কবি সুশীল মালতীর কবিতা
*
বালিকা-বাসনা
সুশীল মালতী
    
কেন জোছনা সাগরে ডুবে
তুলিনা তারকা ফুলে
অঞ্চল  ভরিয়া লোয়ে
আসিব এ গৃহকুলে |
গাঁথিয়া চিকণ হার
হরষে  পরিব গলে,
কোথা পথ ?   কার সাথে
যাব ও গগন তলে |
কাড়িয়া চাঁদের হাসি
ও হাসি ধরিব আমি,
এসহে সুধাংশুনিধি,
আমার ভূতলে নামি |
কুসুমের পরিমল
কোথা বা লুকায়ে থাকে,
লব হরি কেমনেতে
মাখিব উরসে তাকে |
ধরিব ভ্রমর দুটী
কাণেতে দোলাব দুল,
বালা হার সিঁতি তরে
জোনাকী জ্বলিয়া নেবে,
কেমনে ধরিব আমি
কে মোরে শিখায়ে দেবে |
তটিনী তরঙ্গমালা
ছেনিয়ে করিব মল,
করে তুলে ধরিলে হায়
কেন হয় বিঞ্চল |
সূক্ষ্ণ কাল নাগিনীরে
কবরীতে জড়াইব,
গর্জ্জিয়া দংশিবে সে যে
কেমনে তাহারে নিব |
চপলা লতিকা ধরি
বলয় গড়ায়ে পরি,
সাধ আছে, শক্তি নাই
কেমনে তাহারে ধরি |
মেঘেরে কাটিয়া তায়
করিব মধুর সাটী
অঞ্চলের ভাগে দিব
প্রভাতী অরুণ আঁটি |
কেমনে প্রভাতী রবি
ধরিব সে কোন পথে ?
যেতে হবে কার সনে
সে কেমন পুষ্পরথে |
এত সুন্দরতা সনে
সদাই মিশিয়ে রব
লো সখি !  বলনা মোরে
পাব কোথা, কারে কব ?
শ্যামল লতিকা ঢাকা
নিকুঞ্জে করিব বাস,
ফুটিবে বিটপী পরে
নিতি ফুল রাশ রাশ |
প্রহরী পাপিয়া পিক
রহিবে তমাল পরি,
নদী বুকে কুসুমিত,
সাজান রহিবে তরী  |
কর্ণধার হব তায়
প্রভাতে,  মধুর সাঁজে,
গাহিয়া মধুর গীতি
ভ্রমিব তটিনী মাঝে  |

.                     *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
বালিকা-বিবাহ
সুশীল মালতী
 
( ১ )

বরষার রাতি,
মধু শশী ভাতি,
.        মন্দ মধুর বায়,
পিতার ভবন,
হরষে মগন্
.        সানাই সুগীতি গায় |

( ২ )

আলোকের ছটা,
কোলাহল ঘটা,
.        নর নারী সুশোভিত,
পরিণয় নিশি,
আনন্দেতে মিশি,
.        আত্মজন উপনীত |


( ৩ )

সঙ্গিনীর দল,
বাজাইয়া মল,
.        চিবাইয়া ছাচি পান,
তর্জ্জনী অঞ্চলে,
জড়ায়ে বলে,
.        চুপুসাড়ে ধরি কাণ |

( ৪ )
“ আনি তোর বরে,
বাসরের ঘরে,
.        গাহিব মধুর গীতি,”
হাসি বা কথায়,
বেশ বুঝা যায়,
.        পরাণে উছলে প্রীতি |


( ৫ )

পীড়িতে আল্ পনা,
দেন পূরজনা,
.        বসালে তাহার পরি,
কি জানি কেমন,
উড়ু উড়ু মন,
.        বসিনু সভয় ডরি |




( ৬ )

বাদ্য কোলাহল,
ছোটে নারীদল,
.        বর এল সবে বলে,
আধো ঘুমে রত,
পুতুলের মত,
.        ক’নে আমি মালা গলে |


( ৭ )

কুসুম চন্দনে,
অলঙ্কার সনে,
.        ঝল মল দেহখান,
কেমন কেমন ,
জ্বালাতন মন,
.        সে ক্ষুণ্ণ নিঝুম প্রাণ |



( ৮ )

লগ্ন উপনীত,
পীড়িতে উথ্বিত ,
.        তদুপরি মরি ডরি,
হরষিত মন,
পীঁড়িধারীগণ,
.        ঘোরে হাসে পীঁড়ি ধরি |



( ৯ )

সাত পাক দিয়ে
তবে মোরে নিয়ে
.        বরের সম্মুখে ধরে,
“শুভদৃষ্টি” তরে,
বলে মোরে,  বরে,
.        “চাও দোঁহে ভাল করে |”




( ১০ )

নিশি যায় যায়
বালিকা বেলায়,
.        অনুরোধ, ভয়ে ডরি,
ঘুমঘোরে হায়,
দেখেছিনু কায়,
.        ঘোর বিরক্তিতে ভরি |


( ১১ )

ছাব্বিশে আষাঢ়ে,
নয়নের আড়ে,
.        নিয়তি কি কেঁদেছিল ?
ষোলই আশ্বিন,
বৈধব্যের দিন,
.        এ রহস্য ভেঙ্গে দিল |


( ১২ )
সবার কথায়,
যাচিত গলায়
.        দিয়েছিনু মালা হায়,
মনসাধে ভরি,
সযতন করি,
.        যুঁতি মালা দেন আমায় |


( ১৩ )

শঙ্খ হুলুধ্বনি,
মধুর রজনী,
.        হোয়ে গেল আত্মদান,
বিবাহ আমার,
নহে মম তাঁর ?
.        সামাজিক এ বিধান |

( ১৪ )

বালিকা বেলায়,
শত অনিচ্ছায়,
.        পিতা মাতা দেন বলি,
আমিত তখন,
ফুলের মতন,
.        অথবা অফুট কলি |

( ১৫ )

বিবাহ-বাসনা,
কিছুত ছিলনা,
.        সুখময় পিত্রালয়,
মহা দুঃখমূল,
ফুলপ্রাণে শূল,
.        মম কাল-পরিণয় |

.                     *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
বালিকা-বাসর
সুশীল মালতী

( ১ )

জড়ায়ে রঙ্গিল বাস,
সিঁতিতে সিন্দুর রাশ,
বসনে  বসনে  বাঁধা,
.                ঢাকা বাসে মুখ,
এ সুখ বাসর সার,
.                তার কিবা সুখ ?


( ২ )

কেহ গায় মধু গীতি,
জাগাতে মধুর প্রীতি,
মিলিজুলি হাসে ভাষে,
.                যত আত্ম পর,
সারানিশি জেগে আছি,
.                কি বিরক্তিকর |


( ৩ )

কেহ মোরে ধোরে তোলে,
বসায় বরের কোলে,
হরষে বয়সী সবে,
.                হাসিয়া আকুল,
ঘুমেতে কাতরা আমি
.                আঁখি ঢুলু ঢুল  |


( ৪ )

জাগিলনা সুখ প্রীতি,
ভাল না লাগিল গীতি,
সারারাতি অনাহারে,
.                ঘোর অনিচ্ছায়,
অনুরোধে কেবা কোখা
.                সুখানন্দ পায় |


( ৫ )

যেতে হবে পর ঘরে,
ভেবে মন হু হু করে,
ঝর  দর,  দর,
.                ধারা  যে নয়নে |
দারুণ দুঃখের ছায়া,
.                পড়িল আননে |


( ৬ )

মোছাতে এ আঁখিজল,
আকুলিত হৃদিতল,
ভগিনী  স্নেহাশ্রুধারা,
.                করেতে মুছিল,
কেঁদে ভেসে এসে শেষে,
.                সাজাতে বসিল |


( ৭ )

বোধহীন, খেলা ভরা,
পিতৃস্নেহে আলো করা,
মধুর বিমল ফুল্ল,
.                মম হৃদিতল,
দাম্পত্য সে পতি সেথা,
.                লাগিল গরল |


( ৮ )
পাষাণে লুকান রয়,
কালে শৈল ফেটে বয়,
স্নিগ্ধ রমণীয় মধু,
.                নিঝরের জল,
ছিল সেই মত মম,
.                এই হৃদিতল |

.     *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
যৌতুক
সুশীল মালতী

( ১ )

আত্মপর    পুরজন,
ছল ছল দুনয়ন,
ক’নে বরে আশীষে এসে
রাজবেশী বর পাশে,
শোভি অলঙ্কার বাসে,
যায় মম দু’আঁখি ভেসে |


( ২ )

আসিলেন  পিতা মোর,
হৃদয়ে যাতনা ঘোর,
স্নেহে মম দু’পাণি যার ;
বরের লইয়া কর,
যাতনা-জড়িত স্বর,
চারি কর মিলিত করি |


( ৩ )

“আমার এ  আত্মজারে,
বিভু ইচ্ছা অনুসারে,
আজি অপি   তোমার করে ;
দীর্ঘায়ু নির্ব্যাধি হও,
মম জননীরে  লও,
রাখ  ভক্তি জগদীশ্বরে |”


( ৪ )

জননীর  আঁখি  ধার,
থামেনাক  আজি আর,
কত আকুলিত হৃদিতল ;
আনন্দ আলয়ে  কেন ,
অশ্রু  বরষণ হেন,
সুখ সনে  মিলিত এ জল |


( ৫ )

মা-----                               .
জন্মশোধ  একেবারে,
অর্পিলেন  তনয়ারে,
নিঃসম্পর্ক জাগতিক জীবে ;
পৌরাণিক  প্রথা স্মরি,
রহিলেন  ধৈর্য্য ধরি,
গিরিরাণী  উমা অর্পি শিবে |


( ৬ )

মম বুক  ভেসে যায়,
হইনু পাগলী প্রায়,
কান্না দেখে  কেঁদে সারা পতি ;
এত রোদনেতে হায়,
কষ্ট বুঝি বিধাতায়,
( তাই )  জন্মবাসে চির   বাসী আজি এ মালতী |


.                     *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
বালিকার ফুলশয্যা
সুশীল মালতী

( ১ )

ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন,
মধুর নিশীথ কোলে,
কে ডাকিল মধু বোলে,
চমকি সভয়ে আমি শিহরি কেমন,
ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন |

( ২ )

বুকে মুখে চোখে ফুল
সুবাসে করে আকুল,
ঘুমে আঁখি ঢুল ঢুল মেলি দুনয়ন,
ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন |

( ৩ )

পুষ্পময় সে মন্দির,
পতিদেব  সশরীর,
মধু আলো কৌমুদীর সুন্দর কেমন,
ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন |

( ৪ )

যতন কহা’তে কথা,
পান বুঝি মন ব্যথা,
করিলাম নির্দ্দয়তা “হু না” বিসর্জ্জন,
ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন |

( ৫ )

নীরবে পোহালে রাতি,
ফুটিল রবির ভাতি,
কোথা স্বপনের সাথী একাত এখন,
ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন |

( ৬ )

প্রভাতে শয্যায় একা,
কারেও না গেল দেখা,
একা আমি দু’করেতে মুছিনু নয়ন,
ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন |

( ৭ )

জীবনের  এ অধ্যায়,
স্বপন সমান হায়,
সে সুখ সোহাগ বায় না হোলে স্পর্শন,
ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন |

( ৮ )

পূর্ণ প্রাণ প্রেম রাশি,
পদে পোড়ে হল বাসি,
বুঝিতে নারিনু, ছিনু জড়ের মতন,
ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন |

( ৯ )

গ্রহণ হোলোনা আর,
দান কটু ব্যবহার,
অশ্রুজল  হোল সার, সারা সম্মিলন,
ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন |

( ১০ )

এমন নিয়তি সই,
কোথাও দেখিনি কেউ,
ফুটিত ফুটিবে খই আজি অকারণ,
ফুলের শয্যায় শুয়ে দেখিনু স্বপন |

.                     *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
পতি দেবতা
সুশীল মালতী

.                ( ১ )

এম, এ, বি, এল, পরীক্ষা উত্তীর্ণ
.        সর্ব্বজন প্রিয় তিনি------
বর্ত্তমান তিনি  দীন পিতৃহীন,
আসিল জীবনে সুখের সুদিন,
লাবণ্য ফুটিল দেহ ছিল ক্ষীণ,
.        বাণী মাকে প্রাণে কিনি |


.                ( ২ )

কিনিতে নারেন আমা হেন ছারে
.        হিয়ার সে দুঃখ হায়,
রহস্য আধার বিশ্বপতি দান,
অযাচিত হল একটী সন্তান,
তখনও জানিনা পতির সন্মান,
.        বালিকা পাগলী প্রায় |


.                ( ৩ )

চতুর্দ্দশ বর্ষ বয়স তখন
.        তবু বাজে কথা অনর্গল,
শত্রুভাব ছিল পতিদেবতায়,
বিরক্তি আছিল তাঁহার সেবায়,
শ্বশুর ভবন যমালয় প্রায়,
.        উধাও মরম----


.                ( ৪ )

শুধু  কি বিদ্যান, গুণে গুণবান
.        মধুভাষী স্নেহবান,
( মোরে )  নয়নে  নয়নে রাখিতে বাসনা,
অপূর্ণ কামনা পেতেন যাতনা,
কি জানি কেমন ছিল হৃদিখানা
.        আছিলনা কোন টান |

.        *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
বিজন কুমার
সুশীল মালতী

( ১ )

ছ’ই চৈত্রের রাতি,
বসন্ত চাঁদিমা ভাতি,
.        চতুর্দ্দশ বরষ জীবনে ;
অযাচিত বিভুদান,
ক্রোড়ে এল সুসন্তান,
.        কি  আনন্দ উঠিল ভবনে |


( ২ )


মঙ্গল শঙ্খের রোলে,
নব শিশু ধাত্রীকোলে,
.        -- হেরে সবে প্রফুল্ল নয়নে ;
খোকা মিটি মিটি চায়,
বারেক নেহারি তায়,
.        নীরবেতে রহিনু শয়নে |


( ৩ )

যবে গর্ভ যাতনায়,
ওষ্ঠাগত প্রাণ যায়,
.        অশ্রু ঝ’রে ছিল দুই চোকে ;
ভুমিষ্ঠে শীতল দেহ,
ভবেশের মধুস্নেহ,
.        জীব  এক  এল  এ ভূলোকে |


( ৪ )

শ্বশ্রুমাতা দেবী আসি,
হরষ  সাগরে  ভাসি,
.        শিশুমুখ করেন চুম্বন ;
তৃতীয় দিনেতে মোর,
আসিল ব্যাধির ঘোর,
.        চিন্তাপূর্ণ পিতার ভবন |



( ৫ )

দিনে দিনে  বেশী জ্বর,
সুখ  হোলো দুঃখকর,
.        জননীর চিন্তাশীল  মন ;
কঠিন  হইল ব্যাধি,
শমনের সাধাসাধি,
.        কাড়িতে  সে আদর-জীবন |



( ৬ )

বিষাদে  মলিন পতি,
সেবা করিলেন অতি,
.        নিশিদিন ঝরিত নয়ন ;
একদিন  নাড়ী ক্ষীণ,
দেহ  হিম শ্বাসহীন,
.        হোলো  হেন  মৃত্যুর লক্ষণ |

( ৭ )

হাহাকারে  মুখরিত,
হ’য়েছিল  গৃহটিত.
.        নাহি  জানি  অজ্ঞান  আছিনু ;
যবে বহুক্ষণ  পরে,
ভিষকেতে জ্ঞান  করে,
.        কি  এক  ক্রন্দনে  কাণ  দিনু |


( ৮ )

ভুমে লুটাইয়া  মাথা,
কি গভীর  হৃদিব্যথা,
.        মর্ম্মভেদী পতির রোদন ;
স্বকর্ণে  শুনিনু যাহা,
আজ মনে হয় তাহা,
.        ভ্রাতা তাঁর মুছান নয়ন |


( ৯ )

হায়  বিধি সেই  কালে
মৃত্যু  যদি দিতে ভালে,
.        হোতো মম সার্থক জীবন ;
অন্তিম শয্যায় রোয়ে,
পতি পদধূলি লোয়ে,
.        গৌরবের  হোত সে মরণ |


( ১০ )

“ভাগ্যবতী  এয়োরাণী”
কহিত  সবে এ বাণী,
.        বিধবা   এ  অলক্ষণা আজি ;
চন্দন মাখিয়া গায়,
অলক্ত  রঞ্জিত গায়,
.        যাইতাম সুলক্ষণা  সাজি |

.        *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
বালিকা-বৈধব্য
সুশীল মালতী

( ১ )

এল  শ্যাম সুমধুর শরৎ সুন্দর-----
সেফালি চামেলি ফোটে,
মধু সমীরণ ছোটে,
শ্যামল প্রতিভাটুকু লতিকা ভিতর  ;
সাজাইয়ে ফুলপাতি,
ধরণী  হরষে মাতি,
প্রকৃতির গলে ধরি হাসে মনোহর |


( ২ )

সারাটা বরষ পরে,
সন্তানের ঘরে ঘরে,
আসিলেন নগবালে শৈলসূতা শিবে ;
জননীর আগমনে,
শুভদিনে শুভক্ষণে,
সুখানন্দ উপভোগ করে বিশ্বজীবে |


( ৩ )

সুখ শান্তি প্রাণে লয়ে.
পিতার ভবনে রোয়ে,
বিলাসের দ্রব্য  কত কিনিতে হরষে ;
দিনে দিনে দিন গেল,
ক্রমশঃ পঞ্চমী এল,
কত আশা বাঙ্গালীর সারাটা বরষ |


( ৪ )

পঞ্চমীর দিনে হায়,
পিতা পাগলের প্রায়,
মাতারে শোনান এক ভীষণ পত্রিকা
লেখা আছে সেই পত্রে,
শুধু তিন চারি ছত্রে,
শয্যাগত পতি মম হ’য়ে বিসূচিকা |


( ৫ )

যাহ আমি  সেইক্ষণে,
“বিজনেরে” ল’য়ে সনে,
কেমন উধাও মন নিরানন্দময় ;
গিয়ে যাহা নেহারিনু,
অন্তরেতে শিহরিনু,
যাতনা নেহারি দুঃখে ভরিল হৃদয় |


( ৬ )

গৃহপূর্ণ বহুলোকে,
বারেক হেরিয়া চোখে,
ভগ্নহিয়া অশ্রু-চোখে বাহিরে আসিয়ে ;
মনে পড়ে কাতরতা,
জাগে মনে ঘোর ব্যথা,
কাঁদিলাম দরদর নীরবে বসিয়ে |


( ৭ )

কতই ভিষক  হায়,
আসে দেখে চ’লে যায়,
আসিলেন পিতা মম উন্মাদ সমান ;
আসিলেন ভগ্নী ভ্রাতা,
বিষাদে ভরিয়ে মাতা,
চিন্তে ভয়ে কাঁপিতেছে সবার পরাণ |


( ৮ )

শ্বশ্রুমাতা লোয়ে মোরে,
বসালেন করে ধ’রে,
পীড়িত ব্যথিত পতি চরম শয্যায় ;
ফুটন্ত গৌরব রবি,
অস্ত যায় শেষ ছবি,
সংসার সমাজ হায় রয়েছে আশায় |


( ৯ )

আহা সে যে কি চাহনি,
কি সাধ্য তব লেখনি !
বর্ণিবারে দৃষ্টি তাঁর নীরব কথন,
মম এ পাষাণ প্রাণ,
ফেটে হোলো খান খান,
মর্ম্মরক্ত অশ্রুরূপে বর্ষে দুনয়ন |


( ১০ )

লেখনী য়ে পড়ে খসি,
 ( আমি কি কাঁদিব বসি ! )
পূর্ণ বর্ষ ক্ষুদ্র শিশু কুমার “বিজন”
এক পা,  এক পা, কোরে,
উপাধান করে ধ’রে,
মা মা কোরে ডাকে, আধ সে বচন |


( ১১ )

কাঁদিয়া হুকর তুলি,
সে রোগ যাতনা ভুলি,
করস্পর্শ করিলেন  বিজনের পিঠে ;
ঘোর  যাতনায় র’ন,
মাঝে মাঝে কথা কন,
“জল জল” মহা তৃষা মিনিটে মিনিটে


( ১২ )

সারা দিবা  নিশা গত,
যাতনা বাড়িছে তত,
দ্বিতীয় দিবসে আসি দেব “বন্ধুবর”
খুলি হৃদি উজ্জ্বলতা,
দেখান স্নেহ মমতা
মহা সেবা সযতনে বসি অতঃপর |


( ১৩ )

আবার রজনী এল,
আবার প্রভাত হোল,
দুই দিনগত  এবে তৃতীয় দিবস ;
কাটিল তৃতীয় দিন,
দিনে দিনে তনু ক্ষীণ,
চতুর্থ দিবস  এল বিকট কর্কশ |


( ১৪ )

কড় কড় ভীমনাদে,
ঘন বৃষ্টি ধারে কাঁদে,
অষ্টমী রজনী ভোর পোহায় পোহায়;
অঘোরে ঘুমায়ে থাকি,
হবে হেন, জানি বা কি ?
ভ্রাতা মম ডেকে তুলে আনেন ত্বরায় |


( ১৫ )

কি করুণ ঊর্দ্ধ আঁখি,
দারুণ যন্ত্রণা  মাখি,
তারপর কি লিখিব ?  লেখনী অচল ;
সকলে বসিয়া পাশে,
পূর্ণচন্দ্র  রাহুগ্রাসে,
ঘন ঘন শ্বাস,  দেহ নিথর নিচল |


( ১৬ )

তারপর, তারপর,
( থর থর কাঁপে কর )
হাহাকার ভীমধ্বনি  শুনিনু কেবল ;
নবীন পিঞ্জর পড়ি,
পাখী তারা গেছে উড়ি,
শ্বশ্রু মাতা পাগলিনী পড়ি ধরাতল |


( ১৭ )

আমি কোথা, আমি কই,
আমিত সেখানে নই,
ভেঙ্গে গেল, যেন এক মধুর স্বপন ;
বিষাদে নিশ্বাসে আসি,
প্রাণেতে রহিল ভাসি,
চেয়েছিনু ভয়ে ধীরে মুদিনু নয়ন,
( মনে পড়ে অতীতের সে দিন ভীষণ | )

.                    *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
বালিকা-যোগিনী
সুশীল মালতী

( ১ )

নিকেতন সন্নিহিত সরোবর তীরে,
বয়সী আত্মীয়া কাঁদি আঘাতিল শিরে ;
বসায়ে মুছিয়া দিল সীমন্তে সিঁদুর,
এলায়িয়ে দিল চির চাঁচর চিকুর |


( ২ )

দূরেতে ফেলিয়া দিল লৌহ খাড়ু খুলে,
যোগিনী সাজালে মোরে বসি সরঃকূলে,
পাষাণ মূরতি আমি অবাক অচল,
মাঝে মাঝে হুহু জ্বলে মম হৃদিতল |


( ৩ )

ভাবি মনে সত্য নহে মিথ্যা এ স্বপন,
“আমি কি বিধবা নারী”  মিথ্যা এ কথন
চারিধারে আঁখি মেলি চাহিনু আবার,
সেই নিদারুণ হায় ভীম হাহাকার |


( ৪ )

কি যেন কি অপমানে, কি যেন কি খেদে,
বালিকা হৃদয় মম উঠিল যে কেঁদে ;
হেলাফেলা বিধবারা আমি হনু তাই,
এ বিশ্ব ঘুরিল চোখে, সব যেন ছাই |


( ৫ )

বরিষা রজনী  শেষে বিবাহ খেলায়,
বাঁধাবাঁধি হোয়েছিনু যুথিকা মালায় ;
শরতে বিচ্ছিন্ন আজ অশ্রুমালা লোয়ে,
এসে বসি পিতৃপদে বুকে শিশু বোয়ে |

.        *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
পিতা-পদে
সুশীল মালতী

( ১ )

ব্রহ্মময়, স্নেহময় পিতা শান্তিময়,
স্নেহে ডাকি তৃপ্ত শান্ত করেন হৃদয় ;
“পুত্রফল” দিনু পায়, বুকে লন তুলে,
বসিয়া ভুলিনু জ্বালা পিতাপদমূলে |


( ২ )

বিবাহ স্বপন মম, স্বপনের বর,
স্বপনের ঘর মম, তারা সব পর ;
পিতা, পিতা, মম পিতা, পিতা মম সব,
পিতা সুখ, পিতা শান্তি, বিষয়, বৈভব |


( ৩ )

পিতার বুকেতে বাজে বৈধব্য-বেদন,
মম মুখে হাসি রাশি সদা ফুল্ল মন ;
আদরের আদরিণী, যোগিনী না রাণী,
চিন্তা না জানিল  কভু মম হিয়াখানি |


( ৪ )

অভাব জানেনি বিজু “দাদু”র আদরে,
পিতারূপী বিশ্বপিতা প্রতি ঘরে ঘরে :
সুখানন্দে কেটে গেল শুভবর্ষ আট,
তারপর আজি চেয়ে দেখি ভবহাট |

.        *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
ধৈর্য্যই শান্তি
সুশীল মালতী

( ১ )

বিধবা হোলেই দুঃখ সেটা মিছা ভুল,
পিতৃঘরে ছিনু আমি যেন ফোটা ফুল ;
দুঃখ-শূল মহাদুঃখ পিতারে হারায়ে,
কি মহা যন্ত্রণা হায় পিতার বিদায়ে |


( ২ )

সংসার বিকট মুখ দেখালে আমায়,
দারুণ বাজিল প্রাণে শিহরি ঘৃণায় :
সংসারে কূট চিন্তা   দিল পরিচয়,
দেখিলাম এ সংসার সব স্বার্থময় |


( ৩ )

অবজ্ঞার লবণাক্ত সিন্ধু-স্নেহে ভাসি,
তৃপ্তিপ্রদ সুধা দয়া বিন্দু অভিলাষী ;
নাহি সে পিতার স্নেহ, পতি পদতল,
দীনা,  মহা  দীনতাই  পার্থিব সম্বল |


( ৪ )

কেঁদে কেঁদে হয়েছিনু পাগলের প্রায়,
নিশিদিন দীর্ঘশ্বাস প্রাণে হায় হায় ;
জগতের পিতা হরি,  হরি অজ্ঞানতা,
ধৈর্য্য মুখে জানালেন শান্তি নীরবতা |


( ৫ )

ঐশ্বর্য্য লইয়া শুধু অস্থায়ী সংসার,
তুলিতেছে ভোগ ভোগ রব হাহাকার ;
সংসারী স্থায়ীধন বুঝে লওয়া ভার,
অস্থি মজ্জা শোণিতেতে ভোগ বাক্য সার  |


( ৬ )

দীনতা “কোথায় হরি দীনবন্ধু”  ডেকে,
দিনে দিনে প্রফুল্লিত পদে প্রাণ রেখে,
ডাকে  আসে দীননাথ দীনহীন পাশে,
কৃপালাভে  দীনরাজা  প্রেমানন্দে ভাসে |


( ৭ )

স্বপন জীবন  শেষ, জাগি দুর্গা স্মরি,
ভবার্ণবে ব্রহ্মপদ তরিবার তরী ;
অশান্তি আশঙ্কা বজ্রে ডরিবে কে আর,
দৃঢ় ধরি মরি নাথ চরণে তোমার |


( ৮ )

অব্যক্ত অচিন্ত ব্যক্ত আপন আত্মায়,
কোথায় খুঁজিব বৃথা রাজিত হিয়ায় ;
আবরণ উন্মোচনে জীবাত্মার ক্ষয়,
পরমাত্মা নিত্যানন্দে মোক্ষলাভ হয় |

.        *************************                    
.                                                                                
সূচি    


মিলনসাগর
*
বন্দনা
সুশীল মালতী

( ১ )

নমি মা  কমলারাণী
.        কৃপাময়ী  বিশ্বমাতা,
অচঞ্চলা হোয়ে ধর
.        আমার  মানস-গাঁথা |


( ২ )

নমি  মা  চরণ  দুটী
.        মধুময়ী  বীণাপাণি !
কৃপায় কুজিল আজি
.        এ  “মন বুলবুল”   রাণী |


( ৩ )

কল্পনে  সঙ্গিনী  নমি
.        দুটী রাঙ্গাপদে তোর,
মরমে  মিশিয়ে সই
.        আজীবন রহ মোর |


( ৪ )

নমি  শ্রীগুরুর  পদ
.        জ্ঞান-ভেলা  ভবার্ণবে,
নমি পতি-দেবতায়
.        স্বর্গগত  প্রেমার্ণবে |


( ৫ )

নমি দেব  “রামকৃষ্ণ”
.        হৃদিনিধি  ব্রহ্মপদে,
কৃপাগন্ধি   সুকমল
.        তমি মম হিয়া-হ্রদে |


( ৬ )

নমি পিতা ব্রহ্মময়
.        ঈশ্বরেতে সন্মিলিত,
নমি মাতা নিত্যদেবী
.        নিত্য পাশে বিরাজিত |


( ৭ )

নমি ভক্তি  ভরে ইষ্ট
.        মহামন্ত্রে  বার বার,
দিব্যজ্ঞানে  হর দেব !
.        অজ্ঞানতা  এ আঁধার |


( ৮ )

এ মন  বুলবুল  যেন
.        নিশিদিন গাহে নাম,
জয় ব্রহ্ম চিদানন্দ
.        শান্তিময় প্রাণারাম  |


জয় রামকৃষ্ণ

.        *************************                    
.                                                                 
সূচি    


মিলনসাগর