কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী |
জাগহ জন মনচোর চতুরবর ভণিতা নরহরি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২০-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! অষ্টকালীয় লীলা ॥ যথারাগ॥ জাগহ জন মন- চোর চতুরবর সুন্দর নদীয়া-নগর-বিহারী। রাধা রমণী- শিরোমণি রসবতী তাকর হৃদয় রতনরুচিকারী॥ কি কহব পুন পুন নিশি ভেল ভোর। কৈছন অলস কিছুই নাগি সমুঝিয়ে হৃদয় সন্দেহ রহত বহু মোর॥ ধ্রু॥ ব্রজপুর-চারু চরিত গুণ শুনইতে ভোজন শয়ন করহি নাহি ভায়। ভণইতে দিবস রজনী বহু যাওয়ে তাহে কৈছে অব ঘুম শোহায়॥ প্রাণ-অধিক করি মানহ অনুখন নিরুপম সংকীর্ত্তন সুখকন্দ। তা বিনু পলক কল্প সম অনুভব ইথে নরহরি চিতে লাগয়ে ধন্দ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
উঠ উঠ আজি একি অদভুত ভণিতা নরহরি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২১-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! ॥ যথারাগ॥ উঠ উঠ আজি একি অদভুত ঘুম ঘুমায়াছ চতুর ওহে। এরূপ রখন না দেখিয়ে তুয়া রীতি আর কত বুঝাব তোহে॥ এ সময়ে এত অলসে কি সুখ আনে হাসি করে তোমার কাজে। পূরুবের মত হইলে এখন জাগাতে না হৈত পালাইতে লাজে॥ তেমতি তোমার গদাধর নর- হরি আদি সব আছয়ে শুঞা। সে সকল ভয় নাহি তেঞি ভালো নহিলে পলাইত তোমারে থুঞা॥ কি বলিব নিজ প্রিয়গণে লৈয়া শুয়ে থাক ইথে কিসের যাবে। বেলাধিক হৈলে নরহরি প্রতি পাছে কিছু দোষ দিতে না পাবে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |