এই পৃথিবীর থেকে ঐ আকাশ বড় . আকাশের থেকে বড় সূর্য-তারা , সূর্যের থেকে আরও অনেক বড় . মানুষের শাশ্বত স্রোতের ধারা . সেই মানুষের গান মোরা গাই . মোরা মানুষের জয়গান গাই ||
এই পৃথিবীর থেকে ঐ সাগর বড় . নীল সাগরের বুকে জলের ধারা . নীল সাগরের থেকে অনেক বড় . হৃদয়ে প্রেমের এই ফল্গুধারা . এই হৃদয়েতে প্রেম আছে . মোরা মৈত্রীর দু’হাত বাড়াই ||
জানি সুখ ছোট দুঃখ সে অনেক বড় . দুঃখের চেয়ে বড় এ’ মহা-জীবন . জীবনের চেয়ে আরও অনেক বড় . ভালোবাসা দিয়ে গড়া মানুষের মন . সেই জীবনের গান মোরা গাই . মোরা জীবনের গান গেয়ে যাই ||
জীবন যদি জীবন হয় . ‘জয়’ কে তুই আপন কর স্বর্গ যদি কোথাও থাকে . নামাও তাকে মাটির ‘পর |
এই দুঃখ তো নয় চিরদিন এই কষ্ট তো নয় চিরদিন এ’দিন যাবেই যাবে এ-আজ যেমন গেছে হঠাৎ এ-দিন আবার হবে পৃথিবীটা . বসন্তেরই এ-জীবন | ( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )
সকাল-সন্ধ্যা রঙিন করে . সুনীল আকাশ রূপকার এ-গান শোনায় পৃথিবী শোন . বাতাসে তার এ ঝংকার এ দেশটাকে আবার পরাও . নতুন সাজের অলংকার | ( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )
মরণ আসে নানান্ বেশে . বসনে তার অন্ধকার মানাতে হার সে কি পারে . নিজেই সে তো মেনেছে হার নতুন প্রভাত জেগে ওঠে তার . নব জীবন হল রে ভোর | ( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )
কথা - শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর ও শিল্পী- ভূপেন হাজারিকা
জীবন বাবু নমস্কার তোমার মত বন্ধু এমন কোথায় আমি পাব আর এই জীবনের কান্না-হাসির তুমিই চিত্রনাট্যকার ||
বাংলা দেশের মানুষ কোরে নিয়ে এলে দু’হাত ধরে হলুদ নদী সবুজ বনের ছায়ায় ঢাকা এ-প্রান্তরে | রবিঠাকুর নজরুলের এই দেশ যে আমার অহংকার || কন্ঠে আমার দিয়েছো সুর তোমার কাছে অনেক ঋণ জীবনেরই গান গেয়ে যাই আনন্দে তাই প্রতিদিন |
মায়ের বুকের আদর স্নেহ অন্তবিহীন আশীর্বাদ ভায়ের ভালবাসা পেয়ে মিটেছে এই মনের সাধ এই জীবনের দুঃখ মুছে পেলাম যে সুখ পুরস্কার || . জীবনবাবু নমস্কার ||
কথা - শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর ও শিল্পী- ভূপেন হাজারিকা
সবার হৃদয়ে রবীন্দ্রনাথ . চেতনাতে নজরুল যতই আসুক বিঘ্ন-বিপদ . হাওয়া হোক্ প্রতিকূল এক হাতে বাজে অগ্নিবীণা . কন্ঠে গীতাঞ্জলি হাজার সূর্য চোখের তারায় . আমরা যে পথ চলি ||
এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশ-দিশি প্রপিতামহের ভাষাতে আজো আমরা যে কথা বলি হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি ||
এই সেই দেশ এখনও এখানে শুনি আজানের ধ্বনি গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলি হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি ||