কবি দুর্গাপ্রসাদ মুখোটির কবিতা |
প্রত্যাদেশ কবি দুর্গাপ্রসাদ মুখোটি কবির একমাত্র রচনা গঙ্গামাহাত্য কাব্য গঙ্গা-ভক্তি-তরঙ্গিণী কাব্যের অংশ। কবিতার বিষয়, আত্মকাহিনী ও কাব্যরচনার হেতু নির্দেশ। সুকুমার সেন সম্পাদিত বাংলা কবিতা সমুচ্চয় ১৯৯১ থেকে নেওয়া। ধুয়া। সুরধুনি তব মায়া জানে কোন জন . . কোন ভাবে কারে তুমি কর মা তারণ। নবদ্বিপ নিবসতি নরেন্দ্র ভূপতি পতি গোষ্ঠিপতি পতি তারে বলে তাঁর অধিকার ধাম দেবীপুত্র আত্মারাম মুখুটি বিখ্যাত মহীতলে। খড়দ কুলের সার বলিষ্ঠ তুলনা যার জায়া অরুন্ধতী ঠাকুরাণী কি দিব উপমা তার শিবা শিবা অবতার ব্যবহারে হেন অনুমানি। তাহার তনয় দীন শ্রীদুর্গাপ্রসাদ ক্ষীণ দারা যাঁর হরিপ্রিয়া সতী প্রত্যাদেশ হয় তারে ভাষাগান রচিবারে স্বপনে কহিলা ভগবতী। কোটি চন্দ্র শোভা যেন জাহ্নবীর রূপ হেন ব্রাহ্মণ বালিকা বেশ ধরি নানা আভরণ গায় রতন নূপুর পায় বিচিত্র বসনখানি পরি। কহেন করুণাময়ী শুন হরিপ্রিয়া কই ভাষায় আমার গান নাই তোমার পতিরে কবে প্রকাশ হইবে তবে যে বাঞ্ছা করিবে দিব তাই। আমার সঙ্গিনী ছিলে সেবা দোষে জন্ম নিলে আর জন্ম হবে না তোমার দেব দ্বিজ নিজ পতি তাতে তোর নিষ্ঠামতি দেখি দয়া হয়েছে আমার। তোমারে যে শ্রদ্ধা করে সুখ মোক্ষ দিই তারে নিন্দিলে আমার নিন্দা হয় এ কথা পণ্ডিত বিনে বুঝিবে কি বুদ্ধিহীনে শক্তি নিন্দা করা মত নয়। সুস্বপ্ন দেখিয়া সতী প্রভাতে উঠিয়া অতি ভক্তি ভাবে পতিরে বরিলা নিবাস উলায় যার শ্রীদুর্গাপ্রসাদ তার কথা শুনে ভাবিতে লাগিলা॥ . ************************ . সূচিতে . . . মিলনসাগর |