কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী |
শ্রীমুখ-শিঙ্গারে বসিয়া সুন্দরী ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী। ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১২৮- পৃষ্ঠা। এই পদটি পদরসসার পুথি থেকে প্রাপ্ত। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। মানভঞ্জন। ॥ তুড়ী॥ শ্রীমুখ-শিঙ্গারে বসিয়া সুন্দরী মুকুর লইয়া মুঠে। ঢীট-নাগর নেহারে বদন রহিয়া রাইয়ের পিঠে॥ বন্ধু সে কালিয়া মেঘের বরণ হেরিয়া মুকুর পাশে। গিম মোড়া দিয়া ফিরিয়া চাহিতে মুখে মুখ দিয়া হাসে॥ কহে নরহরি শুন ল সুন্দরি বন্ধুয়া তোমার প্রাণ। যা বিনে যামিনী যুগ সম গণি তা সনে কিসের মান॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
রজনী প্রভাত তেজি নিজ গৃহ ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৭-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ বিভাষ॥ রজনী প্রভাত তেজি নিজ গৃহ বৃদ্ধ বৃদ্ধ বর পুরুষগণে। সুরুচির শচী অঙ্গনে সবে উপনীত উপজত কত কত রঙ্গ মনে॥ ঠাট রহত কর- লগুড়কৃতাশ্রয় ঘন ঘন নিরখত গৌরতনু। চির দিবসান- ন্তর অতি যতনহি বক্ষে রতন বহু মিলল জনু॥ স্নেহ সুবিবশ কোই কহে বিহি প্রতি পূরণ কর মনরথ সগরে। মদধিক হউ পর- মায়ু সতত রহু সুন্দর ইহ নদীয়া নগরে॥ কোই কহত কর জোড়ি বিষ্ণু প্রতি করহ কটাক্ষ মিশ্রতনয়ে। কাহুক কহু বহি- রঙ্গ সকলে করু প্রীতি নিরত জনু গুণ ভণয়ে॥ কোই কহত কৈ- লাসনাথ প্রতি বৃদ্ধি রকহ প্রতি অঙ্গছটা। জগ ভরি রহুক কীর্ত্তি হউ সম্পদ দূর করু দুর্জ্জয় অশুভ ঘটা॥ কোই কহত সর- স্বতী প্রতি পণ্ডিত করহ অজয় জনু ন হই কদা। কোই কহত ভগ- বতী প্রতি নরহরি প্রাণ নিমাইক নিরখে সদা॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |