগান রচনা করে দিতেন |

প্রথম বয়সে সাতু রায় শান্তিপুরের জমিদারদের তরফে কাজ করতেন | এই সময় শিবচন্দ্র বাবুর
সখের কবির দলে তিনি অনেক গান রচনা করে দিয়েছিলেন |
ভোলা ময়রার দলেও তিনি অনেক
গান বেঁধে দিয়েছিলেন | শেষ বয়সে রানাঘাটের জমিদার পাল-চৌধুরি-দের পক্ষে অনেক দিন ধরে
তিনি বারাসতের মোক্তারির কাজ করেছিলেন |

বাল্যকাল থেকেই তিনি সংগীত-রচনায় নিপুন ছিলেন |


.                                      --- উত্স:  
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত "বাঙালীর গান" ১৯০৫  
                                               
আমাদের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
আমাদের কাছে
কবি সাতু রায়-এর কোনো ছবি নেই |
একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য  
আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা
স্বীকার করে  প্রেরকের নাম এইখানে ছবির
ও তথ্যে সাখে উল্লেখ করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in