কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী
*
শুনিয়া নাগর হিয়া জর জর মরমে পাইয়া বেথা
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার বা শ্রীসরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী
১৮৭০ সাল নাগাদ চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সংগৃহীত এবং রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
দ্বারা ১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ১৩৬-পৃষ্ঠা। পদটি কোন কবি নরহরির তা
বলা হয় নি।


শুনিয়া নাগর, হিয়া জর জর, মরমে পাইয়া বেথা।
সখীগণ ভয়ে, নিশবদে রহে, কহয়ে মনের কথা॥
শুন ঠাকুরাণী, সে রাজনন্দিনী, আমি থাকি সবে বনে।
তাহাতে আমাতে, প্রেমের পীরিতি, মিলন হইবে কেনে॥
কহে ঠাকুরাণী, শুন গুণমণি, সে এমন রমণী নয়।
সখী সঙ্গে করি, ফুল তুলে ফিরি, এই পথ দিয়া যায়॥
যখন পিরিতি হবে।
যেখানে দাঁড়ায়ে মুরলী বাজাবে, সেখানে তাহারে পাবে॥ ধ্রু॥
যখন যেমন, তখন তেমন, উপায় তায় কহিবে।
রাধিকার দূতী, এখানে আসিবে, তব দূতী তথা যাবে॥
নরহরি বাণী, শুন ঠাকুরাণী, আশীর্ব্বাদ কর তুমি।
গোপীগণ সঞে, হউক পিরিতি, এই বর দিলাম আমি॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনি না চেনে আপন কোপে
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার বা শ্রীসরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময়
মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, ১৩৮১টি
পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ১২৪-পৃষ্ঠা। পদটি কোন কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ তত্র শ্রীমত্যা উক্তি॥

ধনি না চেনে আপন কোপে।
নয়ান ভাঙর দেখিএ ভঙ্গিম নাগর তরাসে কাঁপে॥
মণিময় ধন আভরণ আদি ধরল রেয়ের আগে।
মলয়জ মালা তাম্বুলের ডালা ঝিনিএ ফেলিল রাগে॥
দুই করে পদ ধরিয়া মাধব কতেক মিনতু কেল।
তাহে ক্ষেণে ক্ষেণ আনল সমান বিরসে বিমুখ ভেল॥
হাতে লত গাঁথা এ গজমুকুতা জাহা নাহি সুরপুরে।
কনক অঞ্জলি পাএ দিছে ফেলি ঠেলিএ ফেলিছে দুরে॥
সঙ্গে সখী সব বুঝি অনুভব কেহু না বলিল কিছু।
সময় বুঝিয়া রসিক নাগর ডাড়াএ রহল পাছু॥
নরহরি ভনে রেএর চরণে মোরে দয়া কর তুমি।
তোমা বিনে আর কে আছে আমার পদ না ছাড়িব আমি॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাতল কীর্তনরসে গৌর গদাধর
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার বা শ্রীসরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময়
মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, ১৩৮১টি
পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ১৭৭-পৃষ্ঠা। পদটি কোন কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ অথ শ্রীকৃষ্ণস্য প্রেমবৈচিত্ত্যং তদুচিত মহাপ্রভু॥

মাতল কীর্তনরসে গৌর গদাধর। পুলকে ভরল অঙ্গ সব কলেবর॥
তরুপর ধরি কোমল কর ঝাঁপি। হা হরি করি কত সব তনু কাঁপি॥
পুন কহে গোরাচাঁন্দ প্রলাপ করিএ। কোথা গেল গদাধর আমারে ছাড়িএ॥
পুরব দুখ হত সো মুখ হেরিএ। বেথিত হৃদয় তার গুণ স্মরিএ॥
কহিতে কহিতে পহু ভেল মুরছায়। নরহরি কহে এই কোন্ প্রেমোদয়॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কেন বা বিবাদ এত কর বিনোদিনী
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার বা শ্রীসরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময়
মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, ১৩৮১টি
পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ১৮৬-পৃষ্ঠা। পদটি কোন কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ রাগতালো যথা॥

কেন বা বিবাদ এত কর বিনোদিনী। সে যে বন্ধুয়া তোর একুই পরানি॥
জদি কৃষ্ণঅঙ্গগন্ধে জগত ব্যাপিত। তোর অঙ্গপরিমলে কানু সে মোহিত॥
যদি বা বদনে তোর শ্যামনাম কয়। রাধা নাম তার নিজমন্ত্র মুরূলিতে গায়॥
যদি বা তোমার মন শ্যামপানে ধায়। সে যোগী ধ্যায়েনে থাকে মাধবীতলায়॥
কোটী চন্দ্র জিনি কৃষ্ণঅঙ্গ নিরমল। তোর অঙ্গ পরসনে হয় জে শীতল॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পূরব স্মরিএ গোরারায়
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার বা শ্রীসরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময়
মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, ১৩৮১টি
পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ১৯৮-পৃষ্ঠা। পদটি কোন কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ রাগতালো যথা॥

পূরব স্মরিএ গোরারায়। মনদুখে করে করে হায় হায়॥
শঠ সঞে পিরিতি করিনু। মনের আগুনে পুড়ে মনু॥
এমন পিরিতি নাহি জানি। কেবল দুখের হয় খনি॥
গোপীভাবে কহে গৌরহরি। তহি পুছই নরহরি॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গদাধর গৌরাঙ্গ কুতূহলী
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার বা শ্রীসরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময়
মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, ১৩৮১টি
পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২০৬-পৃষ্ঠা। পদটি কোন কবি নরহরির তা বলা হয় নি।

.        ॥ অথ পাশাখেলাদি রায় গোউরচন্দ॥

গদাধর গৌরাঙ্গ কুতূহলী। পারিষদগণ সব মেলি॥
পাশায় আসর হইল মন। নিজগুণে বৈসে দুই জন॥
কহে পহু কি পণ ইহার। হারি জিতি আছএ বেভার॥
গদাধর কহেন গোসাই। হারি জিনি পুন এই চাই॥
হাসি গোরা ধরিলেন সারি। নরহরি দূরেতে নেহারি॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রীশচী মায়েরে আগে করি যত
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৫২-পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ ধানশী॥

শ্রীশচী মায়েরে আগে করি যত
নদ্যানারী চলে কাতারে কাতারে।
শ্রীবাস পণ্ডিত গেহে উপনীত
গোরা-অভিষেক দেখিবার তরে॥
গোরা-অভিষেক অপরূপ লীলা
কেহ হেন কভু না দেখে নয়নে।
সুরধুনীবারি ঘট ভরি গোরা-
শিরে ঢালে যত ভকতগণে॥
গাত্র মুছাইয়া নেতের অঞ্চলে
শুষ্ক পট্টবাস পরিতে দিল।
ললাটে চন্দন গোরোচনা চুয়া
শচী মাতা মনসাধে পরাইল॥
হুলুলুলু ধ্বনি দেয় নারীগণে
গৌরাঙ্গের জয় জয় চারি ভিতে।
খোল করতাল বাজে রামশিঙ্গা
নরহরি হেরে হরষচিতে॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জাগহ জন মনচোর চতুরবর
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২০-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

অষ্টকালীয় লীলা
॥ যথারাগ॥

জাগহ জন মন-                                চোর চতুরবর
সুন্দর নদীয়া-নগর-বিহারী।
রাধা রমণী-                                শিরোমণি রসবতী
তাকর হৃদয় রতনরুচিকারী॥
কি কহব পুন পুন নিশি ভেল ভোর।
কৈছন অলস                             কিছুই নাগি সমুঝিয়ে
হৃদয় সন্দেহ রহত বহু মোর॥ ধ্রু॥
ব্রজপুর-চারু                               চরিত গুণ শুনইতে
ভোজন শয়ন করহি নাহি ভায়।
ভণইতে দিবস                               রজনী বহু যাওয়ে
তাহে কৈছে অব ঘুম শোহায়॥
প্রাণ-অধিক করি                                মানহ অনুখন
নিরুপম সংকীর্ত্তন সুখকন্দ।
তা বিনু পলক                                কল্প সম অনুভব
ইথে নরহরি চিতে লাগয়ে ধন্দ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
তেজহ শয়ন গৌর গুণধাম
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২২-পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ যথারাগ॥

তেজহ শয়ন গৌর গুণধাম।
চাঁদ মলিন গত যামিনী যাম॥
পুরুষ দিশা সখি সব ভুলি গেল।
অনুরাগহি রক্তাম্বরি ভেল॥
মুদিত কুমুদ তহি মধুপ নিবাস।
বিকশিত কমল চলত তছু পাশ॥
চক্রবাকী উলসিত পতি সঙ্গ।
নরহরি হেরি হসত বহু রঙ্গ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
উঠ উঠ আজি একি অদভুত
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২১-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ যথারাগ॥

উঠ উঠ আজি                                একি অদভুত
ঘুম ঘুমায়াছ চতুর ওহে।
এরূপ রখন                                না দেখিয়ে তুয়া
রীতি আর কত বুঝাব তোহে॥
এ সময়ে এত                               অলসে কি সুখ
আনে হাসি করে তোমার কাজে।
পূরুবের মত                                    হইলে এখন
জাগাতে না হৈত পালাইতে লাজে॥
তেমতি তোমার                                গদাধর নর-
হরি আদি সব আছয়ে শুঞা।
সে সকল ভয়                           নাহি তেঞি ভালো
নহিলে পলাইত তোমারে থুঞা॥
কি বলিব নিজ                              প্রিয়গণে লৈয়া
শুয়ে থাক ইথে কিসের যাবে।
বেলাধিক হৈলে                                নরহরি প্রতি
পাছে কিছু দোষ দিতে না পাবে॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর