কবি প্রবীর জানার কবিতা ও ছড়া
*
সুখে যেন থাকে
কবি প্রবীর জানা

চুপচাপ ধুপধাপ পানা ভরা পুকুরে
খান খান সাদা মেঘ নিঃসাড় দুপুরে
.                দেয় ঝাঁপ হাস,
ধান খেত পাট খেত নদী-নালা বিলে
সোনা ঝরা রোদ্দুরে আকাশের নীলে
.                ভাসে পুজোর আভাস!
টগরশিউলি ওরা চোখ মেলে চায়
বর্ষা-বাদলও নিয়েছে বিদায়
.                কি শোভা কাশে,
ভেঙে দিয়ে বিভেদের বেড়া-জালটাই
পুজোর প্যাণ্ডেলে সবাই হয় ভাই ভাই
.                দেখা দুর্গা হাসে!
বানভালী গ্রাম তাই জলে টলমল
সবাই মুছে তাদের চোখের জল
.                বলে দুর্গা মাকে,
বুক থেকে সরিয়ে দুঃখের পাথর
ছোটো বড়ো কানা খোঁড়া সন্তান মা তোর
.                সুখে যেন থাকে!

.      *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
সার্কাসের বাঘ
কবি প্রবীর জানা

সুন্দরবনের বাঘ যে আমি আছি এখন সার্কাসে
দেখাই খেলা দর্শকেরা হাতলি দেয় আর হাসে
ছিলাম বনে বন্দী খাঁচার মালিক সার্কাস বাবু
দাঁত তুলেছে নখ কেটেছে জখম আমি কাবু
এই পৃথিবীর মালিক সবাই বলছ মানুষ তোমরা
পশুর বেলায় কুঁচকে ভুরু মুখ করো কেন গোমড়া
বন বাদাড় কেটে করছ ফাঁকা বনটা হল পশুর
মেঘ নিয়েছে বিদায় এখন তোমরা যে তাই অসুর
গর্জে উঠি ভাবলে এসব আমার বাড়তে থাকে রাগ
দর্শক ভাবে খেলছে দারুণ আজ সুন্দরবনের বাঘ

.             *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
আয় শরৎ
কবি প্রবীর জানা

কলমি ডগায় আকাশ প্রদীপ জোনাক আলো ঝলকায়,
হাসছে চাঁদ দিঘির জলে শাপলা পাতার কলকায়।
দুষ্টু ব্যাঙে কুস্তি লড়ে গলাতো নয় বাজখাই,
ধরবে চাঁদে আকাশ পানে দিচ্ছে কেবল লাফ তাই।
রাংতা খসা আকাশ নিঝুম উল্কা জরির চমকায়,
তিনটে ভূতুম হুতুম ছাদে ঘুম ভাঙায় কে  ধমকায়।
উঁকি ঝুঁকি মেঘপরীদের আকাশ মাঠের জলসায়,
আবছা আঁধার লুকোচুরি খেলছে ঝোপে ফলসায়।
আকাশপুরে লালচে আবির সোনাঝুরি রোদ্দুরে,
দুলছে হাওয়া ধানের খেতে ঢেউ সবুজে সমুদ্দুরে।
ভাবছে মনে শিউলি এখন হিমেল হাওয়ার স্পর্শে,
বর্ষা বিদায় আসছে শরৎ সইবে না কোনো তর সে।
তাই পেতেছে গাছের তলায় নকসী ফুলের চাদর,
আয় শরৎ তুই খুশির পরশ করব তোকে আদর।

.               *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর