কবি শহীদ কাদরী – বাংলাদেশের স্বনামধন্য কবি। তিনি বিদেশে চিকিত্সা প্রতিষ্ঠানে কর্মরত।
তাঁর কবিতার প্রধান বিষয় প্রেম। ছন্দ নৈপুণ্য, গভীর মানবিক বোধ এবং ভাষার নিজস্বতায় তিনি
বাংলাদেশর মান্য কবি।
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “উত্তরাধিকার” (১৯৬৭), “তোমাকে অভিবাদন প্রিয়তমা” (১৯৭৪), “কোথাও
কোনো ক্রন্দন নেই” (১৯৭৮) প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি শহীদ কাদরীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স --- কবি শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
কবি শহীদ কাদরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৮.০৪.২০১৫
পরিবর্ধিত সংস্করণ - ২৩.০৯.২০১৬
...