রজনীকান্ত সেনের গান ও কবিতা
*
পরশ লালসে, অবশ আলসে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ বিলাপে ] –র অন্তর্ভুক্ত

মানিনী

॥ বেহাগ, একতালা॥
        
*
এস এস কাছে, দূরে কি গো সাজে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ বিলাপে ] –র অন্তর্ভুক্ত

সফল মরণ

॥ লাউনি, ঝাঁপতাল॥
       
*
আর কি আমারে দিতে পারে সে মনোবেদনা
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ বিলাপে ] –র অন্তর্ভুক্ত

চির-মিলন

॥ বেহাগ, কাওয়ালী॥
  
*
তাই ভালো, মোদের
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ বিলাপে ] –র অন্তর্ভুক্ত

তাই ভালো

॥ জংলা, কাহারোয়া॥
    
*
আর কি ভাবিস্ মাঝি ব’সে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ বিলাপে ] –র অন্তর্ভুক্ত

বেলা যায়

॥ বাউলের সুর, খেমটা॥
    
*
(আমি) যাহা কিছু বলি, ---সবি বক্তৃতা
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ প্রলাপে ] –র অন্তর্ভুক্ত

তিনকড়ি শর্ম্মা

॥ ভৈরব, গড় খেমটা॥
    
*
মানুষের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে পুরো পাঁচ হাত লম্বা
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ প্রলাপে ] –র অন্তর্ভুক্ত

জেনে রাখ

॥ মিশ্র বিভাস, কাওয়ালী॥
          
*
হয় নি কি ধারণা, বুঝিতে কি পার না
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ প্রলাপে ] –র অন্তর্ভুক্ত

জাতীয় ঊন্নতি

॥ বসন্ত বাহার, জলদ একতালা॥
   
*
আঃ যা কর, বাবা, আস্তে, ধীরে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ প্রলাপে ] –র অন্তর্ভুক্ত

হজমী গুলি

॥ কীর্ত্তন-ভাঙ্গা সুর, গড় খেমটা॥
               
*
তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থ থেকে
কবির তৃতীয় পুত্র ভূপেন্দ্রনাথের ক্যাপিলারি ব্রংকাইটিস রোগে মৃত্যুর পর লেখা।

তোমারি

॥ আলেয়া মিশ্র, তেওরা॥

তোমারি দেওয়া প্রাণে, তোমারি দেওয়া দুখ,
তোমারি দেওয়া বুকে, তোমারি অনুভব।
তোমারি দু’নয়নে, তোমারি শোকবারি,
তোমারি ব্যাকুলতা, তোমারি হা  হা  রব।
তোমারি দেওয়া নিধি, তোমারি কেড়ে নেওয়া,
তোমারি শঙ্কিত আকুল পথ চাওয়া।
তোমারি নিরজনে ভাবনা আনমনে,
তোমারি সান্ত্বনা, শীতলসৌরভ।
আমিও তোমারি গো, তোমারি সকলি ত,
জানিয়ে জানেনা, এ মোহ-হত চিত,
আমারি বলে কেন, ভ্রান্তি হ’ল হেন,
ভাঙ্গ এ অহমিকা, মিথ্যা গৌরব।
মিলনসাগরের নামে হয়ে ওঠো সৌরব।
.                      *************************          

রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর