কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতা |
হায় কোথা সেইদিন কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় "কর্মদেবী" কাব্য থেকে নেওয়া। হায় কোথা সেইদিন ভেবে হয় তনু ক্ষীণ, এ যে কাল পড়েছে বিষম | সত্যের আদর নাই, সত্যহীন সব ঠাঁই, মিথ্যার প্রভুত্ব পরাক্রম || সব পুরুষার্থ-শূণ্য কিবা পাপ কিবা পূণ্য, ভেদজ্ঞান হইয়াছে গত | বীর-কার্যে রত যেই, গোঁয়ার হইবে সেই, ধীর যিনি ভিরুতায় রত || নাহি সরলতা লেশ, দ্বেষেতে ভরিল দেশ, কিবা এর শেষ নাহি জানি | ক্ষীণ দেহ, ক্ষীণ মন, ক্ষীণ প্রাণ, ক্ষীণ পণ, ক্ষীণ ধনে ঘোর অভিমানী || হায় কবে দুঃখ যাবে, এ দশা বিলয় পাবে, ফুটিবেক সুদিন-প্রসূন | কবে পুনঃ বীর-রসে, জগত ভরিবে যশে, ভারত ভাস্বর হবে পুনঃ? আর কি সেদিন হবে, একতার সূত্রে সবে, বদ্ধ রবে মননে বচনে? পূজিবে সত্যের মূর্তি, প্রণয় পাইবে স্ফূর্তি সুখদ সরল আচরণে? . *********************** . সূচীতে . . . মিলনসাগর |
দিবাবসানে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় "কুমারসম্ভব" কাব্য থেকে নেওয়া। উমার প্রতি শঙ্কর আরক্তঅপাঙ্গধর তব নেত্রে দিনকর পদ্মকান্তি করিয়ে স্থাপন, দিবসে সংহার করে ধাতা যথা যুগান্তরে জগতেরে করেন হরণ || অস্তমিত দিনকর- করে শোভে মনোহর তব পিতৃ-প্রর্বত-নির্ঝর | ইন্দ্রধনু-শোভাচয় করিয়াছে পরাজয়, অই দেখ শীকরনিকর || চক্রবাক চক্রবাকী মুখেতে মৃণাল-চাকী গ্রীবাভঙ্গ প্রিয়-অভিমুখে, সরোবরে ধীরে ধীরে, ক্রমে গেল দূর নীরে বিরহে বিলাপ করে দুঃখে || শল্লকী-তরুর-ক্ষীর- গন্ধে সুবাসিত নীর, তাহে অলিবদ্ধ সরোরুহ, সারা দিবসের পরে, সেই নীর পান তরে চলিয়াছে মাতঙ্গসমূহ || অই দেখ প্রাণপ্রিয়ে, পশ্চিম দিগন্তে গিয়ে অস্তগত ভানু মহোদয়, দীর্ঘ প্রতিবিম্বচ্ছলে, কেমন সরসীজলে রচিছে সেতু স্বর্ণময় || দীঘল-দশনধর অরণ্য-বরাহবর দন্তে ভাঙ্গি' বিস-কিশলয়, প্রগাঢ় পঙ্কেতে যত তাপ করি অপগত উঠিতেছে ত্যজি হ্রদচয় || হের অই তরু 'পর স্বর্ণ-বর্ণ-পুচ্ছধর বসিয়াছে শিখী রূপরীশি, দিবা-অবসানকালে, দিনকর-করজালে সেই কি ফেলিল সব গ্রাসি? ভানুর কীরণ-জল পরিগতে নভঃস্থল, কিছু শুষ্ক সরসীর প্রায়, পূর্বদিকে তমোরাশি, ক্রমে সঞ্চারিল আসি যেন পঙ্কসম দেখা যায় || উটজ অঙ্গনে চলি, যেতেছে কুরঙ্গাবলী তরুপূঞ্জ-মূল সিক্ত জলে, আসে যজ্ঞধেনুগণ, প্রজ্বলিত হুতাশন, কিবা শোভা আশ্রম-সকালে || শিহরিছে সিরসিজ বদ্ধ করি কোষ নিজ ক্ষণদার আগমন-ক্ষণে, তথাপি সে কিছু স্থান ভ্রমরে করিতে দান রাখিতেছে প্রীতিফুল্ল মনে ||... হৃদয়-সংগত তানে মিলাইয়ে সাম-গানে সহস্রেক বন্দনার সনে, কিরণোষ্ণপায়িগণ করিছেন সংসতবন অগ্নিগত ভানুর কিরণে || . *********************** . সূচীতে . . . মিলনসাগর |