কবি এখ্লাসউদ্দিন আহ্ মদ-এর ছড়া ও কবিতা
*
যাবই যাব মাগো
কবি এখ্ লাসউদ্দিন আহমদ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সরল দে সম্পাদিত “পাঁচশো বছরের কিশোর কবিতা”
থেকে নেওয়া।

এবার আমি যাবই যাব মাগো
পেরিয়ে সাত সাগর তেপান্তর
আমার উপর যতই তুমি রাগো
এমন দিনে থাকব না আর ঘর |

আকাশ নীলে আমার পক্ষীরাজ
ছুটবে বেগে ঝড়ের পাশে পাশে
সামনে পিছে ঘন মেঘের বাজ
জয়ধ্বনি দেবে মা উল্লাসে |

পেছন হতে যে যাই করুক মানা
দেখাক না ভয় সত্যি-দানোর বেশে
আজকে আমি শুনব নাকো মানা
যাবই যাব ঘুমপরিদের দেশে |

সেথায় গিয়ে গাইব আমি মাগো
তুফান সুরে ঘুমভাঙানি গান
বলবো হেঁকে দস্যু দামাল জাগো
বুলবুলিরা নিচ্ছে লুটে ধান |

নতুন সুরে উঠবে সবাই কাঁপি
ঘুমপরিরা ভুলবে রাতের ঘুম
ছিনিয়ে নিয়ে ঘুমঢুলুনির ঝাঁপি
বলব হেঁকে আর নেবো না চুম |

শুনব না আর ঘুমপাড়ানি ছড়া
গাইব এবার ঘুমভাঙানি গান
বুলবুলিদের বাঁধব কষে দড়া

আর দেব না সোনার আমন ধান |

.                  ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
তুন্ তুবুড়ির মিঁয়াও
কবি এখ্ লাসউদ্দিন আহমদ
উথ্বানপদ বিজলী সম্পাদিত এপার বাংলা ওপার বাংলার ২০০ কবির ২০০ ছড়া ও
কবিতা  থেকে নেওয়া।

তুন্ তুবুড়ির মিঁয়াও ছিলো দুটি
রংটি গায়ের সাদায় কালোয় বুটি,
পথ চলতেই জড়িয়ে ধরে পা
ধমক দিলে কথাই শোনে না |
রোজ দুপুরেই ভীষণ সুবোধ লক্ষ্মী
দুষ্টুমি বা, কিংবা কোন ঝক্কি---
করতো না সে, রান্নাঘরের দোরে
ধ্যান করতো ভীষণ ধৈর্য ধরে |

তুন্ তুবুড়ির মিঁয়াও ছিলো দুটি
দুষ্টুমিতে তার ছিলো না জুটি |

.                  ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
বৈঠকী ছড়া
কবি এখ্ লাসউদ্দিন আহমদ
শক্তি চট্টোপাধ্যায় ও এখ্লাসউদ্দিন আহমদ সম্পাদিত “দুই বাংলার ছড়া” থেকে নেওয়া।

অষ্ট প্রহর জাহির করেন প্রাণটা দেশের, দশের
ঠ্যাকনা দিতে একাই তিনি সুনাম কিম্বা যশের
কিন্তু কচিৎ মওকা পেলেই
তেলের পিপে বেবাক ঢেলেই
গোছান আখের ভিজিয়ে দু’পা ইমিডিয়েট বসের,

কথায় কথায় হুট বলতি তাগেন তিনি হাতিয়ার,
গাল গল্পে বাঘ ভাল্লুক মারেন এবং হাতি, আর
পাশ ফিরতে উজির নাজির
প্যায়দা পাইক করেন হাজির
কিন্তু হেঁ-হেঁ রাতের বেলা আমসি বুকের ছাতি তার |

.                  ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর