কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী |
শুন শুন প্রাণসখি তোমারে বলিয়ে গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫০-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ যথারাগ॥ (বিভাষ) শুন শুন প্রাণসখি তোমারে বলিয়ে গো ধন্য এই নদীয়া বসতি। ত্রেতায় কৌশল্যা দেবী দ্বাপরে যশোদা গো কলিযুগে শচী ভাগ্যবতী॥ ধন্য জগন্নাথ মিশ্র জগতে বিদিত গো যার সুপুণ্যের সীমা নাই। তার এ গৃহিণী পতি- ব্রতা স্নেহবতী গো যার হেন তনয় নিমাই॥ জগতজননী মেন ইহারে বলিয়ে গো এরূপ স্বভাব আছে কার। শিশু উপদ্রব এত সহিতে কে পারে গো জগতে উপমা নাহি যার॥ না জানিয়ে কোন দেব অনুগ্রহ কৈল গো তেঁই সে হইল এবে ভাল। নহিলে এ নরহরি পরাণ নিমাই গো বড়ই বিষম ক্ষেপা ছিল॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নিমাইচাঁদের কথা তোমারে বলিয়ে গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫০-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ যথারাগ॥ (বিভাষ) নিমাইচাঁদের কথা তোমারে বলিয়ে গো নিমাই ক্ষেপার শিরোমণি। এমন আখুটি আর কোথাও না দেখি গো ধন্য মেন জনক জননী॥ ফাল্গুন-পূর্ণিমা তিথি গ্রহণের কালে গো জন্মিয়া কাঁদায় অতিশয়। অনেক যতনে শিশু স্তন নাহি পীয়ে গো দেখিয়া সবারে লাগে ভয়॥ শান্তিপুরবাসী মহা- তপস্বী গোসাঞি গো জানয়ে যে বালকের রীতি। না জানি কেমন ছলে স্তন পিয়াইল গো সবার হইল স্থিরমতি॥ কেউ কিছু বলে মোর মনে নাই ভয় গো মো এই বিচার কনু চিতে। নরহরি প্রাণধন ক্ষেপা বড়ই হবে গো তাহার আরম্ভ জন্ম হইতে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
পরাণ নিমাই মোর খেপা বড় বটে গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫০-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ যথারাগ॥ (বিভাষ) পরাণ নিমাই মোর খেপা বড় বটে গো একদিন দেখিনু নয়ানে। ধূলায় ধূসর তনু কিবা অপরূপ গো হামাগুড়ি ফিরয়ে অঙ্গনে॥ সুচাঁদবদনে হাসি মা বলিয়া ডাকে গো অমনি আইল শচী ধাইয়া। কোলেতে চড়িয়া অতি কাঁদিয়া বিকল গো তা দেখি বিদরে যেন হিয়া॥ কত যত্ন করে তবু প্রবোধ না মানে গো অঙ্গ আছাড়ায় বারে বারে। কি হৈল কি হৈল বলি কাঁদে পুণ্যবতী গো কেহ স্থির হইতে না পারে॥ হেনই সময় এক নারী অতি খেদে গো হাতে তালি দিয়া বোলে হরি। তা শুনি চঞ্চল-শিশু ক্রন্দন সম্বরি গো হাসয়ে তাহার গলা ধরি॥ সবাই হরষ হৈয়া হরি হরি বলে গো নিমাই নামিয়া কোলে হৈতে। দাঁড়াইতে নারে তবু নাচয়ে কৌতুকে গো হাত দিয়া জননীর হাতে॥ কি লাগি কাঁদিল কেউ বুঝিতে নারিল গো সবাই ভাবয়ে মনে মনে। নরহরি প্রাণ নিমাই এইরূপে গো খেপামি করিতে ভাল জানে॥ এই পদটি, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদার দ্বারা সম্পাদিত, ১৮৮৫ সালে প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “পদরত্নাবলী”, ২৮০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বিভাষ॥ পরাণ নিমাই মোর, খেপা বড় বটে গো একদিন দেখিনু নয়নে। ধূলায় ধুসর তনু, কিবা অপরূপ গো হামাগুড়ি ফিরয়ে অঙ্গনে॥ সুচাঁদ বদনে হাসি, মা বলিয়া ডাকে গো অমনি আইল শচী ধাঞা। কোলেতে চড়িয়া অতি, কাঁদিয়া বিকল গো তা দেখি বিদরে মোর হিয়া॥ কত যত্ন করি, তমু প্রবোধ না মানে গো হাসয়ে তাহার গলা ধরি। সবাই হরষ হৈয়া, হরি হরি বলে গো নিমাই নাম্বিয়া কোলে হৈতে। দাঁড়াইতে নারে তমু নাচয়ে কৌতুকে গো হাত দিয়া জননীর হাতে॥ কি লাগি কাঁদিল কেউ বুঝিতে নারিল গো সবাই ভাবয়ে মনে মনে। নরহরি পরাণ নিমাই এইরূপে গো খেপামো করিতে ভাল জানে॥ এই পদটি জগবন্ধু ভদ্রর উপরোক্ত পদসংকলনেই, ৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদটির প্রথম পংক্তি সহ অন্যান্য অংশের ভিন্নতার জন্য এই পদটিকে আমরাও “পরাণ নিমাই মোর খেলা ভালবাসে গো” শিরোনামে একটি স্বতন্ত্র পদ হিসেবেও তুলছি পাঠকের সুবিধার জন্য। ॥ বিভাষ ॥ পরাণ নিমাই মোর খেলা ভালবাসে গো একদিন দেখিনু নয়নে। ধূলায় ধূসর তনু কিবা অপরূপ গো হামাগুড়ি ফিরে ক্ষণে ক্ষণে॥ সুছাঁদ বদনে হাসি মা বলিয়া ডাকে গো অমনি আসিল শচী ধাঞা। পতিত কোলেতে চড়ি কাঁদিয়া বিকল গো তা দেখি বিদরে মোর হিয়া॥ কত যতন করি তবু প্রবোধ না মানে গো হাসয়ে তাহার গলা ধরি। হৈলেক বিমোদিত যত নাগরিয়া গো অপরূপ সে রূপ নেহারি॥ সবাই হরষ হৈয়া হরি হরি বলে গো নিমাই নামিয়া কোল হৈতে। দাঁড়াইতে নারে তবু নাচয়ে কৌতুকে গো হাত দিয়া জননীর হাতে॥ কি লাগি কাঁদিল কেউ বুঝিতে নারিল গো সবাই ভাবয়ে মনে মনে। নরহরি পরাণ- নিমাই এইরূপে গো খেলান করিতে ভাল জানে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নিমাই চঞ্চল খেপা কিছুই না মানে গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫১-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ যথারাগ॥ (বিভাষ) নিমাই চঞ্চল খেপা কিছুই না মানে গো শুন এক দিবসের কথা। মায়ের অঞ্চলে ধরি ফিরয়ে অঙ্গনে গো আপনার ছায়া দেখি তথা॥ ছাড়িয়া অঞ্চল ছায়া- সহিত খেলায় গো তাহাতে আছিল এক ফণী। তাহার দারুণ ফণে শয়ন করিয়া গো কি আনন্দ কিছুই না জানি॥ হায় হায় করি সবে ধাইয়া আইসে গো পলাইতে নাগ পুনঃ ধরে। কাঁপয়ে সকলে শছী ব্যাকুল হইয়া গো যতনে ধরিয়া কোলে করে॥ হেনই সময় এক পাখী উড়ি যায় গো কিবা সে ভঙ্গীতে তাই হেরি। দে মোরে ধরিয়া ইহা বলি বারে বারে গো কাঁদয়ে মায়ের গলা ধরি॥ নীলমণি হার পারা ধারা দু-নয়নে গো ঘুচিল সে কাজরের রেখা। ও চাঁদবদনখানি মলিন হইল গো তাহা কিয়ে আঁখে যায় দেখা॥ কেউ কিছু কয় কারু কথায় না ভুলে গো প্রাণ ফাটে ক্রন্দন শুনিয়া। নরহরি প্রাণ শিশু আপনি ভুলিল গো তেঁই যে সুস্থির হৈল হিয়া॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সোণার নিমাই মোর পরাণ-পুতলি গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫১-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ যথারাগ॥ (বিভাষ) সোণার নিমাই মোর পরাণ-পুতলি গো হেন খেলা আছে কি জগতে। যখন যা চায় তাহা না দিলে বিষম গো কেহ না পারয়ে প্রবোধিতে॥ একদিন নিমাই নবনী দে বলিয়া গো মায়ের আঁচলে ধরি কাঁদে। প্রবোধিতে অধিক ধূলায় গড়ি যায় গো তিলেক ধৈরজ নাহি বাঁধে॥ না জানিয়ে কোথা হৈতে নবনী আনিয়া গো নিমাইর করেতে দিল মায়। নবনী খাইয়া বোলে মো গোপতনয় গো ইহা বিনু কিছু নাহি ভায়॥ চাহি মুখ পানে মোরা হাসিয়া পুছিনু গো তুমি কোন্ গোপের ছাওয়াল। নরহরি প্রাণ শিশু শুনি পলাইল গো লাজে শচী বলে ভাল ভাল॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
একদিন নির্জ্জনে নিমাই ঘরে বুলে গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫১-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ যথারাগ॥ (বিভাষ) একদিন নির্জ্জনে নিমাই ঘরে বুলে গো। আশ্চর্য্য চরণচিহ্ন দেখি। অতি সঙ্গোপনে শচী দেখায় চরণচিহ্ন মিশ্র পুরন্দরে ঘরে ডাকি॥ মিশ্র পদচিহ্নে দেখি ধ্বজবজ্রাঙ্কুশ আদি মিশ্রবর ভাবে মনে মনে। গোপাল বিগ্রহ গৃহে তারি পদচিহ্ন ইহা শচীরে বলেন সঙ্গোপনে॥ আর দিন শচী শুনে নিমাইর মুখ হৈতে বাহির হৈছে বংশীরব। রাধা রাধা শব্দ তাতে নিরখি এহেন রঙ্গ শচী ভয়ে হইল নীরব॥ আর দিন ভূষণের লোভে দুই চোর গো নিমাইর করিল হরণ। নিমাই নিমাই বলি ফকরিয়া শচী কাঁদে চারি ভিতে হয় অন্বেষণ॥ এ দিকে কি ভুলে ভুলি আপনার ঘর ভাবি দুই চোর শচীগৃহে ফিরি। কান্ঝে হৈতে শিশুরে ভূতলে নামাইয়া গো পলাইয়া গেল ত্বরা করি॥ হারাধন পাঞা পুন সকলে হরিষ গো অর্থ কিছু বুঝিতে নারিল। চোরের দুর্দ্দশা দেখি মুচকি মুচকি গো নরহরি হাসিতে লাগিল॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
শুনয়ে নিমাইর কথা একদিন সুখে গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫২-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ যথারাগ॥ (বিভাষ) শুনয়ে নিমাইর কথা একদিন সুখে গো নানা দ্রব্য লৈয়া শচী মায়। নিমাই চঞ্চল ভাল হবে এই হেতু গো যতনে পূজয়ে দেবতায়॥ হেনই সময়ে কোথা হইতে আসিয়া গো না দেখিতে নৈবেদ্য খাইয়া। হাসিয়া বলয়ে মুই দেবের দেবতা গো মোরে না পূজহ কি লাগিয়া॥ হায় হায় করি শচী দাবাড়িয়া যায় গো মনেতে পাইয়া বড় ভয়। ব্যাকুল হৈয়া চিতে বিচার করয়ে গো পাছে বা নিমাইয়ের কিছু হয়॥ হেথা শিশু মিশ্রের কোলেতে বসি কয় গো মা মোরে না দেন খাইতে। নরহরি-পরাণ নিমাইর কথা শুনি গো বাপের আনন্দ বড় চিতে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
এ মোর নিমাইচাঁদ খাইতে চাহিলে গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫২-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ যথারাগ॥ (বিভাষ) এ মোর নিমাইচাঁদ খাইতে চাহিলে গো তিলেক বিলম্ব যদি হয়। ঘর দ্বার ভাঙ্গিয়া ফেলায় মোরে ক্রোধে গো করয়ে অনেক অপচয়॥ যদি কিছু বলে তবে দ্বিগুণ বাড়য় গো না ডরায় এ বাপ মায়েরে। এ পাড়াপড়সী কেউ নিবারিতে নারে গো একা বিশবরূপে ভয় করে॥ এমন বালক আর কোথাও না দেখি গো একাকী ফিরয়ে নদীয়াতে। অলখিতে যার তার ঘরে প্রবেশিয়া গো নানা কর্ম্ম করয়ে হেলাতে॥ যেখানে সেখানে শিশু গণেরে কাঁদায় গো কি বলিব তা সবার মায়। নরহরি প্রাণ বিশ্ব- ম্ভরের চরিতে গো কেবা না ডরায় নদীয়ায়॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নিমাইচাঁদের এ চরিত কত কব গো ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫৩-পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ যথারাগ॥ (বিভাষ) নিমাইচাঁদের এ চরিত কত কব গো স্নানকালে সুরধুনী-তীরে। কি নারী পুরুষ কেউ স্থির হৈতে নারে গো তথা মহা উপদ্রব করে॥ নানা উপহার অতি যতনে লইয়া গো দেবতা পূজিতে যেবা যায়। তা সনে কলহ যত লেখা নাই তার গো কিবা না করে নদীয়ায়॥ যদি কেই কভু শচী- মিশ্রেরে জানায় গো তথন কি বা সে সাধুরীতি। সবাকার মনে অতি কৌতুক বাড়য় গো দেখিলে না রহে বুদ্ধিগতি॥ যেরূপ নন্দের ঘরে কানুর ধামালি গো সেরূপ দেখিয়ে শচী ঘরে। নরহরি-প্রাণ নিমাই এই বুঝি সেই গো নহিলে এরূপ কেবা করে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |