কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী
*
শ্রীমুখ-শিঙ্গারে বসিয়া সুন্দরী
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১২৮-
পৃষ্ঠা। এই পদটি পদরসসার পুথি থেকে প্রাপ্ত। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি।


মানভঞ্জন।
॥ তুড়ী॥

শ্রীমুখ-শিঙ্গারে                                বসিয়া সুন্দরী
মুকুর লইয়া মুঠে।
ঢীট-নাগর                                       নেহারে বদন
রহিয়া রাইয়ের পিঠে॥
বন্ধু সে কালিয়া                                 মেঘের বরণ
হেরিয়া মুকুর পাশে।
গিম মোড়া দিয়া                             ফিরিয়া চাহিতে
মুখে মুখ দিয়া হাসে॥
কহে নরহরি                                    শুন ল সুন্দরি
বন্ধুয়া তোমার প্রাণ।
যা বিনে যামিনী                                 যুগ সম গণি
তা সনে কিসের মান॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রজনী প্রভাত তেজি নিজ গৃহ
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৭-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি।

॥ বিভাষ॥

রজনী প্রভাত                                      তেজি নিজ গৃহ
বৃদ্ধ বৃদ্ধ বর পুরুষগণে।
সুরুচির শচী                                অঙ্গনে সবে উপনীত
উপজত কত কত রঙ্গ মনে॥
ঠাট রহত কর-                                    লগুড়কৃতাশ্রয়
ঘন ঘন নিরখত গৌরতনু।
চির দিবসান-                                ন্তর অতি যতনহি
বক্ষে রতন বহু মিলল জনু॥
স্নেহ সুবিবশ                              কোই কহে বিহি প্রতি
পূরণ কর মনরথ সগরে।
মদধিক হউ পর-                                মায়ু সতত রহু
সুন্দর ইহ নদীয়া নগরে॥
কোই কহত কর                               জোড়ি বিষ্ণু প্রতি
করহ কটাক্ষ মিশ্রতনয়ে।
কাহুক কহু বহি-                                 রঙ্গ সকলে করু
প্রীতি নিরত জনু গুণ ভণয়ে॥
কোই কহত কৈ-                                  লাসনাথ প্রতি
বৃদ্ধি রকহ প্রতি অঙ্গছটা।
জগ ভরি রহুক                                কীর্ত্তি হউ সম্পদ
দূর করু দুর্জ্জয় অশুভ ঘটা॥
কোই কহত সর-                              স্বতী প্রতি পণ্ডিত
করহ অজয় জনু ন হই কদা।
কোই কহত ভগ-                              বতী প্রতি নরহরি
প্রাণ নিমাইক নিরখে সদা॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গৌরস্নেহভরে গর গর গাত
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৭-পৃষ্ঠা। এই পদ কোন
কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ ধানশী॥

গৌরস্নেহভরে গর গর গাত।
মুদিত বৃদ্ধগণ নিশি পরভাত॥
নিজ নিজ পরিজন কহল বিশেষ।
শুনইতে সো সব উলস অশেষ॥
গৌরদরশ বিনু রহই না পারি।
তেজল শেষে বাঁধিল বল ভারী॥
করই লগুড় কর কাঁপই অঙ্গ।
নিরখত নরহরি নিরুপম রঙ্গ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন মোর বাণী না জানি কি হবে
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৮-পৃষ্ঠা। এই পদ কোন
কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ সুহই॥

শুন মোর বাণী না জানি কি হবে হইনু নিপট্ট বুড়া।
আমাদের প্রাণধন সরবস নিমাই পরাণ জুড়া॥
ওহে সদাই দেখিতে সাধ।
চলিতে শকতি নাই তেঁই দুঃখ বিধা করিলে বাদ॥ ধ্রু॥
পূজহ দেবতা, দ্বিজে দেহ দান, চিন্তহ সদাই হিত।
নানা উপহার পাঠাহ যতনে যাহাতে তাহার প্রীত॥
নরহরি সহ যাইয়া শচীরে শিখাহ মঙ্গলক্রিয়া।
নিমাইর বড় বিষম আঁখুটি ঘুচাবে শপথ দিয়া॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি মরি গৌরাঙ্গচাঁদের চরিতে
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৮-পৃষ্ঠা। এই পদ কোন
কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ সুহই॥

আহা মরি মরি গৌরাঙ্গচাঁদের চরিতে কেবা না ঝুরে।
নদীয়া নিবাসী নিশি অদরশে পরাণ ধরিতে নারে॥
শুতিয়া স্বপনে, আন নাহি জানে, মানে সবরস গোরা।
রজনীপ্রভাতে গোরা গোরা বলি জাগিয়া সে রসে ভোরা॥
বৃদ্ধ বৃদ্ধ যত পুরুষ প্রকৃতি উপমা নাহিক কারু।
কত না যতনে কেবা সিরজিল স্বভাব চরিত চারু॥
নরহরিপহুঁ নিছনি সে সব বৃদ্ধ পরিজন পাশে।
গোরা-স্নেহভরে গর গর কিছু কহে সুমধুর ভাষে॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন হে সুমতি অতি নিরজনে
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৮-পৃষ্ঠা। এই পদ কোন
কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ বিভাষ॥

শুন হে সুমতি অতি নিরজনে কহিয়ে গুপত কথা।
বরজে বরজ-পতি-সুত বুঝি প্রকট হইল এথা॥
নদীয়া নগরে হেন নাহি কেহ না ঝুরে উহার গুণে।
শ্রীবাস মুরারি আদি যত তারা না জীয়ে দরশ বিনে॥
শান্তিপুরবাসী অদ্বৈত তপস্বী সতত এথায় রহে।
কিবা সে মধুর গুণ যারে তারে কত না যতনে কহে॥
আহা মরি মরি হেন অপরূপ বালক হবে কি আর।
নরহরি সরবস গোরাচাঁদে করহ গলার হার॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন ওহে সতি নদীয়া-বসতি সফল হইল মোর
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৮-পৃষ্ঠা। এই পদ কোন
কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ বিভাষ॥

শুন ওহে সতি নদীয়া-বসতি সফল হইল মোর।
এ বুড়া বয়সে বিহি সকরুণ সুখের নাহিক ওর॥
এ দুটী নয়ান ভরি নিরখিল শচীর নিমাইচাঁদে।
তিল আধ তারে না দেখি বিষম সদাই পরাণ কাঁদে॥
বালাই লইয়া মরি যেন হেন না দেখি না শুনি আর।
বিবিধ বিধানে দেব আরাধিয়া মানাবে মঙ্গল তার॥
অনেক যতনে দিবে ধন গ্রহ পূজিব দৈবগণে।
শচীর মন্দিরে করহ মঙ্গল যাহ নরহরি সনে॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু শুভক্ষণে পোহাইল নিশি
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৮-পৃষ্ঠা। এই পদ কোন
কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ বিভাষ॥

আজু শুভক্ষণে পোহাইল নিশি।
আনন্দে মগন নদীয়াবাসী॥
দেখিতে গৌরাঙ্গচাঁদেরে স্নেহে।
ধাঞা আইসে সব শচী গেহে॥
আঙ্গিনার মাঝে বিলসে গোরা।
জগজনমননয়নচোরা॥
পরিকর শোভে সকল দিশে।
উড়ুপতি বিধু উপমা কি সে॥
কিছু স্মৃতি নাই কাহার মনে।
সবাকার আঁখি ও মুখপানে॥
নরহরি এক মুখে কি কবে।
নিজ নিজ রসে উলসে সবে॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
অদ্বৈতঘরণী সীতা ঠাকুরাণী কেবল রসের রাশি
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৯-পৃষ্ঠা। এই পদ কোন
কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ বিভাষ॥

অদ্বৈতঘরণী সীতা ঠাকুরাণী কেবল রসের রাশি।
অনিমিখ আঁখে, নিরিখে সুন্দর, গৌরমুখের হাসি॥
ও নব চরিত ভাবিতে ভাবিতে, হইসা পূরব পারা।
ধৈরজ ধরিতে নারয়ে যুগল নয়নে বহয়ে ধারা॥
কত কত কথা উপজয়ে চিতে স্নেহেতে আতুর মতি।
যতন করিয়া করে উপদেশ সেরূপ শচীর প্রতি॥
অশেষ আশিষ দিয়া প্রশংসয়ে সুখের নাহিক পার।
নরহরি কহে এ সব চরিত বুঝিতে শকতি কার॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রজনীপ্রভাতে শচীদেবী চিতে আনন্দের নাহি ওর
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৪৯-পৃষ্ঠা। এই পদ কোন
কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ বিভাষ॥

রজনীপ্রভাতে শচীদেবী চিতে আনন্দের নাহি ওর।
ও মুখ নিরখি নারে সম্বরিতে নয়ানে বহয়ে লোর॥
সীতার চরণে ধরিয়া যতনে কহয়ে মধুর বাণী।
কেবল ভরসা তোমাদের ওগো ভাল মন্দ নাহি জানি॥
আপন জানিয়া নিমাইচাঁদেরে সতত প্রসন্ন হবা।
চির আয়ু হৈঞা সুখে থাকে যেন এই সে আশিষ দিবা॥
কেহ নাহি মোর কত নিবেদিব এ শিশু আঁখির তারা
এই করো যেন ঘরে থাকে সদা ঘুচায়ে চঞ্চল ধারা॥
আর বলি বিশ্বরূপ মোর এই নিমাই জীবন প্রাণ।
তিল আধ যেন না হয় বিচ্ছেদ এই বর দিবে দান॥
এইরূপ কত কহিয়া তুরিতে করায় মঙ্গল নীত।
নরহরি এক মুখে কি কহিবে অতুল মায়ের প্রীত॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর