কবি রাজেশ দত্তর গান ও কবিতা
*
বনমালী, তুমি শত জনমেও
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ২২ জানুয়ারি, ২০০৮
(প্রচলিত কীর্তনের আঙ্গিকে রচিত ও সুরারোপিত গান)

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


বনমালী, তুমি শত জনমেও
পারবে না হতে রাধা।
বুঝবে কেমনে নারীর জীবন
কঠিন শিকলে বাঁধা॥

দেবী নই, আমি সামান্যা নারী
আয়ানের ঘরণী।
আমাকে তুমি আপন করেও
চিনতে তো পারোনি।
তোমার ইচ্ছায় বিনোদিনী কভু,
বিরহিণী হয়ে কাঁদা।
বনমালী, তুমি শত জনমেও
পারবে না হতে রাধা॥

সিঁথির সিঁদুরে, হাতের শাখায়
দাসত্ব বন্ধন।
যুগ যুগ ধরে বঞ্চিত নারী,
নিষ্ফল ক্রন্দন।
হায় ঈশ্বর! তুমিও পুরুষ!
মানুষের গড়া ধাঁধা।
বনমালী, তুমি শত জনমেও
পারবে না হতে রাধা॥

আগুনে পুড়েও ভস্ম হইনি,
জ্বলেছি অহর্নিশ।
অমৃত চেয়ে পেয়েছি জীবনে
শুধু কালকূট বিষ!
করুণা চাই না, ভালোবেসে দাও
মানবীর মর্যাদা।
বনমালী, তুমি শত জনমেও
পারবে না হতে রাধা॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
কোনও গণসংগীত সংস্থা বা শিল্পী, এই কবির এই গানগুলি অথবা তাঁর অন্যান্য গানের সুর ও স্বরলিপি পেতে আগ্রহী হলে
নীচের চলভাষে যোগাযোগ করতে পারেন -
চলভাষ - ৯৪৩৪৫১৬৮৯৮ / ৯৩৩০৪৬২৬২০ / ৯৪৩৩৫৬৬৩০২
অথবা ই-মেল করুন-
rajeshdattain@yahoo.com / rajeshdattain@gmail.com    
অথবা এই ওয়েব-সাইটে মেল করুন -
srimilansengupta@yahoo.co.in     
*
ভালোবেসে রাখো হাত
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ১৭ মার্চ, ২০০৯
মরিস অ্যালবার্টের “ফিলিংস’” গানের সুরের প্রেরণায় সুর সংযোজিত।

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


ভালোবেসে রাখো হাত জ্বরের কপালে,
ভেজা ঠোঁট ছুঁয়ে দাও বিবর্ণ গালে।
ভালোবেসে এনে দাও ভোরের আকাশ
মনের জানালা খোলো, আসুক বাতাস।
ভালোবেসে… ….
ওগো, ভালোবেসে
আমায় ভালোবেসে॥

ভালোবেসে নিয়ে এসো অকাল শ্রাবণ,
বাদলের ধারাপাতে ভিজুক না মন।
ভালোবেসে এনে দাও শরতের কাশ,
এক মুঠো শিউলির শরীরী সুবাস
ভালোবেসে…  …
ওগো ভালোবেসে
আমায় ভালোবেসে॥

যেমন ঢেউ খেলে সাগরের কূলে
বিলি কাটো চুলে ওই নরম আঙুলে।
দু’হাতে জড়িয়ে ধরে নিবিড় আবেশে,
শীতের মিষ্টি রোদ দাও ভালোবেসে।
ভালোবেসে… …
ওগো, ভালোবেসে
আমায় ভালোবেসে॥

হৃদয়ে রাঙিয়ে দাও ফাগুনের ফাগে,
পলাশের রাগ এনে দাও অনুরাগে।
জীবনের রং তুলি দাও ভালোবেসে,
স্বপ্নের ছবি আঁকি সাদা ক্যানভাসে।
ভালোবেসে… …
ওগো ভালোবেসে
আমায় ভালোবেসে॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
আমার বন্ধুর বাড়ি
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ২ সেপ্টেম্বর ২০০৭

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


আমার বন্ধুর বাড়ি
সাত সাগর আর তেরো নদীর পাড়ে।
মন পবনের নাও ভাসিয়ে
আমি দেখে এলেম তারে।
আমার সোনা বন্ধু রে,
আমার পরান বন্ধু রে॥

বন্ধু আমার বড়োই সুন্দর,
(ও তার) রূপের ছটা বাহির-অন্দর।
কৃষ্ণসাগর কুলের বন্দর
শহর আলো করে।
আমি দেখে এলেম তারে॥

বন্ধুর আমার দরদি মন,
(ও সে) দূরের থেকেও করে যতন।
আমার বারো মাসে তেরো পাবন,
জ্বলে সুখের পিদিম ঘরে।
আমি দেখে এলেম তারে॥

বন্ধুর মুখে ফুটলে হাসি,
চাঁদের আলোয় পূর্ণমাসী।
(আবার) বন্ধু যখন হয় উদাসী,
আঁধার আকাশ জুড়ে।
আমি দেখে এলেম তারে॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
দু’টি পাখি
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ১৫ সেপ্টেম্বর ২০০৭

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .    

দিন রাতভোর ছিল না তো ডাকাডাকি।
অপলক শুধু চেয়ে থাকা মুখোমুখি।
তবুও বুকের খাঁচার ইচ্ছে-পাখি
ডানা মেলে দিল দূর আকাশের পানে --
বনের পাখির টানে॥

সে কেমন টান, কে জানে?
কী ছিল হায় মনে?
ভালোবাসা, নাকি অন্য কিছু
কে বোঝে তার মানে?

শুধু ছিল সুর, শুধু ছিল কিছু গান,
রাগে-অনুরাগে কিছু মান অভিমান।
নানা রঙে কত স্বপ্নে তুলির টান
হয়তো বা ছিল মনের গোপন কোণে।
বনের পাখির টানে॥

টুকরো কথার জুঁইফুলে মালা গাঁথা,
একটু হাসির ছোঁয়ায় ভোলানো ব্যথা।
আখরে আখরে জীবনের কথকতা,
নিবিড় আবেশে নীরবে নিভৃতে যতনে
বনের পাখির টানে॥

দিন রাতভোর ছিল না তো ডাকাডাকি।
অপলক শুধু চেয়ে থাকা মুখোমুখি।
তবুও বুকের খাঁচার ইচ্ছে-পাখি
ডানা মেলে দিল দূর আকাশের পানে --
বনের পাখির টানে॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
সিন্ধুপারের বন্ধু
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ২১ মে ২০০৭

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .    

কৃষ্ণসাগর কূলের মেয়ে কৃষ্ণকলি নয়।
স্বপ্নমাখা চৈতিরাতে হঠাৎ পরিচয়।
সে আমার মন নিয়েছে, মন নিয়েছে মিষ্টি কথায়।
সে আমার প্রাণ ছুঁয়েছে, তার দু’চোখের নীরবতায়।
সে আমার বুকের মাঝে বাজিয়ে দিল রাখালিয়া বাঁশি।
ওগো সিন্ধুপারের বন্ধু আমার, তোমায় ভালোবাসি॥

কুঁচবরণ কন্যা, তার সোনার বরণ কেশ।
সাত সাগর আর তেরো নদীর পারে যে তার দেশ।
তবু সে ডাক দিয়ে যায়, ডাক দিয়ে যায় সাঁঝ-সকালে,
জানলার ফাঁক দিয়ে সেই মেঘপরী রোজ গল্প বলে।
মেঘের কোলে রোদের খেলায় ছড়ায় সোনার হাসি।
ওগো সিন্ধুপারের বন্ধু আমার, তোমায় ভালোবাসি॥

তুমি আমার ছেলেবেলার হারানো দিনগুলি।
তুমি আমার আবোল-তাবোল, ঠাকুরমার ঝুলি।
তুমি আমার রং-পেনসিল, আমার ড্রইং খাতা।
আমার গানের অচেনা সুর, না-লেখা কবিতা।
সেই রূপকথার এক পরীর ছোঁয়ায় মন হল উদাসী।
ওগো সিন্ধুপারের বন্ধু আমার, তোমায় ভালোবাসি॥

বুকের খাঁচায় ইচ্ছেগুলো মেলছে ডানা।
হাতছানি দেয় কোন সুদূরের পথ অজানা।
দমকা হাওয়া লাগল পালে এক পলকে,
নোঙর ছিঁড়ে নাও দরিয়ায় ভাসালো কে?
তোমার ডাগর চোখের সাগরে ঢেউ তুললো যে বানভাসি।
ওগো সিন্ধুপারের বন্ধু আমার, তোমায় ভালোবাসি॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
আমার পরান বন্ধু রে
(সাহানার উদ্দেশে)
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
প্রথম রচনা: ১৬ জানুয়ারি ১৯৯৯
গীতিরূপান্তর ও সুরারোপ: ৫ ফেব্রুয়ারি ২০০৫

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


বন্ধু রে, আমার পরান বন্ধু রে,
তোমার জন্যে চারটে  আখর -- ভালোবাসা।
তোমার জন্যে বাংলা গানের নতুন ভাষা।
তোমার জন্যে রূপনারাণের দু’কূল ভাসে।
তোমার জন্যে মেঘের কোলে সুয্যি হাসে॥

তোমার জন্যে হাওয়ার মাতন কালবোশেখি।
তোমার জন্যে বাসায় ফেরে ঝড়ের পাখি।
তোমার জন্যে হাওয়ায় দোলে ঝাউয়ের পাতা।
তোমার জন্যে সুর ছুঁয়ে যায় গানের খাতা॥

তোমার জন্যে বাউল বাঁধে একতারাটা।
তোমার জন্যে ভরদুপুরে চুপ পাড়াটা।
তোমার জন্যে হাঁক দিয়ে যায় ফেরিওয়ালা।
তোমার জন্যে মনখারাপের বিকেলবেলা॥

তোমার জন্যে ঝিনুক ছড়ায় সাগরবেলা।
তোমার জন্যে নীল দরিয়ায় ঢেউয়ের খেলা।
তোমার জন্যে পলাশ বনে আগুন লাগে।
তোমার জন্যে আকাশ রঙিন অস্তরাগে॥

তোমার জন্যে ছেলেবেলার হারানো গান।
তোমার জন্যে ঘর বাঁধে এক বোহেমিয়ান।
তোমার জন্যে একটু সময় কুড়িয়ে পাওয়া।
তোমার জন্যে অনন্ত পথ হেঁটে যাওয়া॥

তোমার জন্যে জ্বরের তাতে শরীর পোড়ে।
তোমার জন্যে মন ছুটে যায় তেপান্তরে।
তোমার জন্যে স্বপ্নগুলো আগলে রাখি।
তোমার জন্যে নতুন করে বাঁচতে শিখি॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
বলতে পারিনি
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল ২১ জানুয়ারি ২০০৬

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .    

বলতে পারিনি কখনো তোমাকে -- ভালোবাসি, ভালোবাসি
এতদিন পরে তাই ফিরে ফিরে তোমার কাছেতে আসি॥

বেহিসাবি হয়ে ফেলেছি হারিয়ে সোনাঝরা দিনগুলো।
ভুলতে পারিনি সেইসব স্মৃতি, তুমি যদি পারো ভুলো।
মনের গোপনে রেখেছি যতনে তোমার কান্না-হাসি।

প্রথম যেদিন দেখেছি তোমায় অপলক মুগ্ধতায়।
স্বপ্ন আবেশ মাখানো সেদিন আজও মনে পড়ে যায়।
আমার তখন বছর আঠেরো, তুমি ছিলে চব্বিশে।
মন হয়েছিল উদাস বাউল তোমাকেই ভালোবেসে।
ফুরসত নেই কী পাইনি, তার হিসেবনিকেশ কষি।

তোমার আমার সম্পর্কের নেই মানে অভিধানে।
তবু নিবিড় হয়ে রয়েছ জড়িয়ে সুখে-দুখে অভিমানে।
পরবাসী হয়ে থাকো যত দুরে, এবেলা ওবেলা রোজ।
মনপবনের নায়ে ভেসে ভেসে নিয়ে আসি সব খোঁজ।
বয়স বাড়ছে, তবুও আঁকড়ে ধরছে ছেলেমানুষি।

প্রথম প্রেমের স্মৃতিগুলো যেন শিমুলের তুলো হয়ে
মনের জানালা রেখে দিলে খোলা, ঘরে আসে ধেয়ে ধেয়ে।
যত চাও নাও দু’হাতে কুড়াও, রাখতে পারি না ধরে
কোন অবকাশে দমকা বাতাসে ভেসে যায় অগোচরে।
ডায়েরির ভাঁজে শুকনো গোলাপ হয় না তো তবু বাসি।

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
যদি জানতেই
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ১২ মার্চ ২০০৯


যদি জানতেই, যদি জানতেই
সূর্য উঠবে না,
ভোরের আলো ফুটবে না,
তবে কেন সাধলে ভৈরবে তান?

যদি জানতেই
পাখি নীড়ে ফিরবে না,
তরী তীরে ভিড়বে না,
তবে কেন বাঁধলে পূরবীতে গান?

যদি জানতেই
আকাশে সজল মেঘ জমবে না,
শ্রাবণের বারিধারা নামবে না,
যদি শূন্য নীপবীথি,
নীরব বাদল রাতি,
তবে কেন গাইলে মেঘমল্লার?

যদি জানতেই
কোকিল কণ্ঠে সুর জাগবে না,
পলাশে আগুন রং লাগবে না,
যদি স্তব্ধ দখিনা বায়,
অলি গুঞ্জন থেমে যায়,
তবে কেন গাইলে বসন্ত বাহার?

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
লিখব না গান আর ভালোবাসার
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ৮ মার্চ ২০০৯

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .    

লিখব না গান আর ভালোবাসার,
লিখব না গান আর স্বপ্ন আশার।
জীবনের প্রতিঘাতে
একলা চলার পথে
দু চোখে ঘনালো কালো ঘোর অমানিশার।
লিখব না গান আর ভালোবাসার॥

অঞ্জলি ভরা ফুল ধুলোয় লুটায়,
যতনে কুড়োতে হাত বিঁধল কাটায়।
রক্তের আলপনা,
হাসি-সুখ-কল্পনা
মুছে দিল, যত ছিল সাধ পিয়াসার।
লিখব না গান আর ভালোবাসার॥

যে পাখি বন্দি থাকে সোনার খাঁচায়,
বনের পাখির মন বুঝবে কী হায়?
বলো, কেমনে বনের পাখি
গাইবে গান একাকী?
হারিয়ে ফেলেছে সুর গানের ভাষার।
লিখব না গান আর ভালোবাসার॥

কেউ তো রাখবে কথা, এই আশা নিয়ে
হৃদয় উজাড় করে দিয়েছি বিলিয়ে
কেউ কথা রাখল না,
ভালবেসে ডাকল না।
বয়ে চলি জীবনের শূন্য পসার।
লিখব না গান আর ভালোবাসার॥

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
প্রেম নেই
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
রচনাকাল: ১০ মার্চ ২০০৯


প্রেম নেই, প্রেম নেই জীবনে
পণ্যের ফাঁদ পাতা ভুবনে।
প্রেম শুধু টিভি-অ্যাডে,
রুপোলি সেলুলয়েডে,
বুলাদি’র হাতে ‘রেড রিবনে’!

শরীর শরীর শুধু, হারিয়েছে মন।
লাভ-ক্ষতি হিসেবের ক্যালকুলেশন।
মল্‌-প্লাজা-তন্ত্র
নেক্সট-জেন্‌ মন্ত্র!
অরকুটে, ফেসবুকে প্রেম গোপনে॥

আজ ‘ভালো বাসা’ মাপা হয় স্কোয়্যার ফিটে!
প্রেম যদি ‘লাভ’ হয়, খোঁজো প্রফিটে!
বিশ্বায়নের হাটে
প্রেমের শেয়ার খাটে,
কী জানি কখন ধ্বস নামে বিপণনে॥

প্রেম পণের টাকায়, প্রেম চব্বিশ ক্যারটে,
ইমপোর্টেড কারে, পকেটে ক্রেডিট কার্ডে।
প্রেম তো জীবন বীমা,
ব্যাঙ্কের সুদ জমা
বাড়লে, প্রেমও বাড়ে “সুখী গৃহকোণে”॥

হারিয়েছে বোধ, শুধু মূল্যটা খুঁজি।
কাঞ্চনমূল্যেই ‘ভালোবাসা’ বুঝি।
সখি, ভালোবাসা কারে কয়?
সে কি অর্থের বিনিময়ে
নগদে যা কেনা যায় বাজারে দোকানে?

.    ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর