কবি লোচনদাসের সুলোচন ভণিতার বৈষ্ণব পদাবলী
*
লক্ষ্মী লাগি শচীদেবী কাঁদিয়া দুঃখিতা
ভণিতা সুলোচন
কবি সুলোচন
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ৬৪-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

লক্ষ্মী লাগি শচীদেবী কাঁদিয়া দুঃখিতা।
গুণ বিনাইয়া কাঁদে স্ত্রীগণ-বেষ্টিতা॥
নয়নে গলয়ে নীর ভিজে হিয়াবাস।
শিরে কর হানি ছাড়ে দীঘল নিশ্বাস॥
সর্ব্বগুণে শীলে পহুঁলক্ষ্মী লক্ষ্মী সমা।
নদীয়া নগরে নাহি দিবারে উপমা॥
কেমনে ঘরের যাব একেশ্বরী আমি।
কি লাগিয়া মোরে দয়া পাসরিলে তুমি॥
দেব আরাধনা সজ্জা রহিল পড়িয়া।
আমার শুশ্রূষা কেন গেলা মা ছাড়িয়া॥
আরে রে পাপীষ্ঠ সর্প কোথা ছিলা তুমি।
আমারে খাইতে মোর জীত বধূখানি॥
মোর সেবা করিতে বধীরে নিয়োজিয়া।
বিদেশেতে গেল পুত্র নিশ্চিন্ত হইয়া॥
কেমনে তাহার মুখ চাহিবে অভাগী।
কি করিব প্রাণ তার বধূকে না দেখি॥
এতেক বিলাপ দেখি কহে সুলোচন।
না কাঁদ জননি শোক কর সম্বরণ॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর