কবি অকিঞ্চন দাসের বৈষ্ণব পদাবলী
*
হেন কালে আয়ান তথায়
ভণিতা অকিঞ্চন দাস
১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”,
পদসংখ্যা-২৯৪৮, ৮১৮-পৃষ্ঠা।


হেন কালে আয়ান তথায়।
আসি প্রণমিল যশোদায়॥
রাণী কহে হয়ে হৃষ্ট মন।
এ মঞ্জুষা পূর্ণ আভরণ॥
রাধিকারে দিতে অভিপ্রায়।
লয়ে যাও বহিয়া তথায়॥
অভিমন্যু হরষিত মনে।
প্রণমিল রাণীর চরণে॥
শিরে করি পেটিকা লইল।
ধীরে ধীরে বাহির হইল॥
কহে কবি দীন অকিঞ্চন।
শ্রীকৃষ্ণের মঞ্জুষায় গমন॥

.           *************************         
.                                                                             
সূচীতে . . .   
       

মিলনসাগর