কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী
*
জয় জয় চণ্ডীদাস গুণভূপ
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৭০-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ মঙ্গল॥

জয় জয় চণ্ডীদাস গুণভূপ।
দ্বিজকুল কমলবন্ধু                             কবিমণ্ডলমণ্ডিত
মহী মাধুরী অপরূপ॥ ধ্রু॥
পরম সরল হিয়                                   প্রবল প্রেমময়
বাশুলী দেবী দেওল উপদেশ।
নিরুপম গৌরী                                শ্যামরস পিবইতে
বাঢ়ল নিশি দিশি উলাস অশেষ॥
মরি মরি কি রীতি                          পিরীতিরস শশধর
তারা সহ রস কো করু ওর।
বিরচয়ে ললিত                                গীত শুনইতে ইহ
অখিল ভুবন-নরনরী বিভোর॥
রসিক সকল সহ                                   সংকীর্ত্তনরত
রাধামোহন চিত উমতায়।
বিদিত চরিত                                  চিত্র ভণ নরহরি
পামর মন কি রহব তছু পায়॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর