কবি অকিঞ্চন দাসের বৈষ্ণব পদাবলী |
একদিন একাকিনী ভাগ্যবতী নন্দরাণী ভণিতা দীন অকিঞ্চন ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদসংখ্যা-২৯৩৫, ৮১৪-পৃষ্ঠা। একদিন একাকিনী ভাগ্যবতী নন্দরাণী করিছে মঞ্জুষা সাজন। হেনকালে তথা হরি সুবলেরে সঙ্গে করি উপজিয়া জননীরে কন॥ এ পেটিকা কার তরে সাজাইছ যত্ন করে দিবে মা দাদায় কি আমারে। রাণী কহে উত্কৃষ্ট তোমাদের আছে কৃষ্ণ এ মঞ্জুষা দিব রাধিকারে॥ বলি রাণী আন কাজে গেলে নানা করি ব্যাজে সুবলেরে বান্ধিতে কহিলা। সেই অবকাশে হরি নিভৃতে মন্ত্রণা করি মঞ্জুষা ভিতরে লুকাইলা॥ সুবল পেটিকা আঁটিল হেনকালে রাণী আইল কৃষ্ণ কোথা জিজ্ঞাসে তখন। সুবল কহয়ে মাই পথপানে গেছে ভাই ভণয়ে দীন অকিঞ্চন॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |