কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো। আমাদের ঠিকানা - srimilansengupta@yahoo.co.in
কবি নরহরি - আমরা দুইজন নরহরির সন্ধান পাই।
প্রথম জন নরহরি সরকার ঠাকুর, শ্রীচৈতন্যদেবের পরিকর বা সহচর, গৌড়ের নবাব বা বাদশাহের চিকিত্সক মুকুন্দের ছোটো ভাই। তিনি বর্দ্ধমান জেলার শ্রীখণ্ডের অধিবাসী ছিলেন। কবি লোচন দাস, নরহরি সরকার ঠাকুরের মন্ত্র শিষ্য ছিলেন।
দ্বিতীয় জনের নাম নরহরি চক্রবর্তী। তিনি অষ্টাদশ শতকের প্রথম দিকের, পদকল্পতরুর সংকলক বৈষ্ণবদাসের পূর্ববর্তী ও রাধামোহন ঠাকুরের সমকালীন, বৈষ্ণব কবি-সাহিত্যিক ও ঐতিহাসিক। তিনি “ঘনশ্যাম” ভণিতাতেও পদ রচনা করে গিয়েছেন।
কালের প্রভাবে এই দুই নরহরির অনেক পদই মিশে গিয়েছে। এখন নির্দিষ্টভাবে আর বলবার উপায় নেই কোন পদটি কোন নরহরির। তাই সেই পদগুলিকে আমরা অনির্ষ্ট নরহরির পদ বলে এই পাতায় রাখছি।
এই পাতায় কেবল সকল "নরহরি" ভণিতার পদ রাখা হয়েছে।
নরহরি ও নরহরি দাস ভণিতার পদের সংখ্যা - পাতার উপরে . . . দুই নরহরি কবিই, “নরহরি দাস” ভণিতার থেকে “নরহরি” ভণিতায় অনেক বেশী সংখ্যক পদ রচনা করে গিয়েছেন। কালের প্রভাবে এই দুই নরহরির কিছু গীত যে মিলে গেছে তাতে সন্দেহ নেই। কবি নরহরিদের মোট ১১১৭টি পদ আমাদের হাতে এসেছে। যার মধ্যে নির্দিষ্টভাবে নরহরি সরকার ঠাকুরের ১৪২টি এবং নরহরি চক্রবর্তীর ৮৬৯টি পদ রয়েছে। ১০৬টি পদ রয়েছে যা আমরা অনির্দিষ্ট নরহরির পদ বলে উল্লেখ করেছি। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়নি। এই পদের মধ্যে কিছু পদ, নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোন কবি নরহরির দ্বারাও রচিত হয়ে থাকতে পারে। এর মধ্যে “নর”, “নরহরিয়া” ও “নৃহরি” ভণিতার একটি করে পদ পেয়েছি, যা আমরা “নরহরি” ভণিতার পাতায় দিয়েছি এবং এই তিনটি পদই স্বতন্ত্রভাবে “নর”, “নরহরিয়া” ও “নৃহরি” ভণিতার পাতায় তুলে দিয়েছি।
নরহরি সরকার ঠাকুরের রচনাসম্ভার - পাতার উপরে . . . নরহরি সরকার ঠাকুরের রচনার মধ্যে রয়েছে “ভক্তিচন্দ্রিকা পটল”, “ভক্তামৃত-অষ্টক”, শ্রীকৃষ্ণ ভজনামৃত, নামামৃতসমুদ্র প্রভৃতি। তাঁর পদ প্রথম সংকলিত করেন পদকর্তা গোপাল দাস তাঁর “রসকল্পবল্লী” গ্রন্থে, অসম্পূর্ণ রূপে। পদটি হল “রাই বিপতি শুনি বিদগদ শিরোমণি”। পদটি অষ্টম কোরকের, ১১২ পৃষ্ঠায় দেওয়া রয়েছে। পরে, “হরিবল্লভ” ভণিতার কবি বিশ্বনাথ চক্রবর্তী সংকলিত “ক্ষণদা গীত চিন্তামণি” গ্রন্থের চতুর্দশ ক্ষণদা - কৃষ্ণা চতুর্দশীতে পদটি সম্পূর্ণ রূপে সংকলিত হয়। পদটি শ্রীশ্রীপদকল্পতরুতে নেই।