কবি প্রমীলা (বসু) নাগের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
১।
২।
৩।
Forget me not   
সেই ফুল       
নয়নজল       



মিলনসাগর
*
Forget me not
প্রমীলা নাগ



আজ    চেয়ে ঐ গগনের পানে
.        সায়াহ্নের মলিন নয়ানে
.        মনে পড়ে কার মুখখানি
.        কার দুটি স্নেহময়ী বাণী।
আর        
“Forget me not”.


.        সুকোমল কিশোর জীবনে
.        সেই ছবি জেগেছিল প্রাণে!
.        প্রথম সে জীবনে আমার
.        সেই তার স্নেহ উপহার!
.        সেই তার মধুর চুম্বন,
.        সেই দুটি করুণ বচন!
সেই,    বিদায়ের দুটি অশ্রুজল,
.        দুটি কথা নয়ন সজল,
.        স্নেহময় সে চাহনি তার,
.        ক্ষুদ্র সেই কুটিরের দ্বার,
আজ,   মনে পড়ে সেদিনের কথা
সেই,    পরাণের সুখভরা ব্যথা ?


.        নববর্ষ --- সেদিনও আকাশে
.        নবশশী মৃদু মৃদু হাসে!
.        তারাগুলি চুপে চুপে চায়
.        সান্ধ্যবায়ু ধীরে বহে যায়!
.        ঝড়ে পড়ে কামিনীর ফুল
.        গাছে দোলে আমের মুকুল!
সেই     দাঁড়াইয়া চ্যুত তরু ছায়
.        মনে পড়ে সে সুখ-বিদায়!
সেই    নববর্ষ এসেছে যে ফিরে
.        সেই বায়ু বহে আজও ধীরে।
.        সে কুটীর সেই তরুতল,
.        সে কোথায় ? স্বপন কেবল!
.        প্রকৃতি যে আবেগেতে ভরা
আজ,   অন্ধকার শূণ্যময় ধরা!


হায়,    আজ শুধু চাহিয়া আকাশে
.        অশ্রুকণা আঁখিকোণে ভাসে!
.        প্রাণে বাজে ছায়াময় ব্যথা
.        স্মৃতি আনে সেদিনের কথা!
.        চোখে ভাসে সেই চিত্রপট,
(সেই)        
“Forget me not”.

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
সেই ফুল
প্রমীলা নাগ

কবে যে স্বপনেতে আধভাঙ্গা ঘুমঘোরে,
যতনে কে দিয়েছিল একটি কুসুম মোরে,
ফুটন্ত লাবণ্যমাখা সেই পারিজাত ফুলে
ভ্রমেতে ঘুমের ঘোরে রেখেছিনু হৃদে তুলে।
প্রভাতে ভাঙ্গিল ঘুম বিহগ-কূজনে হায়,
দেখিলাম শূণ্য হৃদি ভূমে গড়াগড়ি যায়!
কতদিন গেছে আজ সে মাধুরী সেই ফুলে,
আজিও হৃদয় মাখা, আজিও যাইনি ভুলে!
আজিও প্রভাতকালে মনে পড়ে সেই হাসি,
মনে পড়ে সেই ফুলে ছিল কার অশ্রুরাশি!
বরিষার বারিধারা থেকে থেকে হয় ভুল,
পবিত্র নিহার মাখা বসন্তের সেই ফুল!

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
নয়নজল
প্রমীলা নাগ
(“তটিনী” ১৮৯২, কাব্যগ্রন্থ থেকে নেওয়া )

.        নয়নের শুকাল না জল,
.                পূরিল না জীবনের আশা!
.        ঘুচিল না প্রাণের আঁধার
.                গেল না সে স্নেহের পিপাসা।
.        নিভৃত এ হৃদয়-মন্দিরে
.                দেখিল না কেহ এই প্রাণ!
.        এ গভীর নয়নের জলে
কেহ,   দু’টি অশ্রু করিল না দান!
.        হৃদি-ফুল হরষে দলিয়া
.                চ’লে গেল প্রফুল্ল অন্তরে।
.        দেখিল না বারেক ফিরিয়া
.        দ’লে গেল জনমের তরে।
হায়,   
 দু’টি কণা স্নেহে কভু কেহ
.        রাখিবারে স্মৃতির জীবন
বলিল না, দেখিল না চেয়ে
.        দু’টি আঁখি করিতে স্মরণ!

.               ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর