কবি গীতিকার বিজয় মাহাতোর গান ও কবিতা
*
বেঙ্গল বলে ‘তুই ছোটো’, বিহার বলে ‘দূর হঠো
কবি বিজয় মাহাতো  ( অথবা সুনীল মাহাতো )
স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া


বেঙ্গল বলে ‘তুই ছোটো’, বিহার বলে ‘দূর হঠো’,
তবে ঝাড়খন্ড কি ঝাঁপ দিবেক জলে ?
বাঙ্গালী বলে ভাই, বিহারী ভাই যেন টুকু বলে !
শাল মহুল বনে ঘেরা, তাও কেন সকল হারা
পাহাড়ে পর্বতে ঘেরা, তাও কেন সকল হারা
কারখানায় কার খানা চলে ?
হামদেরই বিজলী কারখানা
মেঘের উপর তার টানা
কলকাতায় পাখা চলে হে
টাউনে টাউনে বাতি জ্বলে হে
বাঙ্গালী ভাই, বিহারী ভাই দে না টুকু বলে

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ও বাবুর মা গঅ ই বাবুর মা গঅ
কবি বিজয় মাহাতো
স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া

ও বাবুর মা গঅ ই বাবুর মা গঅ
ইবার আমি বাবু হয়েছি
একটাও পাশ দিই নাই তবু
মাস্টারি তো পাইছি
পাথর ভাঙা আর মজুর খাটার তরে
যাতে হবেক নাই বউ---
বলছি সত্যিকরে
বাজারের ঐ “বাবুর কাজে জবাব দিয়ে দিয়েছি”

ইস্কুলে নাই গেলেও বহু মাসে মাসে বেতন পাবো
তোকে দামী শাড়ি বাসতেল আর গন্ধ সাবুন কিনে দেব
থোতনা ফুলাই থাকিস না আর অনেক কষ্ট পাইছি
ও বাবুর মাগো, ই বাবুর মাগো
পাশ করা বাবুরা মিছাই ঘুরে
চাকরী পাবার কথা শুনে ওরা জ্বলে পুড়ে মরে
‘বিপনা বিপনা’ বলত লোকে
এখন ‘বিপিনবাবু’ হয়েছি
ও বাবুর মাগো, ই বাবুর মাগো, এবার আমি বাবু হয়েছি |

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর