কবি অমল নায়েক-এর গণসঙ্গীত
*
একবার আইসো ফিরে রবি ঠাকুর
কথা - মেদিনীপুর জেলার কবি অমল নায়েক
সুর - গোপাল অধিকারী
শিল্পী - শুভেন্দু মাইতি
“মঈনুদ্দীন কেমন আছ” (১৯৯৫) সি.ডি.-র গান। শুনে লেখা।


একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের এই গাঁয়ে
ছিটা ব্যাড়ার ঘরে আইসো তালপাতা এই ছাঁয়ে গো
আমাদের এই গাঁয়ে . . .

খাবো সুখে পান্তা পিয়াঁজ গামছা ধুতি পরনের সাজ
ঘাম ঝরায়ে চাষবাসের কাজ করবো বুঝি বয়ে গো
আমাদের এই গাঁয়ে . . .

মজুরি তো/সব ফুরায়ে যায় বিকি কিনির হাটে
ধুকে ধুকে কাল কাটে ভাই কেবল খাটে খাটে গো . . .

বৌয়ের ব্যামো বিটির বিয়া
ব্যাটা যে রয় বেকার হইয়া গো . . .
কলম তোমার ব্যাথায় কেঁপে
ঝলসাইয়ে ফের উঠবে গো . . .

একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের এই গাঁয়ে . . .

আরো কোমর বেন্ধে লড়বো তখন
এই আঁধার ঘুচাতে
তোমার কমলা করীম কেষ্টা উপেন
পিলসূজ এদের সাথে গো . . .

ওগো রবি সুরের ছটায়
মন রাঙায়ে দাও না মাতায়
তোমার নতুন বিজয় গান
গাইবো শির উঁচায়ে গো . . .

একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের এই গাঁয়ে . . .

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর