রাধারানী দেবীর কবিতা
www.milansagar.com
*
মিলনসাগর.কম বক্ষে তারে ধরি'! মিলনসাগর.কম
মিলনসাগর.কম

জীবন অরণ্যচ্ছায়ে আঁধার ঘনায়ে আসে খালি
দীর্ঘ পথ বাকি !
হে মোর পরম রম্য! তোমারি প্রেমের দীপ জ্বালি
চলেছি একাকী |
জানি জানি, জানি বন্ধু! দিক্ হারা এ' পান্থেরি তরে
তোমার রজনীগন্ধা আছে জাগি' বনপথ 'পরে
সুগন্ধের সুর তার ইঙ্গিতে পরম সমাদরে
গৃহে ল'বে ডাকি'!
তোমার বিরহ মোর কামনা-পঙ্কের মাঝে প্রিয়
ফুটায়েছে ফুল ;
বিথারি' সহস্রদল সে কমল হাসে কমনীয়ঃ
ত্রিলোকে অতুল |
অপূর্ব্ব মাধুর্য-মধু সিঞ্চিয়াছ প্রাণে প্রাণে মোর ;
সুন্দরের স্বপ্নচ্ছবি মুগ্ধ আঁখি করেছে বিভোর,
বেজেছে আলোর বাঁশী, ছিন্ন ককি' ঘন-অমা-ঘোর
প্লাবি' প্রাণ-কুল!

আমার বসন্ত ওগো! --- জীবনের ব্যর্থতার গ্লানি
মুছিয়া নিমেষে
মুঞ্জরি' তুলেছ তুমি হিম-শীর্ণ বিশুষ্ক-বনানী,
---দক্ষিণার বেশে |
আনন্দ-পল্লবচ্ছায়ে প্রমুগ্ধ হৃদয় অবিরত
কূজিছে প্রলাপ আজি, কলকণ্ঠী কপোতীর মত,
অপার্থিব-হেসে |
মিলনসাগর পান কর কি তোমরা চুপে চুপে ?

আমার এ রিক্ত-প্রাণে পরম-পূর্ণতা বন্ধু তাই
মিলনসাগর.কম আমি সর্ব্বসুখী, মিলনসাগর.কম
তুমি বাসিয়াছ ভালো, --- আর কোনো দৈন্য ক্ষোভ নাই
মিলনসাগর.কম নহি নহি দুখী ! মিলনসাগর.কম
তুমি বাসিয়াছ ভালো, তুমি ভালোবাসিয়াছো বঁধু,---
যত স্মরি' তত প্রাণে উছলি' উথলি' ওঠে মধু,
বিরহ-বেদনা তাই গন্ধ-ধূপে পরিনত, --- শুধু
ঊর্দ্ধ-অভিমুখী !

.     *************************  
.                                                                                               
সূচিতে...    



মিলনসাগর
*
বিকাশ
রাধারাণী দেবী

জাগিলো যৌবন-পদ্ম | টুটিল সহস্র-দল-কারা  |
ফুটিল গো ফুল |
আপন-অন্ত-গন্ধে আপনা-বিস্মৃত আত্মহারা
বিহ্বল ব্যাকুল |
উচ্ছ্বসিত প্রাণরসে দেহে মনে স্বপ্নাবেশ লাগে,
নয়নে লাবণ্য'চ্ছুরে অধরে অতৃপ্ত-তৃষা জাগে
আনন্দ-চঞ্চল চিত্ত বসন্তের বর্ণ গন্ধ রাগে
দীপ্ত ঝলমল ;
জীবনের-অন্ধ-বীজ অঙ্কুরের পরিনতি মাগে
মিলনসাগর.কম আলোকে উজ্জ্বল | মিলনসাগর.কম
তাঁরি তরে পূর্ণ-পাত্র  মিলনসাগর উপহার

কোথা গো তরুণ রবি !  কমলের বল্লভ-অরুণ !
স্বর্ণকর জ্বালে
আতপ্ত-চুম্বন-রাগ এঁকে দাও কুঙ্কুম-করুণ,
প্রিয়ার কপালে |
যৌবন জাগিলো যদি, অন্ধ-অন্তরের গন্ধ-গানে
উন্মীলিয়া আঁখি-পুষ্প, বিস্ময়ে তাকালো বিশ্বপানে,---
---কোথা সেই প্রেম-সূর্য্য ? তূর্য্য যার ধ্বনিলো তাহার
বক্ষের স্পন্দনে,---
তাঁরি তরে পূর্ণ-পাত্র অমৃত-উচ্ছল উপহার
দেহের নন্দনে |
অন্তরে ঘটায় যেবা মিলনসাগর |

স্ফুরি' সপ্তবর্ণ'চ্ছটা চিত্তপটে স্বপ্ন-ইন্দ্রধনু
টানে মুগ্ধ-তুলি,
বসন্ত-বল্লরী সম কুসুম-প্লাবনে বর-তনু
উঠিলো উচ্ছ্বলি'
নিশা'র নিরষ-প্রান্তে প্রভাত-সঞ্চার সম ধীরে,
অপরূপ-রূপ-রাগে দেহ মন প্রাণ ঘিরে ঘিরে
ফুটিছে মাধুর্য্যচ্ছবি রহস্য ঘনায়ে, তনু মনে
রচি' ইন্দ্রজাল,
শীর্ণা সিন্ধু-স্রোতোস্বিনী ভরা-ভাদ্র-পূর্ণিমার ক্ষণে
নিমেষে উত্তাল |


অধীর-অনন্ত আজ আনন্দে ব্যথায় ধৈর্য্যহারা
ব্যাকুল চঞ্চল |
রাজার কুমারী কারে খুঁজে ফেরে ভিখারিনী পারা
লুটায় অঞ্চল !
মধুচ্ছন্দা মন্দবায়ু দক্ষিণ-সাগর হ'তে আসি'
আকাশে আকাশে যেই সে বারতা দিলো পরকাশি'
জাগিলো জীবন-কুঞ্জে অজানিত পুলক-পরম,
---গোপন গভীর |
রস-সমুচ্ছল অঙ্গে রোমাঞ্চিল প্রসুপ্ত-সরম
অরুণচ্ছবির |
মিলনসাগর ডটকম পান কর কি তোমরা চুপে চুপে ?

ফুট্ল যৌবন-পদ্ম | থর থর কাঁপে নীল-নীর,
সমীর মূর্চ্ছিত ;---
পুলকের বন্যাবেগে বালুবেলা তরঙ্গ-অধীর
ফেন-উচ্ছসিত |
উচ্ছল-বেদনামধু মর্ম্মকোষে অবরুদ্ধ করি'
ফুটিল যৌবন-পদ্ম গন্ধের অঞ্জলি উর্ধে ধরি,---
কোথা গো দেবতা মোর ! যৌবনের সার্থকতাবহ,
---প্রাণ-ঘন-প্রেম !
জীবনের শ্রেষ্ঠধন ! এসো এসো, পূজা-অর্ঘ্য লহ
ইন্দিবর-হেম |

.     *************************  
.                                                                                               
সূচিতে...    



মিলনসাগর
*
কেতকী
কবি রাধারাণী দেবী
কবিতাটি কবিশেখর কালিদাস রায় সম্পাদিত "মাধুকরী", আষাঢ় ১৩৫৫ (জুলাই ১৯৬২)
কাব্যসংকলনে প্রকাশিত হয়েছিল। "বনবিহগী" (১৯৩৭) কাব্যগ্রন্থের কবিতা।


রজনীর কালো অঞ্চলে ঝাঁপা দিন,
রিনি রিনি ঝিনি বাজিছে ধারার বীণ |
বনপথ পাশে কণ্টকঝোপ আড়ে
গোপন গন্ধে পথিকের মন কাড়ে,---
গোপনচারিনী কেয়া---
বাদলে এসেছে বাহিয়া সুরভি-খেয়া,

বাদলে এসেছে বাহিয়া সুরভি-খেয়া,
কাজরীর সনে মিটাইতে দেয়া-নেয়া |
জাগে ভূঁইচাঁপা সিক্ত সবুজ ঘাসে,
করতালি দিয়ে পাগলা বাতাস হাসে,
---লেগেছে বিপুল দ্বন্দ্ব,---
কে জিনিবে আজি, --- শব্ দ অথবা গন্ধ ?
মিলনসাগর ডটকম পান কর  তোমরা  চুপে ?

কে জিনিবে আজি, --- শব্ দ অথবা গন্ধ ?
কেতকী কিংবা বারিধারা-ধ্বনি-ছন্দ ?
সরমে লুকাল গোলাপ গন্ধরাজ,
অতসী রূপসী মরমে মেনেছে লাজ |
--- ক্ষোভে মালঞ্চ ম্লান,---
সুরভি-গরব আজি তার অবসান---
মিলনসাগর ডটকম পান কর চুপে চুপে ?

সুরভি-গরব আজি তার অবসান---
ভেঙেছে কনকচম্পার অভিমান |
উদ্যানে কারো গন্ধ-গরব নাই---
মানে পরাজয় বনবাসিনীর ঠাঁই |
ঘন সৌরভে তার---
ধরণী আকাশ বুঝি হল একাকার |
শুধু মিলনসাগর ডটকম পান কর ?

ধরণী আকাশ বুঝি হল একাকার |
ঘ্রাণপথ দিয়া প্রাণে পাই দেখা তার |
মেঘ ডম্বরু ধারাখঞ্জনী ছেপে
কেতকীর জয়গন্ধ উঠিল ব্যেপে
গগনের তীরে তীরে |
গহন শ্রাবণ গাহে তাই ফিরে ফিরে |


.     *************************  
.                                                                      
সূচিতে...    



মিলনসাগর
*


.         *************************  
.                                                                              
সূচিতে...    



মিলনসাগর
*


.          *************************  
.                                                                               
সূচিতে...    



মিলনসাগর
সম্বল
রাধারাণী দেবী
"সিঁথিমৌর" থেকে
কবি রাধারাণী দেবী
তোমারে বাসিয়া ভালো
মোর চিত্তলোকে নাহি কো
হে বন্ধু ! হৃদয়াকাশে করি
পূর্ণতার পূর্ণচন্দ্র | নিখিল
আনন্দ আলোকে দীপ্ত আ
কোনো দুঃখ দুঃখ নয়, বা
সংসারের ক্রুরতায় জ্বালা
বিধাতা আপনি যেন নিরা
বুলাইয়া দিয়াছেন তপ্ত এ-
অনুভূতি-কেন্দ্রে মোর | তা
নিজ হ'তে তুচ্ছ হ'য়ে পড়ে
বেদনা আনন্দ মানি, দুঃখে
কী অদৃশ্য মহাশক্তি জাগে
অন্তরে ঘটায় যেবা নব-জ
"সিঁথিমৌর" থেকে
কবি রাধারাণী দেবী
আমার হৃদয়দ্বারে এসেছি
প্রার্থীরূপে বহুবার, ঐশ্বর্য
ল'য়ে করপুটে কেহ, --- কে
রূপ-যৌবনের অর্ঘ্য চরণে
অনেকে চেয়েছে বন্ধু হ'য়ে
বিতৃষ্ণায় গেছে ভ'রে বারং
সবারে করেছি তাই রূঢ়
গেছে ফিরে লাজে ক্ষোভে
তাদের কাঙালপনা অঞ্জলি
জাগাইত ঘৃণা মোর  | পণ্য
দান করি' বিনিময় প্রতিদা
তুলিত বিরূপ করি' অন্তর
তুমি চাহ নাই কিছু দ্বারে
পূর্ণ হ'লো তাই তব অযা
তারা |