তোমার চোখের ওপর চোখ রাখি যখন যত কিছু চপলতা, দুষ্টুমি সব স্থির হয়ে যায়, নিদ্রিত আকাশ চোখ মেলে ধীরে ধীরে গাছের পাতায় জাগে মিঠেল কাঁপন, শির শির করে ওঠে শিরা-উপশিরা থেকে মগডাল--- শরীরের অস্থি মজ্জা গ্রন্থিতে লাগে শিহরণ, নদীর মতোই ছুটে যেতে চায় লগ্নভূমি ছেড়ে--- একমুখী টানে সব স্থির হয়ে যায়।
তোমার চোখের ওপর চোখ রাখি যখন গতরাতের যতকিছু ক্লান্তি ধুয়ে মুছে দাও, মুখের ওপর এলোমেলো রুখো চুল সরিয়ে এঁকে দাও চুম্বন---গালে ও চিবুকে, শ্রান্তি ও জড়তা যত, ফেলে আসা ব্যর্থতা বিফলতা ছেড়ে শুরু হয় নতুন নির্মাণ।