তুন্ তুবুড়ির মিঁয়াও কবি এখ্ লাসউদ্দিন আহমদ উথ্বানপদ বিজলী সম্পাদিত এপার বাংলা ওপার বাংলার ২০০ কবির ২০০ ছড়া ও কবিতা থেকে নেওয়া।
তুন্ তুবুড়ির মিঁয়াও ছিলো দুটি রংটি গায়ের সাদায় কালোয় বুটি, পথ চলতেই জড়িয়ে ধরে পা ধমক দিলে কথাই শোনে না | রোজ দুপুরেই ভীষণ সুবোধ লক্ষ্মী দুষ্টুমি বা, কিংবা কোন ঝক্কি--- করতো না সে, রান্নাঘরের দোরে ধ্যান করতো ভীষণ ধৈর্য ধরে |
তুন্ তুবুড়ির মিঁয়াও ছিলো দুটি দুষ্টুমিতে তার ছিলো না জুটি | . **************** . সূচিতে . . .