কবি যশোরাজ খান - এই কবির একটি মাত্র পদ পাওয়া গিয়েছে। ইনি সম্ভবত গৌড়ের শাসক হুসেন
শাহের রাজত্বকালের কবি ছিলেন।

“রসকল্পবল্লী” পদাবলী সংকলন গ্রন্থের রচয়িতা ও সংকলক কবি রামগোপাল দাস, যিনি গোপাল দাস  
ভণিতায় পদ রচনা করতেন, তাঁর পুত্র পীতাম্বর দাসের রচিত “রসমঞ্জরী” গ্রন্থে যশোরাজ খানের একটি  
ব্রজবুলি পদ সংকলিত রয়েছে। পদটি যশোরাজ খান রচিত  শ্রীকৃষ্ণমঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত ছিল।

এই পদের ভণিতায় পদকর্তা তদানীন্তন গৌড়াধিপতি হুসেন শাহের নাম উল্লেখ করেছেন। তাই পদটি পঞ্চদশ
শতকের শেষ ভাগে রচিত বলে মনে করা হয়। গৌড়ে, হুসেন শাহের রাজত্যকাল ১৪৯৩-১৫১৯ খৃষ্টাব্দ। এই  
গ্রন্থে তাঁর নামের বানান "জসরাজ খান" দেওয়া রয়েছে।

সুকুমার সেন তাঁর বাংলা সাহিত্যের ইতিহাস (১ম) গ্রন্থের ২০৮ পৃষ্ঠায় জানিয়েছেন যে যশোরাজ খান শ্রীখণ্ড
নিবাসী বৈদ্যজাতীয় ব্যক্তি ছিলেন।

আমরা
মিলনসাগরে  কবি যশোরাজ খানের বৈষ্ণব পদাবলী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।


কবি যশোরাজ খানের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।      


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ১১.৪.২০১৭                                                          
...
বৈষ্ণব পদাবলী নিয়ে মিলনসাগরের ভূমিকা     
বৈষ্ণব পদাবলীর "রাগ"      
কৃতজ্ঞতা স্বীকার ও উত্স গ্রন্থাবলী     
মিলনসাগরে কেন বৈষ্ণব পদাবলী ?     
*

এই পাতার উপরে . . .
*

এই পাতার উপরে . . .
*

এই পাতার উপরে . . .
*

এই পাতার উপরে . . .