কবি জগদ্বন্ধু ভদ্রর কবিতা গান ও বৈষ্ণব পদাবলী
*
ছুচ্ছুন্দরীবধ কাব্য
( প্রথম সর্গ )
কবি জগ
দ্বন্ধু ভদ্র
মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমৃতাক্ষর ছন্দে রচনা করেন “মেঘনাদ বধ” কাব্য। সেইসময়ে
এই নতুন ধরণের ছন্দের রচনা নিয়ে বাংলা সাহিত্য জগতে আলোড়ণের সৃষ্টি হয়। কবি
জগ
দ্বন্ধু ভদ্র, যশোহরে থাকাকালীন মাইকেল মধুসূদন দত্তর “মেঘনাদ বধ” কাব্যের প্যারডী
বা অনুকরণে, “ছুছুন্দরী-বধ কাব্য”-এর প্রথম সর্গ রচনা করেন। ১২৭৫ বঙ্গাব্দের (অক্টোবর
১৮৬৫) ১২ই আশ্বিনের অমৃতবাজার পত্রিকায় তা প্রকাশিত হয়। ব্যারিষ্টার  মনমোহন
ঘোষ তা পাঠ করে মোহিত হন এবং তিনি মাইকেলকে তা পড়তে দেন। জগবন্ধু ভদ্র  
সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত শ্রীগৌরপদ-তরঙ্গিণী (১৯৩৪), সংকলনের তৃতীয়
পরিশিষ্টে রয়েছে যে, মাইকেল মধুসূদন তা পড়ে বিশেষ সন্তুষ্ট হয়ে বলেছিলেন, “আমার
মেঘনাদবধ একদিন হয় ত বাঙ্গালা সাহিত্য হইতেও বিলুপ্ত হইতে পারে, কিন্তু ছুছুন্দরীবধ
কাব্য চিরদিন অমর হইয়া থাকিবে।” আমরা এই কবিতাটি এখান থেকেই পেয়েছি।


দ্রুহিণ-বাহন সাধু অনুগ্রহণিয়া
প্রদান সুপুচ্ছ মোরে --- দাও চিত্রিবারে
কিম্বিধ কৌশলবলে শকুন্ত---দুর্জ্জয়---
পললাশী বজ্রনখ---আশুগতি আসি
পদ্মগঙ্গা ছুচ্ছুন্দরী সতীরে হানিল ?
কিরূপে কাঁপিল ধনী নখর-প্রহারে,
যাদঃপতি-রোধঃ যথা চলোর্ম্মি আঘাতে।
.        অর্ক্কারুহের তলে বিদ্রুত গমনে---
( অন্তরীক্ষ-অধ্বে যথা কলম্বলাঞ্ছিত,
সুআশুগ-ইরম্মদ গমে সন্ সনে )
চতুষ্পাদ ছুচ্ছুন্দরী মর্ম্মরিয়া পাতা,
অটছে একদা, পুচ্ছ পুষ্প গুচ্ছ-সম
নড়িছে পশ্চাত্ভাগে। হায়রে যেমতি
সুশ্যামল বঙ্গগৃহে কন্যায় শরদে,
বিশ্ব প্রসূ বিশ্বম্ভরা দশভুজা কাছে ---
( ক্ষ্মাভ্রীশ-আত্মজা যিনি গজেন্দ্রাস্যমাতা )
বাজেন চামর লয়ে ঋত্বিক মণ্ডলী।
কিম্বা যথা ঘটিকাযন্ত্রের দোলদণ্ড
ঘন মুহুর্মুহু দোলে। অথবা যেমতি
মধু-ঋতু-সমাগমে আর্যাত্মজালয়ে---
( বিষ্ণু-পরায়ণ যাঁরা ) বিচিত্র দোলনে---
দারু-বিনিস্মিত-দোলে রমেশ হরষে।
কিম্বা যথা আর্কফলা নেড়া শীর্ষে নড়ে,সু
বাদেন মূরজ যবে হরিসঙ্কীর্ত্তনে।
সুবিরল তনুরুহে তনু আবরিত,
শোভে যথা ইন্দ্রলুপ্ত-কীট-ক্ষত নৌলী।
কিম্বা যথা বীতরুহ দ্বিবদশরীর।
লম্বোদর-বাহন মূষিকবপুর-সম
তব সুকুমার কান্তি নবনী-গঞ্জিত।
চারুপাদ-চতুষ্টয় গমন সময়ে
কি সুন্দর বিলোকিতে! হায়রে যেমতি
চতুর্দ্দণ্ড সহযোগে চালায় নাবিক
ক্রীড়াতরী। প্রতিপদে নখর পঞ্চম
অতি ক্ষুদ্র, সহকার-সম্ভুত কীটাণু
যথা, তাহে তির্য্যাগতা সূক্ষ্মতা কিয়তী!
( বেতসদ্রুমের কিম্বা সূচাগ্রতনিষ্ঠ
তথা ন্যব্জ আকর্ষ্যগ্রভাগ সমতূল )

সুদীর্ঘ মস্তক, বসুমিত্রাস্য যেমতি---
কিন্তু অগ্রভাগ সূক্ষ্ম। তীক্ষ্ণ বদরাজি
শ্রেণীদ্বয়ে ব্যবস্থিত বক্ত্র অভ্যন্তরে।
মৌক্তিক প্রলম্ব প্রায় শোভে ঝলমলে,
দ্বিরদ-রদ-নির্ম্মিত-প্রসাধন্যুপম
সে দশন-আবলি, সুষমা কি সুন্দর!
ত্রপ্ষ্ঠাতরুণ্যম্বক-তুল্য নেত্রযুগ,
উন্মীলিত কিম্বা মুকুলিত বোধাতীত।
সিকোমল মধ্যাহ্নার্ক---মরীচিনিকর
অসহ্য সে দৃশে ; ---হায় তিবুসাম্পতিতেজঃ
দিবাভীত-নেত্র যথা না পারে সহিতে।
.        পদ্মগন্ধে! বপুগন্ধে দিক্ আমোদিত
করিয়া গমিছ কোথা ? তোমার সৌরভে
দ্রাক্ষাত্মজা শীধুসতী গুরু বলি মানে ;
দাস-রাজ-তনয়া সুরভিগন্ধি তব
শরীর-সুরভি যদি লভিতেন কভু,
পরিবরতিয়া স্বীয় পদ্মগন্ধা নাম
লইতেন পূতিগন্ধ্য-আখ্যান বিষাদে
( বিসজি প্রতিমা যথা দশমী দিবসে )।
মুনৃষ্যভ পরাশর জীবিত থাকিলে,
সত্যবতী ত্যজি পাণি পীড়িতেন তব
জগতের হিত হেতু মলাদন করি
পেয়েছ সুগন্ধ ; যথা ব্যোমকেশ শূলী
অজব-শিবার্থ তীব্র বিষ অশনিলা।
নিবমিতে ভামিনি! কি সূতিকা আগার
শৈবালাহরণ জন্য অট ইতস্ততঃ ?
পণশালা বিরচিতে সৌমিত্রি-কেশরী---
মহেষ্বাস---উর্ম্মিলা-বিলাসী অটবীতে
আহবিলা পত্রচয় যথা ত্রেতা যুগে।
যাও ধনি যাো চলি বসুধা-গরভে
ত্বরিত, নতুবা নাশ করিবে বায়সে।
হায়রে গরাসে যথা আশী-বিষ ক্রূর
মণ্ডুকেরে ; সৈংহিকেয় অথবা যেমতি
পৌর্ণমাসী অন্তে গ্রাসে অত্র্যক্ষিসম্ভবে ;
কিম্বা মিত্রবর্ণ যশ হরে মধু যথা।
.        ছুচ্ছুন্দরীবধো কাব্য প্রস্তাবনানাম
.                প্রথম সর্গ সমাপ্ত।

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর