কবি নীলিম গঙ্গোপাধ্যায় - জন্মগ্রহণ করেন তৎকালীন বিহারের ধানবাদ শহরে, যা অধুনা ঝাড়খণ্ড
রাজ্যের অন্তর্গত। তাঁদের বাড়ী আসানসোলে। পিতা কালাচাঁদ গঙ্গোপাধ্যায় ও মাতা আশা দেবী।
কবির পড়াশুনা বর্ধমান বাঁকুড়া দুই জেলায় তিন গ্রামের তিন পাঠশালায়। তুলসীরানি, ইষ্ট্রান রেলওয়ে,
আসানসোল থেকে তিনি স্কুলের পাঠ শেষ করেন। বি বি কলেজ, আসানসোল এবং সিটি কলেজ, কলকাতা
থেকে কলেজ শিক্ষা শেষ করে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ায় কর্মজীবন অতিবাহিত করেন।
কলেজে পড়াকালীন কবিতা গল্প লেখা এবং পত্রিকা প্রকাশের কাজে যুক্ত হওয়া শুরু হয়। নিজেদের পত্রিকা
'ঋত্বিক' ছাড়াও পরবর্তী "নতুন শতক," "দেখা", এই মূল দুই পত্রিকার পাশাপাশি আরো অনেক পত্রিকাতেই
গল্প কবিতা উপন্যাস লেখা এখনো অব্যাহত রয়েছে। নীলিম গঙ্গোপাধ্যায় মূলত লিটিল ম্যাগাজিনের লেখক।
খুব উঠেপড়ে না লিখেও তাঁর লেখার দশের অধিক পুস্তকাকার হয়েছে। তাঁর ছোট গল্পগুলি নিয়েও আরো
কয়েকটি বই হয়ে যায়।
কবির রচনাসম্ভারে রয়েছে উপন্যাসের মধ্যে “মাধুরী মালতী মেজবৌদি” (২০০১), “মাঝদুপুরের আঁধার
আলো”, "ছয় অনেক কথা কয়", “কালখণ্ডে কয়েকজন”, “বার্তা বহুবিধ” প্রভৃতি। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে
“নীলিমের চার (আশির দশক), “অ্যানাকোণ্ডা ও অন্যান্য সাপগুলি” (১৯৯৯), “এক মুঠো খেজুর” (অনুবাদ
গল্পগ্রন্থ, ২০১৫) প্রভৃতি।
কবির গানের সংকলন “নীলিম গানগুলি” (২০০১) এবং কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “বিএ-১৩, চিরন্তনী পার্ক”
(২০১৬), “অচ্ছুত মহাফেজখানা” (২০১৭), “বালাই ষাট” (২০২০) প্রভৃতি।
মিলনসাগরে এই পাতা প্রকাশের পূর্বে কবির ৬টি কবিতা আমরা আমাদের "প্রতিবাদী কবিতার দেয়ালিকা"
সংকলনে প্রকাশিত করেছি।
আমরা মিলনসাগরে কবি নীলিম গঙ্গোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- কবির সঙ্গে সোস্যালমিডিয়ায় যোগাযোগ ও হোয়াটসঅ্যাপের মাধ্যেম আদান-প্রদান।
কবি নীলিম গঙ্গোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৪.৩.২০২২ ^^ উপরে ফেরত
...