কবি গীতিকার মিল্টু ঘোষের গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কথা- মিল্টু ঘোষ
সুর - অমল মুখোপাধ্যায়
শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়
ছবি  - প্রথম প্রেম

অন্ধকারের পথ চিনতে আমি প্রদীপ নিইনি মোর হাতে
জানি তুমি আলো হয়ে রয়েছো আমার সাথে সাথে
কবে কোন খেয়ালের তরী
ভালোবাসা ঢেউ দিয়ে দুটি মন দিয়েছিল ভরি
সেই স্মৃতি লেখা আছে হৃদয়ের এই লিপিকাতে
মেঘ আলো ভরানো হৃদয়ের এই নীলাকাশে
কখনো তোমার মুখ সূর্য্য হয়ে কখনো চন্দ্র হয়ে ভাসে
তারই সেই ঝরে পড়া আলো
জীবনের ছায়াপথে ঝরে ঝরে লাগে কত ভালো
আছে সেই ভালো লাগা জেগে আছে মোর আঁখি পাতে |

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- মিল্টু ঘোষ
সুর - অমল মুখোপাধ্যায়
শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়
ছবি  - দাবী

শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি,
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি |
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমার এ ঘরে থাকো আলো করে |
আমের পল্লব দিলাম জলভরা ঘট
পান সুপারি সিঁদুর দিলাম তোমার দুহাত ভরে
জনম জনম থাকো তুমি আমার ঘরে |
এসো মা লক্ষ্মী বোসো ঘরে
আমার এঘরে থাকো আলো করে |

.       *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- মিল্টু ঘোষ
সুর - বি বালসারা
শিল্পী- মুকেশ


মন্দ বলে লোকে  ( বলুক না )
হিংসে করে জ্বলে জ্বলুক না
( তবুও দুজনে কুজনে কুজনে )
এসো না এপথ ভরিয়ে যাই
নতুন ছন্দে ঝরিয়ে যাই  |
( তবুও দুজনে কুজনে কুজনে )
এসো না এপথ ভরিয়ে যাই
নতুন ছন্দে ঝরিয়ে যাই
.      মন্দ বলে লোকে |

.       *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর