মনোদুঃখ কবো কায়
কবি রাসবিহারী মুখোপাধ্যায়
॥ মল্লার, একতালা॥
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান কাব্য সংগ্রহ ( ১৯০৫ ) থেকে নেওয়া |


মনোদুঃখ কবো কায় |
দুঃখ কে বুঝিবে এই দুঃখময় ধরায় |
পিতা কপালদোষে কাপালিক প্রায়,
লিপ্ত আছেন কুলক্ষ্মীর সেবায়,
আজন্ম পালিয়ে,              এ সব কুলমেয়ে,
বলি দিবেন কুলময়ীর পায় |
আমরা অবলা যুবতি, কী হইবে গতি,
না দেখি সুহৃদ এ ভুবনে ---
কঠিন পিতা মাতা তায়,
স্নেহমমতায় জলাঞ্জলি দিল দুজনে,
( কেবল ) ভ্রাতৃজায়াগণের দাস্যবৃত্তি করে,
পোরা উদর পোষি আজীবন ভরে,
আছি ভ্রাতার মুখ চেয়ে ভ্রাতা পাছে
কোনো ত্রুটি পায় |
সদা মরি মনস্তাপে,     না জানি কী পাপে,
পাপিনী জেনেছে বিধাতায় |
তাতে, পাপ ভেবে চিতে,  পাপিনীদের হাতে,
দেবে দ্বিজে নাহি অন্ন খায় |
হায়, মোদের যে যমপতি,   সবার করে গতি,
চক্ষু খেয়ে নাহি দেখে এ যুবতি,
বুঝি মরা দেবীবরে               থেকে যমঘরে,
নিতে বারণ করে যম-রাজায় ||

.                ******************     
           

  
.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
কবি রাসবিহারী মুখোপাধ্যায়ের কবিতা ও গান
*
আর আমার কাজ কী বিয়ের সাজ
সুর – কৃষ্ণকান্ত পাঠক
কবি রাসবিহারী মুখোপাধ্যায়
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান কাব্য সংগ্রহ ( ১৯০৫ ) থেকে নেওয়া |


আর আমার কাজ              কী বিয়ের সাজ,
পরিয়ে বৃদ্ধকালে |
শিশু বরের পাশে,                 কোন বা রসে,
ঘোমটা দিব পাকনা চুলে |
গায়ে দিয়ে নামাবলি,        গাই শিব-নামাবলি,
নিয়েছি মালার থলি হস্তে তুলে,
ভালো ফসল ফল বল্লালিতে
মিলল বর এক কচমাছেলে |
হায় লাঠি ভর করিয়ে,    এ শিশু বরকে নিয়ে,
কেমনে ঘুরবো আমি কলাতলে,
ওকে বলব বা কী বলবে বা কী,
বলবে বা কী এয়োকুলে |
আমার এ অন্তকালে,       ওর শুভদৃষ্টি হলে,
ছেলেটি ডরাবে এ চাঁদ-মুখ দেখিলে,
নিয়ে দুগ্ধের বর, কল্লে ঘর,
ডাকবে সে ঠাকুরমা বলে ||

.                ******************    
            


.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
যাই লো সই
কবি রাসবিহারী মুখোপাধ্যায়
সুর—কৃষ্ণকান্ত পাঠক
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান কাব্য সংগ্রহ ( ১৯০৫ ) থেকে নেওয়া |


যাই লো সই, ওই অসুরে বুড়ো হেরে ডরে মরে |
দিলে কাশটা সে আকাশটা ফাটে,
কাঁপে লাঠির বাঁশটা ধরে |
সাজায়ে পাটকাপড়ে, আটকায়ে মুকুট শিরে,
বললে মায় দেখিস বরে নয়ন-ভরে,
দেখি পাটে সে মাথাটা ঢেকে,
পাটে বসেছে ঠাট করে মোটকা সব ঘটকা এসে
শুনালে চোটকা ভাষে,
বুড়োটা ঠোঁট কাঁপায়ে হাস্য করে,
আমি অন্তরেতে ডরি লো,
তার মন্ত্র কইতে দন্ত লড়ে ||

.                ******************                


.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
কুল-মেয়ে কেন কান্দো গো বিরলে
কবি রাসবিহারী মুখোপাধ্যায়
॥ ললিত, আড়া॥
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান কাব্য সংগ্রহ ( ১৯০৫ ) থেকে নেওয়া |


কুল-মেয়ে কেন কান্দো গো বিরলে |
কী দোষে হয়েছে দোষী কী চুরি করিলে ||
বলো কোন দুরাচারে,      তুমি সরলা বালারে,
এ কঠোর কারাগারে, অবিচার দিলে ||
নেত্রে বহে বারিবিন্দু,            মলিন বদনইন্দু,
নাই কোনো সিন্দুর-বিন্দু, সুন্দর কপালে |
কেন যেন কাঙালিনি,        থাক দিবস যামিনী,
কেউ তোমার কি নাই দুঃখিনী, এ মহীমণ্ডলে |
দিন কাটাও দাসীভাবে,    ভ্রাতৃবধূর পদ সেবে,
নিশায় কাতর ভেবে ভেবে, কোন পাপফলে |
অনাথা কুলীনের মেয়ে,      কী খেদ তব হৃদয়ে,
দেখো কেন রয়ে রয়ে, সধবা সকলে ||

.                ******************                


.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
বল্লালি তুই যা রে বাঙালা ছেড়ে
কবি রাসবিহারী মুখোপাধ্যায়
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান কাব্য সংগ্রহ ( ১৯০৫ ) থেকে নেওয়া |


বল্লালি তুই যা রে বাঙালা ছেড়ে |
ডুবল ভারত কদাচারে
সোনার বাঙালা যায় রে ছারেখারে |
ভ্রুণহত্যা সঙ্গে করে, ব্যভিচার তুই যা রে মরে
পাপস্রোতে ভাসালি রে বঙ্গ-মায়েরে
অপার পাথারে |
কমলিনী সমাজে সব কুলীনের মেয়ে,
অনাথিনী বেসে থাকে মলিনা হয়ে,
ওরে ওদের দশা মনে হলে,
দুঃখেতে পাষাণ গলে, কেউ নাই ওদের ধরাতলে,
সদা মনানলে জ্বলে মরে |
শ্রোত্রিয় বংশজ বংশ গেল রে নিপাত,
ওরে কুমারী কুলীন-কুমারী করে অশ্রুপাত,
ওরে বিদ্যাশূন্য বৃহস্পতি,
তারা বলে সমাজপতি, ঘটক সনে করে যুক্তি,
দম্ভে কাঁপায় বঙ্গ পদভরে ||

.                ******************                


.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
মেল ভাঙো মেল ভাঙো কুলীন সবে
কবি রাসবিহারী মুখোপাধ্যায়
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান কাব্য সংগ্রহ ( ১৯০৫ ) থেকে নেওয়া |


মেল ভাঙো মেল ভাঙো কুলীন সবে |
তবে সে মঙ্গল হবে,
সমাজেতে রবে হে গৌরবে |
মেলে মেলে নাহি মিল,
ইথে কীরে ফল বলো, মিল মেলে মিলে মিল,
জাতি কুল সকলই রহিবে |
ঘরে ঘরে কুল-মেয়ে দুঃখে ভেসে যায়,
( ওরে ) কেমনে দেখো নয়নে পাষাণের প্রায়,
( ওরে ) বলো বলো খড়দ ফুলে,
কী গৌরবে আছো ফুলে,
দেশ নাশিলে সমূলে,
আর কত কাল রবে এ গৌরবে !
সযতনে অন্নদানে কুলকন্যাগণ,
( ওরে ) মূক-শুকপাখিসম করেছ পোষণ,
( ওরে ) তাতে কেন হয়ে ব্যাধ,
সে পাখি জীয়ন্তে বধো,
ওদের কিবা অপরাধ,
কেন এত বাদ সাধো তবে ||

.                ******************                


.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
বহুদিন পরে এসেছি
কবি রাসবিহারী মুখোপাধ্যায়
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান কাব্য সংগ্রহ ( ১৯০৫ ) থেকে নেওয়া |


বহুদিন পরে এসেছি, চিনি নাকো শ্বশুরবাড়ি
কোন পথে যাইব মাগো বিশ্বনাথ বারড়ির বাড়ি |
যারা ছিলো ছেলেপিলে, তাদের হল ছেলেপিলে,
বিয়ে করেই গেলুম ফেলে, বয়ে গেল বছরকুড়ি ||
বাড়ি ঘর তা নাহি চিনি,
( কেবল ) শ্বশুরেরই নামটি জানি,
উত্তরেতে বাগানখানি, সুপারি সব সারি সারি |
বাড়ির মধ্যে একচালা,
তারই মধ্যে হাঁড়ি চুলা, কক্ষে নিয়ে ভিক্ষার ঝোলা,
বেড়িয়ে বেড়ায় বাড়ি বাড়ি |
দ্বিজ রাসবিহারী বলে,
আর তো হাসি রাখতে নারি,
তুমি যাকে মা বলিলে,  সে বটে তোমারই নারী ||

.                ******************                


.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আয় লো আমরা কুলীন বাড়ির বিয়ে সবাই দেখতে যাই
কবি রাসবিহারী মুখোপাধ্যায়
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান কাব্য সংগ্রহ ( ১৯০৫ ) থেকে নেওয়া |


আয় লো আমরা কুলীন বাড়ির বিয়ে
.                            সবাই দেখতে যাই,
তোরা এমন বিয়ে দেখিস নাই |
শুনেছিস দানসাগর বিয়ে, ওদের বিয়ের ঘটে তাই
নইলে নিদান-পক্ষে বৃষোত্সর্গ,
একটি বত্স চারিটি গাই,
( দিবে ) এক বরেই চারিটি মেয়ে
লোকের মুখে শুনতে পাই,
( আহা ) ওদের কেমন কঠিন হিয়া,
পিতা মাতার দয়া নাই ||

.                ******************                


.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
গেল রে ভারত রসাতলে
কবি রাসবিহারী মুখোপাধ্যায়
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান কাব্য সংগ্রহ ( ১৯০৫ ) থেকে নেওয়া |


( আহা ) গেল রে ভারত রসাতলে |
কিছু বিচার নাইকো হিন্দুর দলে |
অনিয়মের বাধ্য হয়ে সকল স্বেচ্ছাচারে চলে
( এ পাপ ) সমাজের কেউ কর্তা নাইকো !
সাধ্য কী কে কারে বলে,
জমিদার ধনিগণ আছে দুষ্ট লোকের করতলে |
দেখো শ্রেষ্ঠ লোকের অন্নকষ্ট
মতির হার বানরের গলে,
বিদ্যাশূন্য ভট্টাচার্য কতই আছে মোদের দলে |
তারা সমাজের আগ্রগন্য কতই কুকাজ তলে তলে
রাসবিহারী কয় মাটি ফাটো
আমি যাব তোমার তলে |
তখন ধরণি কয়, কীরূপ ফাটি,
গলিত তোমার নয়নজলে ||

.                ******************                


.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
কার পানে বা চাবে পিত এ দুঃখিনী কুলমেয়ে
কবি রাসবিহারী মুখোপাধ্যায়
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান কাব্য সংগ্রহ ( ১৯০৫ ) থেকে নেওয়া |


কার পানে বা চাবে পিত এ দুঃখিনী কুলমেয়ে |
কী ধন দিয়ে যাও হে তুমি,
রেখে যাও হে কার করে আশ্রয়ে
ভ্রাতা নহে ভ্রাতার মতো,
সে যে জায়ার অনুগত,
( আর ) দাসী হয়ে রবো কত,
ভ্রাতৃ-বধূর মুখ চেয়ে |
অনাথিনী তনয়ারে, আজীবন পালন করে,
শেষে পিত কার করে যাও হে তারে সমর্পিয়ে |
চিরদুঃখ ভোগের তরে, কেন পুষেছিলে মোরে,
( এখন ) তুমি চললে তোমার ঘরে,
দুঃখিনীরে ভাসাইয়ে ||

.                ******************                


.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*