কবি পার্থ বন্দ্যোপাধ্যায় - কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্বর্গীয় প্রভাত চন্দ্র
বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম অমিয়া দেবী। কবি ১৯৫৭ সালে A.T. Mitra Institute থেকে স্কুল ফাইনাল পাশ
করেন। এরপর তিনি সুরেন্দ্র নাথ কলেজে ভর্ত্তি হন এবং পরে চারুচন্দ্র কলেজে পড়াশুনা করেন।
কবি ১৯৬৬ থেকে কবিতা লেখা শুরু করেন। প্রকৃতি , মানুষ , ইত্যাদি বিষয় নিয়ে কবিতা লেখেন তিনি।
কবির প্রথম কাব্যগ্রন্থ “পোস্টার অথবা কবিতা” প্রকাশিত হয় ১৯৭৯ সালে। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে
রয়েছে “কাকেরা আশ্চর্য পাখি”, “তোমার জন্য তোমাদের জন্য”, “শাদা পাতার দেশ” ও “দ্বাদশ আশ্চর্য”
প্রভৃতি।
কবি কবিতা লেখা ছাড়া দীর্ঘকাল বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৬৭ থেকে ১৯৭২ সাল
পর্যন্ত R.S.P দলের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী কালে তিনি ১৯৭৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত M.L.G group
এর সাথে যুক্ত ছিলেন। এরপর তিনি আর সক্রিয় ভাবে কোন রাজনীতির সাথে যুক্ত থাকেন নি।
কবি একজন নামকরা চিত্রনাট্যকার। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক বহ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার
রচিত চিত্রনাট্য “মাভূমি”, “দখল”, “পার” ( পরিচালক গৌতম ঘোষ ) “জননী”( পরিচালক সনৎ দাশগুপ্ত )
“সিনেমায় যেমন হয়” ( পরিচালক মৃন্ময় চক্রবর্তী ) “গোল”, “দত্তক,” “সিক্সার”, “অবৈধ” ( পরিচালক গুলাবর
সিং ), “সাঁঝ বাতির রূপকথা”, “ফালতু”( পরিচালক অঞ্জন দাশ ) প্রভৃতি।
কবি টেলিভিশনের জন্য লিখেছেন “লহিত কিনারে”, “এক সমুদ্র অনেক ঢেউ”, “বার ঘর এক উঠোন”,
“ভেদ বিভেদ”, “আমার জীবন”, “ঠাকুর বাড়ি” ইত্যাদি। রঙ্গকর্মীর প্রযোজনায় ও ঊষা গাঙ্গুলীর পরিচালনায়
কবির রচিত নাট্যরূপ “রুদালী” এবং “মুক্তি”। ২০১২-১৩ নাগাদ নান্দীমুখ থেকে প্রকাশিত হয় তাঁর নির্বাচিত
কবিতা সংকলন।
কবি সম্পাদনা করেছেন “ফুল ফুটুক” ও “পর্বান্তর” পত্রিকা। তাঁর “ম্যানিফেস্টো” সত্তরের দশকে তৃতীয় ধারার
সাহিত্য সংস্কৃতির মুখপত্র হয়ে উঠেছিল।
সাতাত্তরের বন্দিমুক্তি আন্দোলনের শরিক হিসেবে জন্ম নেয় গণসঙ্গীতের দল “গণবিষাণ”। কবি পার্থ
বন্দ্যোপাধ্যায় ছিলেন তার প্রতিষ্ঠাতা সদস্য। ভাসিলি ইয়ানের উপন্যাস “চেঙ্গিস খান” অবলম্বনে লিখেছিলেন
পূর্ণাঙ্গ যাত্রাপালা “অন্তসাম্রাজ্যের গান”।
কবি পার্থ বন্দ্যোপাধ্যায় বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য ১৯৭৯ সালে অন্ধ্রপ্রদেশ
সরকারের দেওয়া শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার “মা ভূমি” -র জন্য। ১৯৮৪ সালে B. F. J. A. পুরস্কার “পার”
এর জন্য। ঐ বছরেই পান ফ্লিম ফেয়ার পুরস্কার “পার” এর জন্য। ২০০৬ সালে পান B.F.J.A -এর শ্রেষ্ঠ
চিত্রনাট্যকারের পুরস্কার “ ফালতু” ছবির জন্য।
আমরা কৃতজ্ঞ কবি পার্থ বন্দ্যোপাধ্যায় কাছে, আমাদের ওয়েবসাইটে তার নির্বাচিত কবিতা
ছাপার অনুমতি দেবার এবং আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমরা মিলনসাগরে কবি পার্থ
বন্দ্যোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
উত্স - কবির সঙ্গে একটি সাক্ষাৎকার। ১৫ই ফেব্রুয়ারী ২০১১ তারিখে কবির হাজরা রোডের বাড়িতে,
. সাক্ষাৎকারটি নিয়েছিলেন মিলনসাগর ডট কমের পক্ষ থেকে মানস গুপ্ত।
. কলকাতার করচা, আনন্দ বাজার পত্রিকা, ২৪শে মার্চ ২০১৫ সংখ্যা।
কবি পার্থ বন্দ্যোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২.২০১১
পরিবর্ধিত সংস্করণ - ১২.২.২০১৬
...