কবি অতনু চট্টোপাধ্যায়ের কবিতা
*
জীবন কাহিনী
কবি অতনু চট্টোপাধ্যায়
মিলনসাগরে প্রকাশ ১.৬.২০২২।

বুকে যবে জমে ব্যথা, চোখে নামে বারি,
হৃদয়ে মিছিল করে কবিতার সারি,
মনে কেন দোলা লাগে, অকারনে প্রেম জাগে,
স্মৃতিপটে ভেসে ওঠে অতীত কাহিনী -
শব্দের মালা গাঁথি, সুরে সুরে গান বাঁধি,
জীবনের নদী বাই কভু হাসি কভু কাঁদি।

একে একে চলে যায় কত গুণীজন,
পিছনেতে পড়ে থাকে শোকার্ত স্বজন-
আর থাকে তাঁহাদের জীবনের কাজ,
অমর রবেন ওঁরা, করিবেন রাজ-
রয়ে যাবে ইতিহাসে ওনাদের নাম,
মৃত্যুন্জয়ী ওঁরা, ওঁদের সেলাম।

এ জীবন বড় ছোট পদ্মপাতায় জল,
এই আছে এই নেই সদা টলমল,
মিছে করি অভিমান মিছে করি গর্ব-
দুদিনের  খেলাশেষে সবাই তো মরবো।
যাবেনাকো সাথে কিছু রবেনাকো উঁচুনিচু,
থেকে যাবে স্মৃতি কিছু তোমাদের নিয়ে,
জীবন হবে সফল যদি দাও অশ্রুজল-
আনন্দ রয়ে যাবে বিষাদ ছাড়িয়ে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ঝড় উঠেছে
কবি অতনু চট্টোপাধ্যায়
মিলনসাগরে প্রকাশ ১.৬.২০২২।

ঝড় উঠেছে অন্তরে,
আজ ঝড় উঠেছে বাহিরে -
কাল যারা ছিল মোর প্রিয়জন,
আজ শুনি তারা নাহিরে-
ঝড় উঠেছে অন্তরে,
আর ঝড় উঠেছে বাহিরে।
গাঁয়ের শেষের চালাঘরে,
পাঁচটি মানুষ বসত করে ,
নেইকো ছাদ আজ মাথার পরে,
কেড়ে নিল ঝড় ভয়ংকরে -
ঝড় উঠেছে অন্তরে,
আজ ঝড় উঠেছে বাহিরে।
প্রভু তুমি নাকি মঙ্গলময়,
কেন তবে এত দুঃখ ও ভয়-
কেন  থামেনা এ মৃত্যুমিছিল,
কেন এত ঝড় বয়?
ডাকছে মানুষ এসোগো ধরায়-
দাও সবে বরাভয়,
মুছে দাও কালো, এনে দাও আলো-
আর তো সময় নাহিরে,
ঝড় উঠেছে অন্তরে,
আর ঝড় উঠেছে বাহিরে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
তুমি
কবি অতনু চট্টোপাধ্যায়
মিলনসাগরে প্রকাশ ১.৬.২০২২।

বৈশাখের আগুন ঝরা রোদে, মোড়ের
মাথায় তুমি বেঁকে গেলে -
বুকের মাঝে একটা ফুল ছড়ানো রঙিন ছবি রেখে গেলে।
আশেপাশের ভাগ্যবানেরা পেল তোমার পারফিউমের সুবাস,
দুনিয়া ভুলে আমি মিস করলাম অফিস যাবার বাস -
কি হতে পারে তোমার নাম ভেবেছি অনেক,
আলগা খোঁপায় থেমেছিল হাওয়া ক্ষনেক-
বৈশাখী রোদ ঝিম মেরেছিল পিচে,
তোমার পায়ের রুপোর মলের নীচে,
তোমার চোখের রোদচশমার টানে,
পাঁচটা দুপুরে দাঁড়িয়েছি এইখানে-
তোমরা বোধহয়  একবারই চলে যাও,
নাকি তুমি ছিলে শুধু এক মরীচিকা
কল্পনা ছিল মনে, তাই দিলে দেখা ,
থাকনা সেটুকু গোলাপি স্বপ্ন হয়ে-
তুমি থাকো মনে, আমি থাকি একা একা।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
নতুন বছর এল
কবি অতনু চট্টোপাধ্যায়
মিলনসাগরে প্রকাশ ১.৬.২০২২।

আবার একটা নতুন বৈশাখ এলো -
পলাশের ডালে ডালে এখনো লেগে আছে রঙ,
আসছে কালবৈশাখী, সবকিছু হবে এলোমেলো,
কালকে দেখেছি শিব গাজনের সং।
রোদের আগুন জ্বালা ধরায় চোখে -
কি জানি কিসের বিরহ বিধেছে বুকে,
তাইকি কোকিল ডেকেছে গাছের ফাঁকে ,
জানিনা কবে যে দেখতে পাবো তাকে,
আমায় ডেকে যে লুকিয়ে পড়েছিল।
খুঁজেছি অনেক পাহাড় নদীর ধারে,
পাইনিকো  তারে  গহন বনের পারে,
বসে আছে সে তো আমার বুকের মাঝে,
মনের ভিতরে আঁখির পলক মেলো।
জমে থাকা যত মনের ময়লাগুলো,
তোমার পরশে সবকিছু মুছেফেলো।
পুরনো যা কিছু উড়িয়ে পুড়িয়ে দিয়ে-
আবার একটা নতুন বছর এল।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
পৃথিবীটা পাল্টে গেছে
কবি অতনু চট্টোপাধ্যায়
মিলনসাগরে প্রকাশ ১.৬.২০২২।

পৃথিবীটা কেমন যেন পাল্টে গেছে -
মানুষগুলো মরে গেছে,
হাঁসি ঢাকা পড়ে গেছে,
কাছের মানুষ, চেনা মানুষ
সবাই দুরে সরে গেছে -
পৃথিবীটা কেমন যেন পাল্টে গেছে ।
যখন তখন বর্ষা নামে অঝোর ধারে,
আগুন লেগে জঙ্গল যায় ছারেখারে,
মরুর মাঝে বরফ পড়ে,
মানুষ মরে দারুন ঝড়ে,
মেরুদেশে বরফ গলে, ধ্বংস আসে কাছে-
পৃথিবীটা কেমন যেন পাল্টে গেছে।
শহরগুলো গ্রাস করেছে গ্রামের মাটি,
খাবার কিছুই মেলেনাকো এখন খাঁটি,
বাঁচতে হলে জয়েন করো একটা পার্টি,
রাজনীতিতে নীতিএখন হারিয়ে গেছে-
পৃথিবীটা কেমন যেন পাল্টে গেছে।
ধর্ম এখন ব্যবসাদারি, ছড়ায় দ্বেষ
হানাহানি মারামারির নেইকো শেষ,
মরছে মানুষ, নেতারা সব আছেন বেশ-
সন্ন্যাসীরা সিংহাসনে বসে গেছে,
পৃথিবীটা কেমন যেন পাল্টে গেছে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
প্রেম
কবি অতনু চট্টোপাধ্যায়
মিলনসাগরে প্রকাশ ১.৬.২০২২।

প্রেম দিবসে ছড়িয়ে আছে
রাস্তাঘাটে ভালোবাসা,
হাসি খুশি ছেলেমেয়ের
উড়ে উড়ে যাওয়া আসা।
এই প্রেম তো ভীষণ সহজ,
যখন তখন ভাঙে গড়ে-
ছেলেমেয়ে কেউ জানে না
কখন কোথায় এসে পড়ে।
কারো প্রেমে ফসল ফলে,
সারাজীবন সাথে চলে-
কেউবা হলো ছন্নছাড়া,
ব্যর্থ প্রেমের গর্তে পড়ে।
এসব কিছুর উর্ধে আছে
ঈশ্বরীয় ভালোবাসা
সবার মাঝে আছেন তিনি
হৃদয় মাঝে তাঁহার বাসা
ধর্ম জাতি নির্বিশেষে
সবার প্রাণে একই ভাষা,
একই খুশি, একই হাসি,
একই দুঃখ, একই আশা।
মানুষকে তাই বাসরে ভালো ,
ভুলে যারে সাদা কালো ,
মনের মাঝে  জ্বালিয়ে আলো ,
প্রেমসাগরে নৌকো ভাসা।
কৃষ্ণ প্রেমে মাতোয়ারা -
নিতাই হলেন পাগলপারা,
সেই প্রেমেতে প্রেমের ঠাকুর
রাম ও কৃষ্ণে একাকারা।
সেই প্রেমেতে ডোবার মজা
হাসতে নয়ক, কাঁদতে পারা-
আয়না সবাই সেই প্রেমেতে
আজকে হবো আত্মহারা।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ফেরা
কবি অতনু চট্টোপাধ্যায়
মিলনসাগরে প্রকাশ ১.৬.২০২২।

বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া কর্ম,
আজ বুঝিয়াছি নিজের জায়গা, নিজের বাড়ির মর্ম।
এখানে অনেক কমবেশি আছে,
মানুষে মানুষে ঘেষাঘেষি আছে,
পাড়া পড়শিতে রেষারেষি আছে,
আর আছে বহু গোলমাল
তবু এটা মোর জন্মের মাটি,
অর্ধ জীবন এইখানে কাটি,
পরিবার ছেড়ে গিযেছিনু চলে,
ফেলে রেখে মোর পৈতৃক বাটী-
মায়ের কান্না বাবার হতাশা,
দেখিনি কিছুই চোখে ছিল আশা,
ভেবেছিনু মনে কিছুদিন পরে
আসবই ফিরে, আপনার ঘরে,
হেসেছিল সেই ভাগ্য বিধাতা,
তার মনে ছিল আর কোন কথা,
ষাট বছরের গন্ডি পেরিয়ে,
পাকা চুল আর চশমা পরিয়ে,
তিরিশ বছর চাকরি করিয়ে,
বছর দুয়েক করোনা ভরিয়ে,
শেষে দিল সেই ঘরেতে ফিরিয়ে-
অনেক বছর পরে,
আবার পেয়েছি বন্ধু স্বজন,
বাড়িতে এখন আমরা দুজন
ছেলেরা রয়েছে প্রবাসে এখন
সামনে ওদের নতুন জীবন
আমরা বাঁচব নিজের মতন
শান্তিতে নিজ ঘরে।
যদিও আগের কলকাতা নেই,
তবুও এখনো বন্ধু পেলেই-
পাড়ার রোয়াকে সকলে এলেই,
আড্ডা জমবে সেরা-
মনে হবে ঠিক স্বর্গ এখানে,
এ শহর ছেড়ে আর কোনখানে-
মজা নেই তাই মুম্বাই ছেড়ে,
বৃদ্ধ বয়েসে ফেরা।
অনেক তো হলো পরের চাকরি,
এবার কদিন নিজে মজা করি-
এখন আমরা দুই বুড়ো বুড়ি,
আর আমাদের ডেরা-
সময় ফুরালে অন্তিমকালে,
রেখ মা তোমার চরণকমলে,
এই বাংলার ধরণীর পরে,
মায়া দিয়ে ঘেরা গ্রামে ও শহরে,
তোমার আশিসে আগামী জনমে ,
হয় যেন মোর ফেরা।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
*
মন খুঁজে ফেরে
কবি অতনু চট্টোপাধ্যায়
মিলনসাগরে প্রকাশ ১.৬.২০২২।

মন -
খুঁজে ফেরে শুধু বন্ধু সারাক্ষণ,
পথ চেয়ে থাকে জানলার পাশে-
কখন বন্ধু পথ ভুলে আসে,
হঠাত কখনো একঘেয়ে রাতে
আসে বন্ধুর ফোন,
মন -
খুঁজে ফেরে সেই বন্ধু সারাক্ষণ।

যার সাথে যত ভাব তত আড়ি,
যার সাথে বাঁশি নিয়ে কাড়াকাড়ি -
সেই বন্ধুটা আজ চড়ে গাড়ি,
চেনে না কেন এখন-
মন,
খুঁজে ফেরে সেই বন্ধু সারাক্ষণ।

একটা বন্ধু ইউরোপে থাকে-
চারতলা বাড়ি তালা দিয়ে রাখে,
মা বাবা এখন নবনিড়ে থাকে,
মাঝে মাঝে করে ফোন।
মন -
খুঁজে ফেরে সেই বন্ধু সারাক্ষণ।

বড় রাস্তার চায়ের দোকানে,
যে ছেলেটা বসে সে আমায় জানে-
টেবিল বাজিয়ে ইস্কুলে গানে,
মেলাত গলা তখন-
মন,
খুঁজে ফেরে সেই বন্ধু সারাক্ষণ ।
আরো আছে কত ছড়িয়ে ছিটিয়ে,
জীবন দৌড়ে এগিয়ে পিছিয়ে-
কেউ আছে কেউ গিয়েছে হারিয়ে,
স্মৃতি রয়ে গেছে আগের মতন,
মন -
খুঁজে ফেরে সেই বন্ধু সারাক্ষণ।

বন্ধুরা কেন বড় হয়ে যায়,
দুষ্টুমি ছেড়ে গম্ভীর হয়
কেউ সুখে থাকে কেউ দুখে রয়
কেন হয় এতো পরিবর্তন,
মন -
খুঁজে ফেরে সেই বন্ধু সারাক্ষণ ।

পাতা ঝরে যাওয়া শীতের সকালে
চন্দন ফোঁটা  পরিয়ে কপালে
বন্ধুকে কাঁধে নিয়ে গেল চলে
কান্না পেল তখন-
মন,
খুঁজে ফেরে সেই বন্ধু সারাক্ষণ ।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
মানে বোঝা সোজা নয়
কবি অতনু চট্টোপাধ্যায়
মিলনসাগরে প্রকাশ ১.৬.২০২২।

চাঁদা মাছ খেতে ভালো, চাঁদা দিতে ঝামেলা,
বাঁধা গতে গাওয়া গান, সুরে বাঁধা সুরেলা।
ধোঁকা খায় বোকারা, প্রিয় ধোঁকা ডালনা ,
কালনাতে মামা থাকে, আজ যাবো কাল না।
কৈ মাছ খেতে ভালো পকেটেতে টাকা কৈ?
সই করা চেক ভালো , এস বস মোর সই।
মা’র কাছে আব্দার, মাঝে মাঝে মার সই,
বই ভরা জ্ঞান আছে, জ্ঞান বই  জ্ঞানী কৈ।
বসন্তে কোকিল ডাকে, ডাকে এল চিঠি ঐ,
কাঁচ ভাঙে খান খান, পেট পুরে খান দই ।
বই পড়া খুব ভালো, খাট থেকে পড়া নয়
মানে মানে কেটে পড়ো, মানে বোঝা সোজা নয়।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
যদি না আসে সকাল
কবি অতনু চট্টোপাধ্যায়
মিলনসাগরে প্রকাশ ১.৬.২০২২।

আমাদের ছেলেবেলা মেয়েবেলা জুড়ে,
কত স্মৃতি মনে আসে শুধু ঘুরে ফিরে -
পাড়ায় ক্রিকেট খেলা ইটেন গার্ডেনে,
বৃষ্টিতে ফুটবল মা’র কথা না শুনে-
রকে বসে আড্ডা রূপসীর পথ চেয়ে,
ফিক করে হেসে যেত ঘোষেদের মেজমেয়ে
কে যে তার টার্গেট যেত নাকো বোঝা,
চোখের ইশারা বোঝা ছিলনাকো সোজা।
তিরিশ বছর বাদে আজ সব বুড়ো ,
চোখেতে চশমা দিই লোকে ডাকে খুড়ো।
চোখাচোখি হলে পথে রায়গিন্নী হাসে,
বদমাশ বন্ধুটা জোর করে কাশে।
বেশ লাগে ফিরে যেতে সেইসব দিনে,
নিতে পারো কেউ কি সে সময়কে কিনে?
দিতে পারি যদি চাও লাখ লাখ টাকা
জানি তবু পারবেনা - রকে হবে ফাঁকা,
সময় যায়না  কেনা, বিজ্ঞানও ফেল
জনম মরণ সব সময়ের খেল্ ।
পৃথিবীর রকে বসে দুদিনের আড্ডা,
সন্ধ্যা পেরিয়ে রাত নামলেই গাড্ডায়
পড়ব তো সকলেই আজ নয় কাল
আজ সন্ধ্যায় হেসে নাও তাই,  যদি না আসে সকাল?

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর