কবি কৌশিক বিশ্বাস - জন্মগ্রহণ করেন মেদিনীপুর শহরে। পিতার কাজের সূত্রে খুব ছোটবেলাতেই
হাওড়ার আন্দুলে চলে আসেন। তারপর থেকে সেখানেই থেকে পড়াশোনা করেছেন।
স্কুলের গণ্ডি টপকে, ইংরাজি সাহিত্য নিয়ে ভর্তি হন আমহার্স্ট স্ট্রীট সিটি কলেজে। কলেজেই প্রথম
সাহিত্যের প্রেমে পড়তে শুরু করেন আর তারপর ধীরে ধীরে লেখা। এরপর সাংবাদিকতার চাকরীতে ঢুকে,
বেশ কয়েকবছর লেখালিখির পাঠ শিকেয় উঠে গিয়েছিল। আবার নতুন করে শুরু করেছেন।
তিনি মনে করেন যে তাঁর কবিতায় 'প্রেম' প্রচ্ছন্নভাবে থাকলেও থাকতে পারে।
তাঁর কবিতা এই প্রথম প্রকাশিত হচ্ছে।
আমরা মিলনসাগরে কবি কৌশিক বিশ্বাসের কবিতা তুলে আনন্দিত।
উত্স - কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।
কবি কৌশিক বিশ্বাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - biswaskoushik04@gmail.com
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৮.০৯.২০১৫
...