কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী
*
শ্রীশচীভবনে অধিক সুখ আজ
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২৫-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ যথারাগ॥

শ্রীশচীভবনে অধিক সুখ আজ।
অনুপম পাদ পীঠ                                 পরি বিলসিত
সুন্দর গৌরচন্দ্র দ্বিজরাজ॥ ধ্রু॥
পহুঁ চহুদিশ প্রিয়                                  পরিকরমণ্ডল-
মণ্ডলী অতি অপরূপ রুচিকারী।
জনু সুমেরু গিরি-                                বেষ্টিত সুরগণ
শোভা শেষ বরণে নাহি পারি॥
কাহুক করে কর                                  করি অবলম্বন
চিত্রক পুতরি সদৃশ বহু কোয়।
কাহুক বসন                                   খসত নাহি সম্ ব
কৈছন ভাবন অনুভব হোয়॥
কোই সচকিত শেজ                             তেজি উপনীত
ঘুম ঘোরে ঢুলু ঢুলুই নয়ান।
নরহরি ভণ                                    উহ সুখ পঙ্কজ-
মধুপানে মত্ত মধুকর অনুমান॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু আনন্দ পরভাত শচী অঙ্গনহি
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২৬-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ যথারাগ॥

আজু আনন্দ পর-                                ভাত শচী অঙ্গনহি
ভঙ্গ নহু নেহ নবরঙ্গ বহু ভাতি রে।
কোই আওত যাত                        কোই গাওত ললিত রাগ
অদ্ভুত নিরত ফিরত রস মাতি রে॥
কোই কাহুক কর্ণ                                লাগি বহু বচন মৃদু
পড়ত হসি হসি তনু ন জাত ধরণে।
কোই কাহুক পকারি                                করত আলিঙ্গনই
কোই পরণাম কহু কাহু চরণে॥
কোই কাহুক পুছত                                রজনীমঙ্গল কোই
কহত অব মঙ্গল সু পহুক দরশে।
কোই কাহুক কহত                                ধন্য তুহু ধন্য তুহু
দুখ মিটব তব অঙ্গ পবনপরশে।
কোই নর পদ্য-                                গদ্যাদি উচ্চারু করু
কোই ফুত্কারি তৃণ ধরত রদনে।
পরিকর অসংখ্য অতি                        জনু সু উথলল সিন্ধু
নরহরি কি রচব ইহ এক রদনে॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি কহব আজুক অপরূপ রঙ্গ
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২৬-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ যথারাগ॥

কি কহব আজুক অপরূপ রঙ্গ।
পরিসর অঙ্গন                                      মধ্য গৌরহরি
প্রিয় পরিকরগণ লসত অভঙ্গ॥ ধ্রু॥
উড়ুগণ বিহীন                             বিমল কিয়ে উড়ুপতি-
বৃন্দ বিমল পরকাশ।
জগত তাপ ত্রয়                                   ঘোর কঠিনতম
তম নিশ্চয় বুঝি করব বিনাশ॥
ভবভয় ভরহর                                     রঙ্গভুমি কিয়ে
প্রবল মল্লকুল ললিত সমাজ।
পহুপদবিমুখ                                   অসুর অতি দুর্জ্জয়
জয় করি বুঝি মাধব নিজ কাজ॥
বাধ করি রহিত                                বিহিত খেত কিয়ে
প্রকট কলপতরু প্রফুলিত হোই।
বিতরব অতুল                                অমুল ফল নরহরি
ভণ বুঝি বঞ্চিত না রহব কোই॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নগরভ্রমণে বাহির হইয়া
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩০-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ ধানশী॥

নগরভ্রমণে                                    বাহির হইয়া
নানা ব্যবসায়ী গৃহে যান গোরা।
ব্যবসায়িগণ                                নানা দ্রব্য আনি
দেয় তারে হৈয়া আনন্দে ভোরা॥
কহেন গৌরাঙ্গ                                ব্রহ্মণ পণ্ডিত
আমি হই ওহে দরিদ্র অতি।
যেসব সামগ্রী                                দিতেছ তোমরা
তার মূল্য মুই পাবই কতি॥
ব্যবসায়িগণ                                    কহয়ে এ সব
দয়া করি তুমি করহ গ্রহণ।
যখন পারিবে                                 মূল্য দিহ তুমি
না পারিলে মোরা নাহি চাহি পণ॥
যে হইতে তুমি                                 জনম লভিলা
স্ত্রী পুত্র লইয়া আছি মোরা সুখে।
কর শুভ দৃষ্টি                                 কর আশীর্ব্বাদ
দেও পদধূলি শিরেতে বুকে॥
তা সবার বাক্যে                                সন্তুষ্ট হইয়া
গৃহেতে চলিলা নদীয়াশশী।
কহে নরহরি                                   ধন্য ব্যবসায়ী
ধন্য ধন্য সব নদীয়াবাসী॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কো বরণব পরিকরগণ লেহ
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩০-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ যথারাগ॥

কো বরণব পরিকরগণ লেহ।
নিরখি নিতান্ত                                   নিশান্ত সুঅন্তর
অন্তরহিত অতি পুলকিত দেহ॥ ধ্রু॥
সাহস করি কত                                   করত মনোরথ
যাত রজনী অব হোত বিহান।
গৌর সুশয়নোত্থান                                ভঙ্গিনব নিরখি
করব ইহ তৃপত নয়ান॥
মৃদু মৃদু হসিত                                    বদনে বচনামৃত
শ্রণে চমক ভরি পিয়ব ভূরী।
করযুগে যুগপদ                                    পরশি প্রচুরতব
অন্তরখেদ করব অবদূরি॥
ঐছে আশ কত                                  উপজত হিয় মধি
অধিক মগন গুণগন করি গান।
নরহরি ভণ ঘন                                    চাতক সমচিত
উত্কণ্ঠিত (নাহি) সমুঝত অনিদান॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কো বরণব বর গৌর উত্তানশয়নশোভাসুখকারী
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩৩-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ যথারাগ॥

কো বরণব বর গৌর উত্তানশয়নশোভাসুখকারী।
ঝলকত অঙ্গ                                             সুবলিত ললিত
থির যামিনী পুঞ্জ পুঞ্জ মদহারী॥
শবদ-সুধাকর-                                        নিকর বিনিজ্জিত
যুবতী বিজয় মুখ মধুরিম জ্যোতি।
শ্রুতি অতি বিমল                                        গণ্ড মণ্ডিত নব
কুণ্ডল অতুল জড়িত মণি মোতি॥
বিম্ব অরুণ কর                                           কদন বদন ছদ
কিঞ্চিদ মিলন রুচির রুচিপুর।
বিকসত দন্ত-                                          কিরণ সিত সুন্দর
তারকবৃন্দ কুন্দ রহু দূর॥
প্রসর বক্ষ পরি                                           হার প্রচুর তহি
কর করযুক্ত লসত অনিবার।
নরহরি ভণ অনু-                                       ভব নোহত বুঝি
মানিনী নিকট করত পরিহার॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি কহব গৌর শয়ন অনুপাম
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩৪-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ ললিত॥

কি কহব গৌর শয়ন অনুপাম।
সুবলিত অঙ্গ                                অঙ্গ ঝলকত জনু
বিলসিত সোই মূরতিময় কাম॥ ধ্রু॥
কনক ক্ষীরোদ                                    দধি মন্থন নব
নবনী পিণ্ডসম কোমল কায়।
অতি অপরূপ ইহ                              তপনতাপ বিনু
শেজ উপরি জনু জাত মিলায়॥
অলসে অবশ মৃদু                               চলত নিশাসহি
উচ নীচ হোয়ত উদক উজোর।
মলয় পবন জনু                              পরশ সুমেরু সু-
সরিত তরঙ্গ বহত বহু থোর॥
বচনক দূর বির-                                চন কৌন পুনি
নিরখত নয়ন তৃপিত নহি হোয়।
নরহরি ভণ মঝু                                 হৃদয় তল্পকব
বিলসব ঐছে দেয়ব সুখ মোয়॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি কব অনল্প তল্প ঝলকত অতি
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩৪-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ ললিত॥

কি কব অনল্প                           তল্প ঝলকত অতি।
শারদ কাল সম বিরহিত মলিনা।
সুরপতি স্বপন                            অগোচর অপরূপ
রচিত মনোজ্ঞ মনোভব বলিনা॥
আলস ধর জল                                লালস করবর
বালিস বিলসত জগত অদৃশ রে।
হরগিরি খণ্ড                                অখণ্ড সদ্য দধি
পিণ্ড গঙ্গ থির তরঙ্গ সদৃশ রে॥
তহি বন্ধুরে কর-                          বীর কুন্দ কেতকী
কনকাব্জ জাতীকৃতনয়না।
তনু অব যব সব                           সমন গন ঝটিত
অনুভব ন হোই গৌরহরি শয়না॥
বুঝি শশী করপটে                         বিরচি চিত্র বিহি
মন্দির দেবে দেওল বহু যতনে।
নরহরি ভণব সু-                         মতি উরখিত ইহ
রজত চতুষ্কি জটিত হেম রতনে॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মরি মরি গৌর-মূরতি অপরূপ
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩৪-পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ বিভাস॥
      
মরি মরি গৌর-মূরতি অপরূপ।
ভুবন বিমোহ মনমথ ভূপ॥
কি করব অগণিত নয়ন ন ভেল।
দারুণ দৈব দরশে দুখ দেল॥
রাখি হৃদয় ভরি ইহ অভিলাষ।
অমূল রতন সম না করি প্রকাশ॥
কৌনে গঢ়ল তনু বলনি সুঠাম।
মঝু সরবস এ জগতে অনুপাম॥
অনুদিন রজনীশেষে হাম পেখি।
ঐছন শয়ন কবহুঁ নাহি দেখি॥
তাহে বুঝলু নব ঘুম বিরাজ।
নরহরি ইথে কি জাগাওব আজ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনি ধনি আজু রজনী ধনি লেখি
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩৪-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ ভৈরব॥

ধনি ধনি আজু রজনী ধনি লেখি।
সংকীর্ত্তন রস-                                   লম্পট পহুঁ কর
ঐছন শয়ন কবহি নাহি দেখি॥ ধ্রু॥
যো নিজ পূরুব                                 ভব ভরে উনমত
অনুক্ষণ ভণই সুব্রজপুর-বাত।
লোচন পলক                                  অলপ নাহি লাগত
যামিনী জাগি করত পরভাত॥
সো অব অতুল                                নিঁদ গত অতিশয়
জাগব কিয়ে অরু অধিক বিলাস।
অদ্ভুত ঘুম                                      করীত স্বপন সম
অমিয় সদৃশ করু বচন প্রকাশ॥
নিশি চলি যাও                               প্রাত ভেল উপনীত
তবহি ন জাগত নদীয়া-বিহারী।
বুঝবি কি নরহরি-                               নাথ চরিত ইহ
ঘুমক ভাগব বলি নাহি পারি॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর