কবি নীতীশ রায় - তাঁর মূল কর্মক্ষেত্র নবদ্বীপ।
১৯৭৯ সালে তাঁর সঙ্গে যোগাযোগ হয় সি.পি.আই.এম.এল. দলের এবং ১৯৮২ সালে তিনি দলে যোগদান
করেন পশ্চিমবঙ্গ গণশিল্পী পরিষদে।
১৯৮২-১৯৮৩ সাল নাগাদ সাঁওতালী গ্রামে বিয়ের ব্যবস্থা দেখে লেখেন “দেরে নানা দেরে নানা দেরে নিয়া”
গানটি। কাঁচড়াপাড়ায় অনুষ্ঠিত সৃজনী উত্সবের জন্য রচনা করেন তাঁর ভীষণভাবে জনপ্রিয় “যতো হামলা
করো” গানটি। কানোরিয়া আন্দোলনেও এই গানটি গাওয়া হোতো। সেখানে “হামলা করো” বদলে “চ্যালেঞ্জ”
হয়ে যায়। অনেক পরে ২০০৬ সালে, তাঁদের দলের অনেকেই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত হবার
ফলে, গানটি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দেলনেরও “থীম-সঙ্গ” হয়ে পড়ে!
তাঁর কোনো প্রথাগত সঙ্গীতশিক্ষা নেওয়া হয়নি। বর্তমানে তিনি গণ সংস্কৃতি পরিষদের সর্বক্ষণের কর্মী।
আমরা কবি রাজেশ দত্তর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কবি নীতীশ রায়ের এই পাতাটি তৈরী করার সবরকম
তথ্য, আমাদের দেবার জন্য তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে। আমরা আরও কৃতজ্ঞ শ্রী চিররঞ্জন পালের
(+৯১৯৪৩৪৫১৬৮৯৮) কাছে তাঁর নানাভাবে এই পাতাটি তৈরী করতে সাহায্য করার জন্য। স্বপন
দাসাধিকারী সম্পাদিত “এবং জলার্ক” থেকে ০২.০৬.১৯৯৭ তারিখে প্রকাশিত “যুদ্ধ জয়ের গান”, গ্রন্থ থেকে
তথ্যাদি নেওয়া হয়েছে। আমরা তাঁদের কাছেও কৃতজ্ঞ।
আমরা মিলনসাগরে কবি নীতীশ রায়ের গান ও কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টার সার্থকতা।
উত্স - ভবিষ্যতের ইশারা : নীতীশ রায়, স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান, ১৯৯৭।
কবি নীতীশ রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির ফেসবুক পাতা - https://www.facebook.com/nitish.ray.1272?fref=ts
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৭.১১.২০১৫
পরিমার্জিত সংস্করণ - ২.৯.২০১৮
...