এই সমস্ত কথাই তো ঘুরে ফিরে কাঁটার মত বেঁধে শ্রাবণের বৃষ্টির মত আমার . বুক ছুঁয়ে থাকে। এখন তুমি সারাদিন ব্যস্ত হাজার কাজের স্রোতে আমার দু চোখে বৃষ্টি--- ভুল মানুষকে আদর করে ফোটানো নীলপদ্ম জামদানীর নকশায় ঢাকা পড়ে। নির্জন দুপুরে নির্জন ট্রাম লাইনে দাঁড়িয়ে ভাবি--- রোদ্দুর তুমি একবার মেঘ হও, তোমাকে জড়িয়ে তুলে আনি নীল পদ্ম, আর একবার নীলকণ্ঠ হয়ে উঠি শুধু তোমার জন্যে।
পাষাণে নয় পাথরে রেখেছি হাত যদি পাষাণ না হয় গলে পড়বে, যদি মেঘ হয় বৃষ্টি হয়ে ঝরে পড়বে। যদি নদী হয় ধুয়ে নেবো শরীরে জমে থাকা আজীবন ধুলো, পিছনের সমস্ত উত্তাপ, কলুষ, রোদ, যদি তুমি বলো--- সাঁতার জানি না ডুবে যাবো আমি একাই অহল্যা হব অহমিকার উত্তাপ জুড়োতে আজন্ম নদীকেই সঙ্গী করব।