রজনীকান্ত সেন-এর "সদ্ভাব কুসুম" কাব্যগ্রন্থের কবিতা
*
গুরুগৃহে করি’ শাস্ত্রপাঠ-সমাপন
কবি রজনীকান্ত সেন
সদ্ভাবকুসুম (১৯১৩) কাব্যগ্রন্থের কবিতা

গুরু ও শিষ্য

গুরুগৃহে করি’ শাস্ত্রপাঠ-সমাপন,
বন্দিয়া বণিক-পুত্র গুরুর চরণ,

ধীরে ধীরে, সবিনয়ে কহে মৃদুভাষে,
“অনুমতি হয় যদি, যাই নিজ বাসে ;
কিন্তু এর ভিক্ষা আছে, চরণের দাস
সামান্য দক্ষিণা দিতে করে অভিলাষ।”

গুরু হাসি কহে, “বত্স, দক্ষিণা কি হবে?
আমার অভাব কিছু নাহি এই ভবে।”
শিষ্য বলে, কান্তি তব কাঞ্চন-সন্নিভ,