শর্মিষ্ঠা সেনের কবিতা
*.
এক টুকরো
কবি শর্মিষ্ঠা সেন
রচনা ২৫.৫.২০১৩



জলের আলপণা এঁকে
ধুয়ে ফেলি করলগ্ন সুখ
শিশিরে শিশিরে বার্তা  সঞ্চারিত হয়
সুর্য উঠে মুছে নেয়
প্রান্তরের বুক


অতলান্ত মৃত্যু থেকে
ভেসে উঠছি তীরের মাটিতে
এখনো বিষম ঘুম
চোখের নদীতে
দু-একটা লতাগুল্ম
লেগে আছে ঠোঁটে


এ কোন অলক্তরাগ
হৃদপিণ্ডে জ্বলে
ফাগুয়ার দোলা নয়
কাঁচা রং
লেগেছিল
প্রেমের আঙুলে


সকল মুদ্রাই শুভ
যদি থাকে প্রেম
ভালবাসা থাক তোর
নিঃশব্দ-সুন্দর


বুকের গোপন আঁচে
তাপ নিয়েছিলে কোন
শীতার্ত বিকেলে
ভোরের প্রান্তরে আজো
কয়েকটি শিশিরের ফোঁটা
গ্রামীণ সে-উপকথা বলে


অপাপবিদ্ধ ব্যথা
ধরা ছিল চোখের দীঘিতে
হে পাপ দীর্ঘতম
সন্নিধ্যে ছিঁড়ে যায়
সেই প্রেম
আর সেই
কবিতার
প্রথম চরণ...

.      *************
.                                                                              সূচিতে . . .    


মিলনসাগর
*.
হে বৃক্ষ
কবি শর্মিষ্ঠা সেন
প্রকাশকাল ৮.৬.২০১৮


ঘুম ভাঙতেই মোবাইল বলল—
দূরত্ব কিছুই নয়
যদি বন্ধুত্বের শিকড় হয় গভীর...

হে বৃক্ষ,
ভাল থাকো চিরদিন—
যাতে তোমার শিকড় হয় ঘন
তোমার পায়ের নীচে মাটি শক্ত হোক
জল পাও, সার পাও তুমি—
বেঁচে থাকো আরো বহু দিন
তোমার শিকড়ের উপমায় ঋদ্ধ হোক মন
বন্ধুতায়, বাৎসল্যে তোমারই তুলনা ভাষা পাক
তোমার ছোঁয়ায়
সত্য হোক প্রাণের মহিমা—
হৃদয়ের উচ্চারণ সুনির্মল হোক
বৃক্ষ হে,
গাঢ় আলিঙ্গণে বাঁধো
খরতপ্ত এ জীবন
মাটি, সারে হোক বীজ সুশস্যশালিনী
সালোকসংশ্লেষ করো
সূর্যালোকে—
পলিহারা মানুষের মূমুর্ষু বিবেক
উদ্গীর্ণ অঙ্গারে পুষ্ট হও গাছ  
শুষ্ক কঠোর দিন সন্তাপ-বিকারে ইদানীং
ভুল বকে ইতস্তত
তাকে বেঁধে সেঁচ দাও
তোমারি আদিম রসে পুষ্ট করো—
নদী দাও
মলিনতাহীন
আলিঙ্গণ দাও বৃক্ষ—
বলো, ভয় নেই
বলো, আমি আছি
তোমাদের ধাত্রী আর জনয়িত্রী এই--
মানুষ আবার হোক মানুষ এখন
সন্তানকে সে বলুক—
বৃক্ষ হও, আশির্বাদ করি,
তোমার ছায়ায় বাস করুক অনেক
পশুপক্ষী পতঙ্গ আর অনেক মানুষ
প্রজন্ম লালিত হোক
স্বপ্ন সঞ্চয় করুক দুই চোখ
গভীর গভীর হোক শিকড় তোমার
কাছে ডাকো, বেঁধে রাখো
হে বৃক্ষ,
বন্ধু হও তুমি।

.      *************
.                                                                              সূচিতে . . .    


মিলনসাগর